ETV Bharat / state

Kolkata Municipal Corporation: কলকাতার অন্দরকে চেনাতে নাগরিক পরামর্শে অভিনব উদ্যোগ কলকাতা পৌরনিগমের

author img

By

Published : May 13, 2023, 10:41 PM IST

কলকাতার বিভিন্ন দর্শনীয় ও ঐতিহ্যবাহীস্থান সম্পর্ক তথ্য দিতে নয়া উদ্যোগ নিল কলকাতা পৌরনিগম ৷ পৌরনিগমের ওয়েবসাইটে যুক্ত হতে চলেছে নয়া বিভাগ ৷

Etv Bharat
ফাইল ছবি

কলকাতা, 13 মে: কলকাতাকে একদিকে যেমন ‘সিটি অব জয়’ বলা হয়, অন্যদিকে ঠিক তেমনই বলা হয় ‘সিটি অব প্যালেসেস’, অর্থাৎ প্রাসাদের নগরী । শত শত বছরের পুরনো এইসব অবকাঠামো আজও শহরের বুকে মাথা তুলে দাঁড়িয়ে আছে ঐতিহ্যের বাহক হিসেবে । এই ঐতিহ্যের সাক্ষী হতে বছরভর পর্যটকদের আনাগোনা চলে কলকাতায় ।

তবে এইসব স্থাপত্যকে চাক্ষুষ করলেও অনেক সময় সেগুলির ইতিহাস অজানাই থেকে যায় । এবার এই বিষয়টির সমাধান করতে চলেছে কলকাতা পৌরনিগম । এই লক্ষ্যে কলকাতা কর্পোরেশনের ওয়েবসাইটে যুক্ত হতে চলেছে একটি নতুন বিভাগ ৷ সেখানে কলকাতার যাবতীয় দর্শনীয় স্থানের উল্লেখ থাকবে । একইসঙ্গে সেই জায়গার ইতিহাস সম্পর্কেও থাকবে বিবরণী ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাগরিক পরামর্শে । টক টু মেয়র অনুষ্ঠানে এক জনৈক নাগরিকের ফোনের ভিত্তিতে মেয়র তাঁর পরামর্শ গ্রহণ করেন । সেই মত কলকাতা কর্পোরেশনের ওয়েবসাইটে যুক্ত হবে এই নতুন বিভাগ ৷ এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম জানান, মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই শহরকে সাজিয়ে তুলেছিলেন । তৃণমূল আমলেই শহরে গড়ে উঠেছে ইকো পার্ক, ওয়াক্স মিউজিয়াম, বিশ্ববাংলা রেস্তোরাঁ, আলিপুরের মতো মিউজিয়াম । সাজিয়ে তোলা হয়েছে প্রিন্সেপ ঘাট, আলিপুর চিড়িয়াখানা । কিন্তু কোন দর্শনীয় স্থানে সপ্তাহের কোন কোন দিন কটা থেকে কটা পর্যন্ত প্রবেশের অনুমতি আছে তা অনেকেই জানেন না । ফলে সঠিক তথ্যের অভাবে অনেকেই সময়মতো পৌঁছাতে পারেন না । প্রবাসী বাঙালিররা জানেন না শহরে নতুন কোন দর্শনীয় স্থান মাথা তুলেছে । সেই যাবতীয় তথ্য দেওয়া থাকবে এই প্ল্যাটফর্মে । পথ নির্দেশিকা সহ থাকবে স্থাপত্যের ইতিহাস ৷

উল্লেখ্য, ব্রিটিশ আমলে তৈরি হওয়া শহরগুলির মধ্যে একটি কলকাতা । সেই সময় নিজেদের ব্যবসা বাণিজ্যের কথা মাথায় রেখে কলকাতাকে বাণিজ্যনগরী করে গড়ে তুলেছিল ব্রিটিশরা । ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা ৷ সেই সময়কার স্থাপত্য এখনও জ্বলজ্বল করে শহরের বুকে । যার টানে আজও বহু পর্যটক কলকাতায় ছুটে আসেন দেশ, বিদেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৷

আরও পড়ুন: আইএসসি ও আইসিএসই পরীক্ষার ফলপ্রকাশ রবিবার, জেনে নিন কীভাবে দেখবেন নিজের ফলাফল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.