ETV Bharat / state

Md Salim on By Poll : "প্রাক্তন বিজেপি নেতাদের জয়", উপনির্বাচনের ফলাফল নিয়ে কটাক্ষ সেলিমের

author img

By

Published : Apr 17, 2022, 6:59 AM IST

রাজ্য়ে দুই উপনির্বাচনে তৃণমূলের জয়ের তীব্র সমালোচনা করলেন বাম নেতা মহম্মদ সেলিম ৷ উল্লেখ্য, বালিগঞ্জ উপনির্বাচনে বামপ্রার্থী সায়রা শাহ হালিম দ্বিতীয় স্থানে ছিলেন (Md Salim on By Poll) ৷

Md Salim blames Fake Opposition
প্রবীণ বাম নেতা মহম্মদ সেলিম

কলকাতা, 17 এপ্রিল : লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে শাসকদলের জয় আসলে প্রাক্তন বিজেপি নেতাদের জয় ৷ দুই উপনির্বাচনে ঘাসফুলের জয় নিয়ে কটাক্ষ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ যদিও বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বামফ্রন্টের ভোটের শতকরা হিসেব একলাফে প্রায় ছয় গুণ বেড়েছে (Md Salim criticizes by poll victory as former BJP leader's win) ।

সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম চতুর্মুখী প্রতিদ্বন্দিতায় দ্বিতীয় স্থানে উঠেছেন । বামেদের এই ভোট বৃদ্ধি স্বভাবত বিরোধিতার অঙ্কে নতুন দিশা । সিপিআইএম রাজ্য সম্পাদক এতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাচ্ছেন । প্রবীণ বামনেতা সেলিম বলেন, "খাতায়-কলমে তৃণমূল জিতেছে । আমি বলব প্রাক্তন বিজেপি নেতারা জিতেছে ।" তিনি একুশের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে জানান, এক বছর আগে একটা উগ্র বাতাবরণ তৈরি করা হয়েছিল । মনে হচ্ছিল যেন শুধু তৃণমূল এবং বিজেপির মধ্যেই প্রতিদ্বন্দিতা হচ্ছে । বাকিরা কেউ কোথাও নেই ।

আরও পড়ুন : TMCs Victory in By Poll : আসানসোলে তৃপ্তির জয়ের মধ্যেও বালিগঞ্জ উদ্বেগে রাখল তৃণমূলকে

বামফ্রন্টের ভবিষ্যদ্বাণী মনে করিয়ে দিয়ে মহম্মদ সেলিম বলেন, "তখন আমরা বলেছিলাম এমন একটি দলকে বিরোধী হিসেবে দাঁড় করানো হচ্ছে, যার কোনও অস্তিত্ব নেই । গোটাটাই ফেক অপজিশন । বিজ্ঞাপন দিয়ে, টাকা দিয়ে খেলা চলছে । বিজয়বর্গীয়র মতো নেতারা মাঠে নেমে পড়েছিলেন । বহিরাগত রব তুলে দেওয়া হয়েছিল । বাংলা গেল, বর্গী আক্রমণ হচ্ছে । অথচ যাঁরা বিজেপিতে গিয়েছিলেন, এখন তাঁরাই তৃণমূলের হয়ে ভোটে জিতছেন । তাঁরাই তখন তৃণমুলকে বিঁধে গান বেঁধেছিলেন । বিজেপির পক্ষে আওয়াজ তুলেছিলেন । এদের মধ্যে অনেকেই তৃণমুলের প্রতিষ্ঠাতা ছিলেন । অনেকেই তৃণমূলের সংগঠক, নেতা, বিধায়ক, মন্ত্রী । যাঁরা পরবর্তী সময়ে দল বদলে বিজেপিতে যোগদান করেন । সেই প্রতিচ্ছবি বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ফের দেখা গিয়েছে", কটাক্ষ মহম্মদ সেলিমের ।

এখানে না থেমে তিনি আরও বলেছেন, "এই ফলাফল দেখে বাংলার মানুষ বুঝতে পেরেছে একটা ফেক অপজিশন তৈরি করা হয়েছে । গ্যাস বেলুনের মতো ফোলানো হয়েছিল, তা এখন চুপসে গিয়েছে । বাংলার মানুষ এই চালাকি ধরতে যে পেরেছেন, তা তাঁদের রায়ে বুঝিয়ে দিয়েছেন । আমাদের দুর্ভাগ্য কিছু দালালকে সাম্প্রদায়িক বিভাজনে উস্কানি দেওয়া হয় । ভোটের সময় তাঁদের ব্যবহার করা হয় ।"

আরও পড়ুন : Shatrughan on Mamata's Political Future : আগামিদিনে দেশের নিয়ন্ত্রক হয়ে উঠবেন মমতা, দাবি শত্রুঘ্নর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.