ETV Bharat / state

কোরোনা পরীক্ষার খরচ কমিয়ে দিয়েও পিছু হটল স্বাস্থ্য দপ্তর

author img

By

Published : Oct 2, 2020, 1:04 PM IST

Nabannya
Nabannya

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, টেকনিক্যাল কারণে 28 সেপ্টেম্বরের ওই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে ।

কলকাতা, 2 অক্টোবর: RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য খরচ কমানোর নির্দেশ জারি করেও পিছু হটল স্বাস্থ্য দপ্তর । খরচ কমানোর নতুন নির্দেশ প্রত্যাহার করে নিল তারা । নির্দেশ অনুযায়ী, RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য 1 হাজার 201 টাকা খরচ বেঁধে দেওয়া হয়েছিল । আগে যা পড়ত 2 হাজার 250 টাকা ।

বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল । যার জেরে বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য খরচ বেঁধে দিয়েছিল রাজ্য সরকার । সরকারি ওই নির্দেশ অনুযায়ী, বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য খরচ পড়ত 2 হাজার 250 টাকা । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য কিটের দাম আগের তুলনায় এখন অনেক কমে গিয়েছে । এই কারণে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য খরচ 2 হাজার 250 টাকা থেকে আরও কমানোর বিষয়ে ভাবনাচিন্তা চলছিল । শেষ পর্যন্ত স্থির হয় 2 হাজার 250 টাকার বদলে RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার খরচ 1,201 টাকা বেঁধে দেওয়া হবে । এর পরই নতুন নির্দেশ জারি করে স্বাস্থ্য দপ্তর । 28 সেপ্টেম্বরের ওই নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে RT-PCR পদ্ধতিতে কোরোনা পরীক্ষার জন্য 1,201 টাকা বেঁধে দেওয়ার কথা জানানো হয়।

এদিকে 1 অক্টোবর নতুন এক নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দপ্তর জানায়, অনিবার্য পরিস্থিতিতে 28 সেপ্টেম্বরের ওই নির্দেশ প্রত্যাহার করা হয়েছে ।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, টেকনিক্যাল কারণে 28 সেপ্টেম্বরের ওই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে । সংশোধিত নির্দেশ এখনও ইশু করা হয়নি‌ । তবে তা প্রস্তুত করা হয়েছে । শীঘ্রই সংশোধিত এই নির্দেশ জারি করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.