ETV Bharat / state

রাজভবনে মোদি-মমতার বৈঠকের সম্ভাবনা

author img

By

Published : Jan 10, 2020, 10:10 PM IST

Updated : Jan 11, 2020, 2:53 AM IST

মোদি-মমতার বৈঠক
মোদি-মমতার বৈঠক

আগামীকাল রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে ৷ সেপ্টেম্বরের পর আবার এক মঞ্চে দেখা যেতে পারে মোদি-মমতাকে ৷ তাই পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ আগামীকাল রাজভবনে মোদির সঙ্গে মমতার বৈঠকের সম্ভাবনা খুবই বেশি বলে মনে করছেন অনেকে ৷

কলকাতা, 10 জানুয়ারি : আগামীকাল রাজভবনে নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হতে পারে বলে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা ৷ আজ নবান্নে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রী মনসুখ মান্ডব্য ৷ রবিবার কলকাতা পোর্ট ট্রাস্টের একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়েরও ৷ এই অনুষ্ঠানের জন্যই মমতাকেও আমন্ত্রণ জানান জাহাজ রাষ্ট্রমন্ত্রী ৷ ফলে, সেপ্টেম্বরের পর আবার এক মঞ্চে দেখা যেতে পারে মোদি-মমতাকে ৷ তাই পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ আগামীকাল রাজভবনে মোদির সঙ্গে মমতার বৈঠকের সম্ভাবনা খুবই বেশি বলে মনে করছেন অনেকে ৷

নরেন্দ্র মোদির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে ৷ নবান্ন সূত্রে খবর, আগামীকাল রাত ন'টায় রাজভবনে হতে পারে রুদ্ধদ্বার বৈঠক ৷ তবে, সরকারিভাবে বৈঠক সম্পর্কে কোনও কিছু ঘোষণা করা হয়নি ৷ তাই এই দুই রাজনৈতিক ব্যক্তিত্বের বৈঠক নিয়ে দিনভর চলছে চর্চা ৷

প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইন 2019-র বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলন করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানিয়ে দিয়েছেন, এই আইন বাতিল না হওয়া পর্যন্ত তাঁর এই আন্দোলন চলতে থাকবে ৷ এই অবস্থায় বৈঠক হলে প্রধানমন্ত্রীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করার আবেদন করবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ এছাড়া, বাংলার মানুষ যে এই আইন চায় না, তাও তথ্যসহ বৈঠকে তুলে ধরবেন তিনি ৷ জানা যাচ্ছে, রাজ্যের দাবি দাওয়া নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন ৷ এমনকী, রাজ্যপাল জগদীপ ধনকড়ের আচরণ নিয়েও নালিশ জানাতে পারেন মমতা ৷

ইতিমধ্যে, বাম-কংগ্রেসের ডাকা ভারত বনধের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গতকাল বিধানসভায় এর রেশ টেনে জানিয়ে দেন, 13 জানুয়ারি সোনিয়া গান্ধির ডাকা বিরোধীদের বৈঠকে যোগ দেবেন না ৷ এই পরিস্থিতিতে আগামীকাল রাজভবনে এই বৈঠক যে অনেক তাৎপর্যপূর্ণ হবে তা অনেকেই মনে করছেন ৷

Intro:কলকাতা, ১০ জানুয়ারি: আগামী কাল নরেন্দ্র মোদির সঙ্গে রাজভবনে বৈঠকের সম্ভবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ নবান্নে এসে প্রধানমন্ত্রীর তরফ থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। যদিও রবিবার কলকাতা পোর্টট্রাস্টের একটি অনুষ্ঠানে যোগ দেবেন মোদি। সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়েরও থাকার কথা রয়েছে। ফলে দীর্ঘদিন পরে আবারও একমঞ্চে হাজির হতে চলেছেন মোদি- মমতা। পোর্টট্রাস্টের অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ আগামী কাল রাজভবনে মোদির সঙ্গে মমতার বৈঠকের সম্ভবনা উজ্জ্বল।


Body:প্রাথমিক কপি ইন্ট্রোতে


Conclusion:
Last Updated :Jan 11, 2020, 2:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.