ETV Bharat / state

Medical Education: মেডিক্যাল পড়াশোনায় নয়া নিয়ম, পাসের জন্য আর থাকছে না গ্রেস নম্বর

author img

By

Published : Jun 23, 2023, 7:58 PM IST

এতদিন এমবিবিএস-এর প্রতিটি পরীক্ষায় 5 করে গ্রেস ছিল বিশ্ববিদ্যালয়ের হাতে । যদি কোনও হবু ডাক্তারের ফেল করার মতো পরিস্থিতি হতো, তাহলে বিশ্ববিদ্যালয় চাইলে গ্রেস দিয়ে তাদের পাস করাতে পারত । এবার সেই নিয়ম বন্ধ করে দিল ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল ৷

Medical Education
Medical Education

কলকাতা, 23 জুন: গ্রেস নম্বর পেয়ে পাশ করার সুযোগ বন্ধ করল ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল বা এনএমসি । এখন থেকে এমবিবিএস পরীক্ষায় ফেল করলে আর পাসের কোনও সুযোগ থাকছে না ৷ গত 12 জুন দেশজুড়ে এমবিবিএস স্তরে মেডিক্যাল পঠনপাঠনের নিয়মাবলি প্রকাশ করা হয়েছে । সেখানেই বলা হয়েছে এই কথা । এনএমসি-এর আন্ডার গ্র্যাজুয়েট মেডিক্যাল বোর্ডের বিবৃতি অনুযায়ী, এখন থেকে ফেল করলেই তা ফেল বলে গণ্য হবে । ইতিমধ্যে বৈঠক করে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরও এই নিয়মের কথা জানিয়ে দেওয়া হয়েছে ।

এমবিবিএসের জন্য সাড়ে 4 বছরের মূল পাঠ্যক্রম এবং 1 বছরের ইন্টার্নশিপ প্রয়োজন । এর মধ্যে মূল পঠনপাঠনের সাড়ে চার বছরকে এক, এক এবং আড়াই বছর বা 30 মাসে ভাগ করা হয়েছে । প্রথম এক বছরকে ফার্স্ট এমবি বা ফার্স্ট প্রফেশনাল, দ্বিতীয় বছরকে সেকেন্ড এমবি বা সেকেন্ড প্রফেশনাল এবং বাকি 30 মাস বা থার্ড প্রফেশনালকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে । পার্ট 1 হল 12 মাসের, পার্ট 2 হল 18 মাস বা দেড় বছরের । যদিও থার্ড প্রফেশনাল বা ফাইনাল এমবি'র দ্বিতীয় পর্বকে নেক্সট পরীক্ষার জন্য ধরেই রাখা হয়েছে নয়া পাঠ্যক্রমে ।

এদিকে আগামী 2-3 সপ্তাহের মধ্যে নেক্সট সংক্রান্ত নিয়মকানুন প্রকাশিত হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে । নয়া গাইডলাইন অনুযায়ী একথা স্পষ্ট, 2023-24 শিক্ষাবর্ষে নেক্সট হচ্ছেই । থিয়োরি ও প্র্যাকটিক্যাল মিলিয়ে 750 করে নম্বর থাকছে । থার্ড এমবি'র (14টি বিষয়) প্রথম পার্টে থাকছে 450 নম্বর । নেক্সট চালু না হওয়া পর্যন্ত সেকেন্ড পার্টে ছিল 900 নম্বর (এটাই হতে চলেছে নেক্সট পরীক্ষা) । এই প্রতিটি পর্বের পরীক্ষাতেই থিয়োরি এবং প্র্যাকটিক্যালে পৃথকভাবে পেতে হবে 50 শতাংশ নম্বর । তাহলেই তিনি পাস। 75 শতাংশ পেলে তবে অনার্স ।

প্রতিটি পরীক্ষায় 5 করে গ্রেস ছিল বিশ্ববিদ্যালয়ের হাতে । যদি কোনও হবু ডাক্তারের যেকোনও পেপারে 1, 2, 3 নম্বর করে বা সবক'টি মিলিয়ে ফেল করার পরিস্থিতি হতো, বিশ্ববিদ্যালয় চাইলে পরিস্থিতি অনুযায়ী (একটিতে 5 বা সেই নম্বর ভাগ করে) গ্রেস দিয়ে তাদের পাস করাতে পারত । এমবিবিএস পঠনপাঠনের নয়া নিয়মনীতি অনুযায়ী সেটি আর হবে না ।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, প্রতিটি প্রফেশনালেই কমবেশি 5 শতাংশ ছাত্রছাত্রীকেই গ্রেস দিয়ে পাস করাতে হয় । শেষ ফাইনাল এমবি পরীক্ষায় বসেছিলেন প্রায় সাড়ে তিন হাজার ছাত্রছাত্রী । গ্রেস দিয়ে পাশ করেছেন 100 জন ।

আরও পড়ুন: ডাক্তারি পড়ার সুযোগ মুর্শিদাবাদের অভাবী পড়ুয়ার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.