ETV Bharat / state

Road Accident in Behala: হরিদেবপুর থানা এলাকায় ফের পথ দুর্ঘটনার কবলে নাবালক পড়ুয়া

author img

By

Published : Aug 8, 2023, 1:28 PM IST

Updated : Aug 8, 2023, 2:15 PM IST

বেহালায় পড়ুয়ার মৃত্যুর পর এবার হরিদেবপুর থানা এলাকায় পথদুর্ঘটনায় জখম পড়ুয়া ৷ তার মাথায় আঘাত লেগেছে ৷ গুরুতর আহত অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

ETV Bharat
পথ দুর্ঘটনা

বেহালা, 8 অগস্ট: ফের পথ দুর্ঘটনার কবলে স্কুল ছাত্র ৷ এবার ঘটনাস্থল হরিদেবপুরের কালিতলা বলাকা ৷ মঙ্গলবার সকালে অভিভাবকের সঙ্গে স্কুলে যাচ্ছিল পড়ুয়া ৷ এই সময় হঠাৎ নাবালকটি তার অভিভাবকের হাত ছেড়ে চলে যায় ৷ রাস্তার উপর দিয়ে যাওয়া একটি ট্যাক্সি তাকে ধাক্কা মারে ৷ গুরুতর আহত অবস্থায় পড়ুয়াকে প্রথমে ঠাকুরপুকুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তারপর তাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ জানা গিয়েছে, পড়ুয়া শ্রী সত্যবালা বিহার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ৷

এর আগে 4 অগস্ট, শুক্রবার সকালে বেহালায় পথদুর্ঘটনায় প্রাণ হারায় সাত বছরের সৌরনীল ৷ এদিন সেও বাবার হাত ধরে স্কুলে যাচ্ছিল ৷ বড়িশা হাইস্কুলের প্রাথমিক বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্রকে সেদিন পিষে দিয়ে যায় একটি লরি ৷ এই দুর্ঘটনায় গুরুতর জখম হন সৌরনীলে বাবা সরোজ সরকার ৷ তাঁকে আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

লরি দুর্ঘটনায় সৌরনীলের মৃত্যুতে উত্তপ্ত হয়ে ওঠে বেহালা এলাকা ৷ ঘটনার পরপরই এলাকাবাসী বিক্ষোভে নামে ৷ নাবালকের মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করে তারা ৷ এরপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ পুলিশ মহিলা বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অন্য বিক্ষোভকারীরা তাদের পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসে ৷ জনতা ও পুলিশে রীতিমতো খণ্ডযুদ্ধ বাধে ৷ প্রিজন ভ্যান, সরকারি ও বেসরকারি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন: ঘরে ফিরল দেহ, মুখ্যমন্ত্রীর নির্দেশে সৌরনীলের বাড়িতে মন্ত্রী অরূপ

জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ ওঠে ৷ পুলিশ টিয়ার গ্য়াস ছোড়ে বলেও জানা গিয়েছে ৷ এতে স্কুলের বহু পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে ৷ দুর্ঘটনার ঘণ্টা দুয়েক পর পুলিশের সাহায্যে স্কুল থেকে বাচ্চাদের নিয়ে যায় পুলিশ ৷ পরে ওই ঘাতক লরিটিকে সাঁতরাগাছি থেকে বাজেয়াপ্ত করে পুলিশ ৷

Last Updated : Aug 8, 2023, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.