ETV Bharat / bharat

Cash for Query Case: মহুয়াকে ফের তলব এথিক্স কমিটির, 2 নভেম্বর হাজিরা দিতে বলা হল তৃণমূল সাংসদকে

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 3:13 PM IST

Updated : Oct 28, 2023, 3:42 PM IST

ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে আগামী 2 নভেম্বর হাজিরা দেওয়ার জন্য তলব করল লোকসভার এথিক্স কমিটি ৷ এর আগে তাঁকে 31 অক্টোবর হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু ওইদিন তিনি হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছিলেন মহুয়া ৷

ETV Bharat
মহুয়া মৈত্র

নয়াদিল্লি, 28 অক্টোবর: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ফের তলব করল লোকসভা এথিক্স কমিটি ৷ শনিবার কমিটির তরফে নতুন করে চিঠি পাঠানো হয়েছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে ৷ আগামী বৃহস্পতিবার অর্থাৎ 2 নভেম্বর তাঁকে তলব করা হয়েছে ৷ এর আগে ঘুষের বিনিময়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগের তদন্তে 31 অক্টোবর মহুয়াকে তলব করেছিল লোকসভার এথিক্স কমিটি ৷ কিন্তু, শুক্রবার কমিটির চেয়ারম্যান বিনোদকুমার সোনকরকে চিঠি লিখে মহুয়া জানিয়েছিলেন, পূর্ব নির্ধারিত কিছু কর্মসূচি থাকায় তিনি 31 তারিখ কমিটির সামনে হাজিরা দিতে পারবেন না ৷

5 নভেম্বরের পরে যেকোনও দিন তিনি এথিক্স কমিটির সামনে হাজিরা দিতে প্রস্তুত ৷ এর আগে 26 অক্টোবর লোকসভার এথিক্স কমিটির তরফে চিঠি পাঠিয়ে মহুয়া মৈত্রকে 31 অক্টোবর দিল্লিতে এথিক্স কমিটির সামনে হাজির হতে বলা হয়েছিল ৷

  • Cash-for-query: LS Ethics Committee tells TMC MP Mahua Moitra it will entertain no request for extension in date of appearance beyond Nov 2

    — Press Trust of India (@PTI_News) October 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংবাদসংস্থা সূত্রে খবর, এথিক্স কমিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এরপর আর সময়সীমা বাড়ানোর কোনও আবেদন গ্রাহ্য হবে না ৷ তৃণমূল সাংসদ মহুয়া আগেই জানিয়েছিলেন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা ৷ উদ্দেশ্যপ্রণদিতভাবে তাঁকে কালিমালিপ্ত করতে এই কাজ করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই ৷ লোকসভায় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তোলায় তাঁকে এভাবে হেনস্থা করা হচ্ছে বলেও দাবি করেছেন মহুয়া ৷

আরও পড়ুন: এথিক্স কমিটিতে পাঠানো মহুয়ার চিঠিতে নিশিকান্তের পদবি হল দুবাই, পালটা কটাক্ষ বিজেপি সাংসদের

এথিক্স কমিটির সামনে ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই ৷ তাঁদের অভিযোগের সাপেক্ষে, কমিটির সামনে তাঁরা মৌখিকভাবে কিছু প্রমাণের কথা জানিয়েছেন বলে খবর ৷ উল্লেখ্য, চলতি মাসেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে ঘুষের বদলে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ এক্ষেত্রে তিনি হাতিয়ার করেছিলেন তৃণমূল সাংসদের একদা ঘনিষ্ঠ বন্ধু তথা আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাইয়ের সিবিআই'কে লেখা একটি চিঠিকে ৷ যে চিঠিতে অভিযোগ করা হয়, হিরানন্দানি গোষ্ঠীকে বাণিজ্যিক সুবিধা পাইয়ে দিতে তাদের থেকে ঘুস নিয়ে লোকসভায় প্রশ্ন করেছিলেন মহুয়া ৷

আরও পড়ুন: 31 অক্টোবর হাজিরা দেওয়া সম্ভব নয়, এথিক্স কমিটিকে চিঠি মহুয়ার

Last Updated : Oct 28, 2023, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.