ETV Bharat / state

Behala Road Accident: ঘরে ফিরল দেহ, মুখ্যমন্ত্রীর নির্দেশে সৌরনীলের বাড়িতে মন্ত্রী অরূপ

author img

By

Published : Aug 4, 2023, 10:55 PM IST

মর্মান্তিক ! স্কুলের সামনে যেখানে আস্তে গাড়ি চালানোর কথা লেখা থাকে সেখানেই এক খুদে পড়ুয়াকে পিষে দিল তীব্র গতির লরি ৷ নিহত ছাত্রের বাড়ি গেলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ৷

ETV Bharat
বেহালায় নিহত পড়ুয়ার বাড়িতে অরূপ বিশ্বাস

বেহালায় নিহত পড়ুয়ার বাড়িতে গিয়ে অরূপ বিশ্বাসের বক্তব্য

বেহালা, 4 অগস্ট: সকালের দুর্ঘটনা স্তব্ধ করে দিয়েছে বেহালাবাসীকে ৷ একটি পথ দুর্ঘটনা প্রাণ কেড়েছে বড়িশা হাই স্কুলের প্রাথমিক বিভাগের দ্বিতীয় শ্রেণির পড়ুয়া সৌরনীলের ৷ তার বাবা সরোজ সরকার গুরুতর আহত অবস্থায় পিজি হাসপাতালে ভর্তি ৷ একদিকে ছেলের দেহ বাড়িতে এসেছে আর একদিকে স্বামী ভর্তি রয়েছেন হাসপাতালে ৷ এই অবস্থায় বারবার সংজ্ঞা হারাচ্ছেন সৌরনীলের মা দীপিকা সরকার ৷ তাঁর অবস্থা অকল্পনীয় ৷ স্বাভাবিকভাবেই থমথমে হয়ে রয়েছে বাড়ির পরিবেশ ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার সন্ধেয় সৌরনীলের বাড়ি গেলেন মন্ত্রী অরূপ বিশ্বাস । ভারাক্রান্ত পরিবেশে বেশি কথা বলতে না চেয়ে তিনি বলেন, "সৌরনীলের বাবার যাবতীয় চিকিৎসার দায়-দায়িত্ব রাজ্য সরকার নিয়েছে । আমি মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে এসেছি । ঘাতক লরির চালক গ্রেফতার হয়েছে ৷ লরিটিকে আটক করা হয়েছে ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ৷ এখান থেকে আমি পিজিতে সৌরনীলের বাবাকে দেখতে যাব ৷"

শুক্রবার ছিল সৌরনীলের পরীক্ষা । গত পরশুদিন থেকেই পরীক্ষার আগে একটি বানান নিয়ে কিছুটা ইতস্তত বোধ করছিল সে । বারংবার সেই বানান ভুল করছিল । আজ ভোরবেলা বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সৌরনীলের মা তাকে বলেছিল বাবা বানানটা ঠিক করে লিখে আসিস পরীক্ষার খাতায় । সৌরনীল তার মাকে বলেছিল হ্যাঁ মা ৷ তারপর মাকে টাটা জানিয়ে সকাল 6টার সময় বাবার সঙ্গে হেঁটেই স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ৷ প্রতিদিন সাইকেলের পিছনে চেপেই স্কুলে যেত সৌরনীল ৷ কিন্তু আগের দিন সাইকেলের চাকা লিক হয়ে যাওয়ায় হেঁটেই যাচ্ছিল তারা ৷

তখনও ছোট্ট সৌরনীল জানত না এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে তার সঙ্গে ৷ তার পরিবারও জানত না এক লহমায় শেষ হয়ে যাবে সবকিছু ৷ বাবার হাত ধরে বেহালা চৌরাস্তা দিয়ে যাওয়ার সময় একটি পণ্যবাহী গাড়ি এসে পিষে দেয় সৌরনীলকে । তার বাবাকেও ধাক্কা মারে লরিটি ৷ বাবা গুরুতর আহত হলেও মায়ের কোল থেকে চিরতরের মতো হারিয়ে যায় সৌরনীল ৷

তারপরই স্কুল পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে দফায় দফায় উত্তাল হয়ে ওঠে বেহালা চৌরাস্তা চত্বর । কলকাতা পুলিশের দু’টি ট্রাফিক গার্ডের ভিতর অগ্নিসংযোগ থেকে শুরু করে পুলিশের গাড়ি ও প্রিজন ভ্যান-সহ জ্বালিয়ে দেওয়া হয় একাধিক সরকারি এবং বেসরকারি মিলিয়ে মোট চারটি বাস ৷ এরপর সন্ধ্যায় সৌরনীলের নিথর দেহ ফেরে তার বাড়িতে । তখনই মন্ত্রী অরূপ বিশ্বাস এসে সৌরনীলের পরিবারের সঙ্গে কথা বলেন ৷

আরও পড়ুন : পথ দুর্ঘটনায় মৃত্যু পড়ুয়ার, মৃতদেহ আটকে বিক্ষোভ বেহালায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.