ETV Bharat / state

Cash for Query Case: এথিক্স কমিটির জন্য সময় নেই, সাক্ষাৎকার দেওয়ার অঢেল সময় আছে; মহুয়াকে বিঁধলেন নিশিকান্ত

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 12:00 PM IST

Nishikant Dubey Slams Mahua Moitra: এথিক্স কমিটিতে যাওয়ার সময় না থাকলেও সাক্ষাৎকার দেওয়ার অঢেল সময় রয়েছে মহুয়া মৈত্রের ৷ এই ভাষাতেই তৃণমূল সাংসদকে বিঁধলেন নিশিকান্ত দুবে ৷

Nishikant Dubey slams Mahua Moitra
নিশিকান্ত দুবে ও মহুয়া মৈত্র

কলকাতা, 29 অক্টোবর: এথিক্স কমিটির সামনে হাজিরা দেওয়ার সময় নেই ৷ অথচ সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় আছে ৷ সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগের বিষয়ে এ ভাবেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বিঁধলেন অভিযোগকারী নিশিকান্ত দুবে ৷

পূর্বনির্ধারিত কিছু কর্মসূচির কারণে এথিক্স কমিটির তলবে 31 অক্টোবর তিনি হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ এরপর হাজিরার দিন বদলে দিয়ে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 2 নভেম্বর হাজিরা দেওয়ার জন্য তাঁকে তলব করে এথিক্স কমিটি ৷ এ প্রসঙ্গেই এ দিন ফের মহুয়া মৈত্রকে একহাত নেন তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷

  • मीडिया के सभी सम्मानित साथियों से आग्रह है कि पैसे लेकर राष्ट्रीय सुरक्षा को गिरवी रखना व भ्रष्टाचार की जाँच लोकसभा की Ethics कमिटि कर रही है ।कमिटि के पास क्या आया है यह गोपनीय है।आरोपी को कमिटि के पास जाने का समय नहीं है लेकिन मीडिया में साक्षात्कार देने का भरपूर समय है।मैंने… pic.twitter.com/JK100wTyOY

    — Dr Nishikant Dubey (@nishikant_dubey) October 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই নিয়ে এক্স হ্যান্ডেলে সংবাদমাধ্যমের কাছে আবেদন জানিয়ে তিনি লিখেছেন,

"মিডিয়ার সকল শ্রদ্ধেয় বন্ধুদের কাছে অনুরোধ করা যাচ্ছে যে, টাকা নিয়ে জাতীয় নিরাপত্তাকে বন্ধক রাখার ভ্রষ্টাচারের তদন্ত করছে লোকসভার এথিক্স কমিটি । কমিটির সামনে যা এসেছে তা গোপনীয় । অভিযুক্তের কমিটির কাছে যাওয়ার সময় নেই । কিন্তু মিডিয়ার কাছে সাক্ষাৎকার দেওয়ার মতো পর্যাপ্ত সময় তাঁর আছে ৷"

মহুয়া মৈত্রের সঙ্গে হিরানন্দানির বন্ধুত্বের বিষয়টি হলফনামাতেও রয়েছে বলে জানিয়ে নিশিকান্ত দুবে বলেন, "আজ পর্যন্ত আমি এই বিষয়ে কোনও মিডিয়াকে সাক্ষাৎকার দিইনি, এটা সংসদের মর্যাদা । অভিযুক্ত সাংসদের বন্ধু হিরানন্দানিজি । তিনি হলফনামায় অভিযুক্তের বিদেশ যাওয়া, থাকা, তাঁকে মূল্যবান জিনিসপত্র দেওয়া এবং যাতায়াতের খরচ (নগদ) দেওয়ার কথা উল্লেখ করেছেন । কমিটির রিপোর্টের জন্য আমাদের অপেক্ষা করা উচিত । এটা দল বা বিরোধী দল, নারী-পুরুষ নয়, জাতীয় সুরক্ষা, দুর্নীতি, সংসদের মর্যাদা এবং আমাদের সংসদ সদস্যদের আচার-আচরণের প্রশ্ন ৷ দয়া করে এ বিষয়ে সংসদকে সিদ্ধান্ত নিতে দিন ।"

আরও পড়ুন: মহুয়াকে ফের তলব এথিক্স কমিটির, 2 নভেম্বর হাজিরা দিতে বলা হল তৃণমূল সাংসদকে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.