ETV Bharat / state

Haridevpur Incident: বাড়িতে আগুন ! 'তাকে মারতে প্ল্যান কষেছিল মা ও প্রেমিক', থানায় গিয়ে অভিযোগ নাবালিকার

author img

By

Published : May 2, 2023, 10:33 PM IST

বাড়িতে আগুন লেগেছিল । থানায় গিয়ে নাবালিকার অভিযোগ, তাকে মেরে ফেলতেই এই প্ল্যান কষেছিল মা ও তাঁর প্রেমিক । হরিদেবপুরের ঘটনায় ক্রমশ কপালে ভাঁজ পড়ছে তদন্তকারীদের ।

Etv Bharat
Etv Bharat

হরিদেবপুর, 2 মে: ঘটনার সূত্রপাত সোমবার ভোরবেলায় । আগুন লাগে হরিদেবপুর থানার অন্তর্গত মতিলাল গুপ্ত রোডের একটি ফ্ল্যাটে । দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণেও চলে আসে । তারপরেই ঘুরে যায় আপাত নিরীহ এই ঘটনা । বেলা বাড়লে সটান থানায় গিয়ে হাজির হয় ওই বাড়ির নাবালিকা । পুলিশকে জানায়, মা ও মায়ের প্রেমিক তাকে মেরে ফেলতেই প্ল্যান কষে বাড়িতে আগুন লাগিয়েছিল । ইতিমধ্যেই দু'জনকে গ্রেফতার করেছে হরিদেবপু থানার পুলিশ ।

ঠিক কী হয়েছে ?

ভোরবেলা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন । খানিকক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে । তারপরেই বেলা এগারোটা নাগাদ ওই বাড়ির নাবালিকা মেয়ে হরিদেবপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করে । নাবালিকার অভিযোগ, তার মা সোনালী চন্দের সঙ্গে এক ব্যক্তির অবৈধ সম্পর্ক রয়েছে । সেই সম্পর্কটা সে মেনে নেয়নি । ফলে বাড়ি থেকে তাকে সরানোর জন্য প্ল্যান করত মা ও তাঁর প্রেমিক ।

পুলিশ কী বলছে ?

থানায় এসে ওই নাবালিকা দাবি করে, তার কাছে মা ও তাঁর প্রেমিকের এই প্ল্যানের তথ্যপ্রমাণ রয়েছে । আগুন লাগার পর নাবালিকা তার মায়ের ফোন হাতে পায় । সেখানে সে দেখে, চ্যাটে আগুন লাগানোর প্ল্যান করছিল মা ও তার প্রেমিক । মোবাইলের সেই চ্যাট নিয়ে এসেই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকা ।

ইতিমধ্যে পুলিশ মা সোনালী চন্দ ও তাঁর প্রেমিক প্রসন্ন মান্না দু'জনকেই গ্রেফতার করেছে । ওই নাবালিকার বাবা-মা আলাদা থাকেন । মায়ের সঙ্গে একই বাড়িতে থাকে ওই নাবালিকা । জানা গিয়েছে, তার মায়ের প্রেমিক প্রসন্ন মান্না পেশায় রাজ্য পুলিশের কনস্টেবল । পুলিশের প্রাথমিক অনুমান, ওই নাবালিকাকে সরিয়ে দিতে পারলেই সোনালী চন্দ তাঁর প্রেমিককে বাড়িতে নিয়ে আসতে পারবেন । সম্ভবত এমনটাই প্ল্যান করছিলেন যুগলে ।

আরও পড়ুন: আড়াই মাসের মেয়েকে খুন করে রান্নাঘরে দেহ লুকিয়ে রাখল বাবা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.