ETV Bharat / state

Train Cancelled: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জের, আজ ও আগামিকাল বাতিল বহু ট্রেন

author img

By

Published : Jun 6, 2023, 9:08 AM IST

Etv Bharat
প্রতীকী ছবি

রবিবার রাত থেকে বালাসোরে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতির কাজ হলেও এখনও পুরোপুরি তা ঠিক হয়নি ৷ বেশ কিছু ট্রেন চললেও আজ ও আগামিকাল বাতিলও থাকছে বহু ট্রেন ৷ দেখে নিন বিস্তারিত ৷

কলকাতা, 6 জুন: তিনদিন কেটে গেলেও বালাসোরে ট্রেন দুর্ঘটনার জেরে আজ ও আগামিকাল বাতিল থাকবে বহু দূরপাল্লার ট্রেন । ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত ওই সেকশনের পরিষেবা স্বাভাবিক হতে শুরু করেছে রবিবার রাত 11টা থেকে । সেদিন থেকে আজ পর্যন্ত একাধিক প্যাসেঞ্জার ট্রেন-সহ মালবাহী গাড়ি আপ ও ডাউন লাইনে যাতায়াতও করছে । তবে এখনও বাকি রয়েছে লাইন মেরামতির আরও কিছু কাজ । তাই বাকি কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন বুঝে একাধিক ট্রেন বাতিল রাখতে হচ্ছে । এমনটাই জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷

তাই আজ ও আগামিকাল অর্থাৎ মঙ্গল ও বুধবার আরও কিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এছাড়াও একাধিক ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে বলেও জানা গিয়েছে রেল সূত্রে ।

যে ট্রেনগুলো আজ ও কাল বাতিল থাকছে সেগুলির তালিকা এক নজরে :

12892 পুরী-বাংরিপোশি এক্সপ্রেস, 08032 ভদ্রক-বালাসোর স্পেশাল, 08412 ভুবনেশ্বর-বালাসোর স্পেশাল, 22202 পুরী-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস, 18044 ভদ্রক-হাওড়া এক্সপ্রেস, 12074 ভুবনেশ্বর-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস, 12278 পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, 08416 পুরী-জলেশ্বর স্পেশাল, 18038 জাজপুর-কেওনঝর রোড খড়গপুর এক্সপ্রেস, 08064 ভদ্রক-খড়গপুর স্পেশাল, 18022 খুরদা রোড-খড়গপুর এক্সপ্রেস, 12822 পুরী-শালিমার ধৌল এক্সপ্রেস, 08411 বালাসোর-ভুবনেশ্বর স্পেশাল, 08415 জলেশ্বর-পুরী স্পেশাল, 12891 বাংরিপোশি-পুরী এক্সপ্রেস, 18021 খড়গপুর-খুরদা রোড এক্সপ্রেস, 08063 খড়গপুর-ভদ্রক স্পেশাল, 12703 হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস ৷

12821 শালিমার-পুরীর ধৌলি এক্সপ্রেস, 22825 শালিমার এমজিআর-চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস, 08031 বালাসোর-ভদ্রক স্পেশাল, 18045 শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, 22887 হাওড়া-স্যার এম বিশ্বেশ্বরাইয়া টার্মিনাল এক্সপ্রেস, 12073 হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস, 12277 হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, 12841 শালিমার-এমজিআর চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, 18037 খড়গপুর-জাজপুর কেওনঝর রোড এক্সপ্রেস, 22807 সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস, 18043 হাওড়া-ভদ্রক এক্সপ্রেস, 22853 শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস, 18409 শালিমার-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস, 12892 পুরী-বাংরিপোশি এক্সপ্রেস, 08032 ভদ্রক-বালাসোর স্পেশাল, 08412 ভুবনেশ্বর-বালাসোর স্পেশাল ৷

12815 পুরী-আনন্দ বিহার এক্সপ্রেস, 12819 ভুবনেশ্বর-আনন্দ বিহার এক্সপ্রেস, 12838 পুরী-হাওড়া এক্সপ্রেস, 18044 ভদ্রক-হাওড়া এক্সপ্রেস, 12074 ভুবনেশ্বর-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস, 22878 এর্নাকুলাম-হাওড়া এক্সপ্রেস, 12278 পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, 12704 সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনামা এক্সপ্রেস, 12840 এমডিআর চেন্নাই সেন্ট্রাল-হাওড়া মেল, 08416 পুরী-জলেশ্বর স্পেশাল, 18038 জাজপুর কেওনঝর রোড-খড়গপুর এক্সপ্রেস, 22604 ভিলুপুরম-খড়গপুর এক্সপ্রেস, 08064 ভদ্রক-খড়গপুর স্পেশাল, 18022 খুরদা রোড-খড়গপুর এক্সপ্রেস, 12774 সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস, 22836 পুরী-শালিমার এক্সপ্রেস, 20832 সম্বলপুর-শালিমার এক্সপ্রেস, 18410 পুরী-শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস ৷


18046 হায়দরাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস, 12822 পুরী-শালিমার ধৌল এক্সপ্রেস, 12881 শালিমার-পুরী এক্সপ্রেস, 12837 হাওড়া-পুরী এক্সপ্রেস, 22642 শালিমার-তিরুঅনন্তপুরম সেন্ট্রাল এক্সপ্রেস, 12510 গুয়াহাটি-স্যারএম বিশ্বেশ্বরাইয়া টার্মিনাল এক্সপ্রেস, 08411 বালাসোর-ভুবনেশ্বর স্পেশাল, 12891 বাংরিপোশি-পুরী এক্সপ্রেস, 18021 খড়গপুর-খুরদা রোড এক্সপ্রেস, 12820 আনন্দ বিহার-ভুবনেশ্বর এক্সপ্রেস, 08063 খড়গপুর-ভদ্রক স্পেশাল,
12821 শালিমার-পুরী ধৌল এক্সপ্রেস, 12876 আনন্দ বিহার-পুরী এক্সপ্রেস, 08031 বালাসোর-ভদ্রক স্পেশাল,
22849 শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, 12504 আগরতলা-স্যার এম বিশ্বেশ্বরাইয়া টার্মিনাল এক্সপ্রেস, 12073 হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস ৷

12277 হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, 12773 শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, 18037 খড়গপুর-জাজপুর কেওনঝর রোড এক্সপ্রেস, 18043 হাওড়া-ভদ্রক এক্সপ্রেস, 18450 পাটনা-পুরী এক্সপ্রেস, 18409 শালিমার-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস, 22201 শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস ৷

এছাড়াও যে ট্রেনগুলোর যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে সেগুলি হল:

18477 পুরী-যোগনগরী ঋষিকেশ এক্সপ্রেস, 18478 যোগনগরী ঋষিকেশ-পুরী এক্সপ্রেস, 18478 যোগনগরী ঋষিকেশ- পুরী এক্সপ্রেস

আরও পড়ুন : 'অপরাধের মানসিকতা নিয়ে ইন্টারলকিং ব্যবস্থায় হস্তক্ষেপ', বালাসোর বিপর্যয় নিয়ে যা বললেন বন্দে ভারতের স্রষ্টা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.