ETV Bharat / state

Kolkata NRS Hospital: উদ্বেগ কমাতে রোগী ও তাঁর পরিজনদের স্বার্থে হাসপাতাল চত্বরে বসল মিউজিক সিস্টেম

author img

By

Published : Jun 30, 2022, 11:00 PM IST

গান আমাদের মনকে অনেক সময় নিয়ন্ত্রণ করে ৷ সাহায্য করে উদ্বেগ, চিন্তা এইসব পরিস্থিতি থেকে সাময়িক আরাম দিতে ৷ এই কথা মাথায় রেখেই এসএসকেএমের পর এবার এনআরএস হাসপাতালে বসানো হল স্পিকার(Kolkata NRS Hospital)৷ যাতে বাজানো হবে মৃদু গান ৷ রোগী ও তাঁর পরিবারের উদ্বেগ কাটাতেই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে ৷

kolkata nrs hospital
নীলরতন সরকার হাসপাতালে বসল স্পিকার

কলকাতা, 30 জুন: রোগী ও তাঁর পরিবারের উদ্বেগ কাটাতে চলবে হালকা গান ৷ তাই নীলরতন সরকার হাসপাতাল চত্বরে বসানো হল স্পিকার(Music system installed in NRS Hospital premises to reduce anxiety of patients and their family)৷ প্রিয়জন যখন কোনও রোগে আক্রান্ত হয় তখন স্বাভাবিকভাবেই হাসপাতালে উদ্বেগে থাকেন রোগীর পরিজনরা । তাঁদের এই উদ্বেগ ও চিন্তায় সাময়িক উপশম দিতে হাসপাতালে এই ব্যবস্থা চালু করা হয়েছে ৷ কলকাতার এসএসকেএম হাসপাতালের পর এবারে এনআরএস হাসপাতালেও এই সিস্টেম চালু করা হল ৷


বিশেষজ্ঞদের মতে, মিউজিক থেরাপি এমন এক চিকিৎসা পদ্ধতি যেখানে রোগীর শারীরিক ও মানসিক অবস্থা ভালো করার জন্য গানের সাহায্য নেওয়া হয় । মিউজিক থেরাপিতে বিভিন্ন ভাইব্রেশনের একটি সিরিজ নেওয়া হয় । এই সিরিজ তৈরি করে শব্দ । শরীর এই ভাইব্রেশন বা কম্পন গ্রহণ করার পরই আসতে থাকে বদল ।

আরও পড়ুন : শরীর-মন সুস্থ রাখতে মিউজিক থেরাপি উপকারী, জানাচ্ছে গবেষণা

তবে, এনআরএস হাসপাতালে রোগী ও তাঁর পরিজনদের থেরাপির জন্য গানের ব্যবস্থা করা হচ্ছে না । মনখারাপ ও চিন্তার ভারাক্রান্ত পরিবেশটাকে মৃদু মিউজিক যাতে একটু স্বস্তি দিতে পারে তার জন্যই এই ব্যবস্থা ৷ মূলত, সকাল ও বিকালের দিকে এই মিউজিক চলছে । বিকেল তিনটে থেকে সন্ধ্যা সাড়ে ছ'টা-সাতটা পর্যন্ত এই মিউজিক চলবে বলে জানা গিয়েছে ।

হাসপাতাল চত্বরে স্পিকার বসানো নিয়ে নীলরতন সরকার হাসপাতাল সুপারের বক্তব্য
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর, এনআরএস হাসপাতালকে মূলত চারটি ভাগে ভাগ করে মোট 60টি স্পিকার লাগানো হয়েছে । প্রত্যেকটি বিভাগে আলাদা আলাদা সিস্টেম রাখা হয়েছে, প্রয়োজনীয়তা বুঝে মিউজিক চালানো হবে । তবে এতে শুধু গানই চলবে না, রোগীর পরিজনদের সহায়তায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণাও করা হবে ৷এই বিষয়ে এনআরএসের সুপার ইন্দিরা দে পাল বলেন, "হাসপাতালের শেষ রোগীকল্যাণ বৈঠকের পর এই সিস্টেম চালু করা হয়েছে । আশাকরি, এই সিস্টেমের মাধ্যমে রোগী ও তাঁর পরিজনদেরর উদ্বেগ কিছুটা হলেও কমবে । তাঁরা যে ঘণ্টার পর ঘণ্টা হাসপাতালে থাকেন সেই মানসিক পরিস্থিতির বদল ঘটবে ।"

আরও পড়ুন : শরীর-মন নিয়ে নাজেহাল ? ভরসা রাখুন মিউজিক থেরাপিতে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.