ETV Bharat / state

Bus Terminus in Newtown: নিউটাউনে হচ্ছে বহুতল বাস টার্মিনাস, একই ছাদের তলায় থাকবে অফিস-হোটেল-সহ নানা সুবিধা

author img

By

Published : Aug 13, 2023, 2:12 PM IST

Multi-storied bus terminus to be built in Newtown: নিউটাউনে তৈরি হতে চলেছে বহুতল বাস টার্মিনাস ৷ হবে একটি কমার্শিয়াল কমপ্লেক্স ৷ যেখানে একই ছাদের তলায় থাকবে অফিস, হোটেল-সহ নানা সুবিধা ৷

Multi-storied bus terminus to be built in Newtown
নিউটাউনে বহুতল বাস টার্মিনাস

কলকাতা, 13 অগস্ট: নিউটাউনে তৈরি হতে চলেছে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক বহুতল বাস টার্মিনাস ও কমার্শিয়াল কমপ্লেক্স । ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য ডিটেলস প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর প্রস্তুত করে ফেলেছে ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা হিডকো ।

নিউটাউনের অ্যাকশন এরিয়া 2-তে প্রায় 9488 একর জমিতে এই প্রকল্প তৈরি হতে চলেছে । বি+জি+আট তলার এই বহুতলের বেসমেন্ট থেকে তিন তলা পর্যন্ত থাকবে কার পার্কিং থেকে শুরু করে বাস টার্মিনাস । চতুর্থ এবং পঞ্চম তল মিলে থাকছে কমার্শিয়াল বিল্ডিং এবং ব্যাংকোয়েট । ষষ্ঠ থেকে নবমতল পর্যন্ত থাকছে অফিস এবং হোটেল ।

হিডকোর এক আধিকারিকের কথায়, সরকারি এবং বেসরকারি অংশীদারিত্বে এই প্রকল্পটির বাস্তব রূপদান করা হবে । অর্থাৎ এই প্রকল্পটি হবে পিপিপি মডেলে । এখনও পর্যন্ত যা খবর তাতে সামগ্রিকভাবে এই নির্মাণ কাজ হবে 46123.28 বর্গমিটার এলাকায় ।

তিনি আরও জানিয়েছেন, এই প্রকল্পটি রূপায়ণ সম্পূর্ণ হলে এখানে থাকবে 100টি বাস রাখার জায়গা । থাকবে 500টি গাড়ি পার্কিং-এর ব্যবস্থা এবং 40টি বাইক পার্কিং-এর ব্যবস্থা । এছাড়া থাকবে হোটেল, ব্যাংকোয়েট হল, কমার্শিয়াল বিল্ডিং প্রভৃতি ।

Bus Terminus in Newtown
প্রকল্পের সাইট প্ল্যান

আরও পড়ুন: নিউটাউন বাজারে গাড়ির পার্কিং ফাইন 500 টাকা, সিদ্ধান্ত বাতিলের ঘোষণা কুণালের টুইটার হ্যান্ডেলে

তিনি বলেন, আগামী দিনে নিউটাউনের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে এই বহুতল তথা ব্যবসায়িক ভবনটি । তাঁর কথায়, বাস টার্মিনাস এবং বাণিজ্যিক সুবিধা যেখানে থাকবে, তার পরিমাণ 20109.11 বর্গমিটার । একইভাবে ব্যাংকোয়েট থাকবে 3354.78 বর্গমিটার এলাকাতে । দুটি পৃথক টাওয়ারে হোটেল ও অফিসের জন্য বরাদ্দ হয়েছে 16141.01 বর্গমিটার এলাকা ।

Bus Terminus in Newtown
প্রকল্পের খুঁটিনাটি

প্রসঙ্গত, রাজ্যে অতীতেও মাল্টিসোরিড কার পার্কিং তৈরি হয়েছে বহু জায়গায় । কিন্তু একই বিল্ডিং-এ কার পার্কিং, বাস টার্মিনাস, অফিস, হোটেল এই ব্যবস্থা নিশ্চয়ই অভিনব । আর সেই জায়গা থেকেই আগামী দিনে রাজ্যের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে এই অত্যাধুনিক বাস টার্মিনাসটি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.