ETV Bharat / state

Newtown Market Parking Fine: নিউটাউন বাজারে গাড়ির পার্কিং ফাইন 500 টাকা, সিদ্ধান্ত বাতিলের ঘোষণা কুণালের টুইটার হ্যান্ডেলে

author img

By

Published : Jun 29, 2023, 2:12 PM IST

Updated : Jun 29, 2023, 2:22 PM IST

নিউটাউন বাজারে গাড়ির পার্কিং ফাইন ছিল 500 টাকা ৷ তবে এই জরিমানার সিদ্ধান্ত বাতিলের কথা ঘোষণা করা হল কুণাল ঘোষের টুইটার হ্যান্ডেল থেকে ৷

Kunal Ghosh
Kunal Ghosh

কলকাতা, 29 জুন: আবার একটা প্রশাসনিক সিদ্ধান্ত জানানো হল শাসকদলের দলীয় মুখপাত্রের টুইটার হ্যান্ডেল থেকে । কলকাতার পর এ বার এমন ঘটনা ঘটল নিউটাউনের ক্ষেত্রে ।

জরিমানা প্রত্যাহার: শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুণাল ঘোষ বৃহস্পতিবার সোশাল সাইট টুইটারে জানিয়ে দিলেন, নিউটাউন বাজারে গাড়ি রাখলে যে 500 টাকা জরিমানার প্রচলন ছিল, এ বার থেকে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হচ্ছে । ফলে আগামী দিনে এখানে গাড়ি রাখতে হলে দিতে হবে না কোনও ফাইন ।

  • নিউটাউনের বাজারে ট্রাফিক ফাইন 500 টাকা যেটি এনকেডিএ চালু করেছিল, তা আপত্তিকর, বিভ্রান্তিকর ও জনবিরোধী। @MamataOfficial এটি জানতেন না। মানুষের হয়রানির কথা জানতে পেরেই তাঁর নির্দেশ, এই ফাইনের সিদ্ধান্ত প্রত্যাহার ও বাতিল হল। পুলিশকেও জানানো হয়েছে।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) June 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যা লিখেছেন কুণাল: তৃণমূল মুখপাত্র এও জানিয়েছেন, এই সিদ্ধান্ত তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর অগোচরেই নেওয়া হয়েছিল । আর সেই কারণেই এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে । একইভাবে কলকাতা পৌরসভা এলাকায় পার্কিং ফি মুখ্যমন্ত্রীকে না জানিয়ে বৃদ্ধি করার জন্য দলের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয়েছিল, ওই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে নেওয়া হয়েছে ৷ বর্ধিত পার্কিং ফি বাতিল করা হচ্ছে । সে ক্ষেত্রেও এই ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত দলের তরফ থেকে আগে জানানো হয়েছিল । এ বারও একই ঘটনা ঘটল নিউটাউনের ক্ষেত্রে ।

আরও পড়ুন: পঞ্চায়েতে বিজেপির সঙ্গে জোট কংগ্রেসের, অভিযোগ কুণালের

বৃহস্পতিবার সোশাল মিডিয়া টুইটারে কুণাল ঘোষ যা লিখেছেন তা এ রকম, নিউটাউনের বাজারে ট্রাফিক ফাইন 500 টাকা, যেটি এনকেডিএ চালু করেছিল, তা আপত্তিকর, বিভ্রান্তিকর ও জনবিরোধী । মমতা বন্দ্যোপাধ্যায় এটি জানতেন না । মানুষের হয়রানির কথা জানতে পেরেই তাঁর নির্দেশ, এই ফাইনের সিদ্ধান্ত প্রত্যাহার ও বাতিল হল । পুলিশকেও জানানো হয়েছে ।

প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে: প্রশ্ন উঠছে, এই ধরনের একটা প্রশাসনিক সিদ্ধান্ত কেন দলীয় মুখপাত্রের টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হবে । প্রশ্ন উঠছে, এ হেন ফাইন বাতিলের সিদ্ধান্ত যেখানে নীরবেই নেওয়া যেত, সেখানে নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটিকে এ ভাবে কেন প্রশ্নের মুখে দাঁড় করানো হল । অতীতেও কলকাতা পৌরসভার ক্ষেত্রে বর্ধিত পার্কিং ফ্রি বাতিল করা প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন থেকে ঘোষণা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল । তারপরেও কেন এভাবে এই সিদ্ধান্ত জানানো হল তা নিয়ে উঠছে প্রশ্ন ।

Last Updated : Jun 29, 2023, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.