ETV Bharat / state

Manabi Bandyopadhyay: দেশের প্রথম রূপান্তরকামী অধ্যক্ষকে লাগাতার সঙ্গমের প্রস্তাব! ফেসবুকে সাহায্য চাইলেন মানবী

author img

By

Published : Dec 3, 2022, 11:00 PM IST

Manabi Bandyopadhyay
দেশের প্রথম 'ট্রান্স' মহিলা প্রিন্সিপালকে লাগাতার সঙ্গমের প্রস্তাব

লাগাতার মহিলাদের অর্ধনগ্ন ছবি পাঠিয়ে সঙ্গমের প্রস্তাব দেওয়া হচ্ছে মানবী বন্দ্যোপাধ্যায়কে (Manabi Bandyopadhyay) ৷ শনিবার দুপুরে সাহায্যের আর্জি জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন কৃষ্ণনগর উইমেন্স কলেজের প্রাক্তন প্রিন্সিপাল ৷ এ ধরনের ঘটনায় যুব সম্প্রদায়ের যে ব্যাপক ক্ষতি হতে পারে, সে আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি (Manabi Bandyopadhyay is India's First Transgender Principal) ।

কলকাতা, 3 ডিসেম্বর: কেরিয়ারের শুরুতেই তাঁকে নানারকম সামাজিক বাধা পেরোতে হয়েছে। এখন তিনি সফল, প্রতিষ্ঠিত । তবে নানা সময়ে নানা কটাক্ষ এখনও ধেয়ে আসে তাঁর দিকে। তবে এবার আর চুপ থাকতে পারলেন না মানবী বন্দ্যোপাধ্যায় ৷ সাম্প্রতিক সময়ে যে অনাকাঙ্খিত ঘটনার সাক্ষী হয়েছেন তিনি, তা শনিবার দুপুরে ফেসবুক পোস্টে তুলে ধরলেন কৃষ্ণনগর উইমেন্স কলেজের প্রাক্তন অধ্যক্ষা তথা দেশের প্রথম রূপান্তরকামী অধ্যক্ষ (Manabi Bandyopadhyay is India's First Transgender Principal) ।

লাগাতার মহিলাদের অর্ধনগ্ন ছবি পাঠিয়ে সঙ্গমের প্রস্তাব দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকী ফোন কলও করা হচ্ছে। যে নম্বরগুলি থেকে ফোন আসছে সেগুলো ব্লক করলেও নতুন নম্বর থেকে ফোন করা হচ্ছে তাঁকে, এমনটাই জানিয়েছেন মানবী। নিজের সমস্যার পাশাপাশি এ ধরনের ঘটনায় যুব সম্প্রদায়ের যে ব্যাপক ক্ষতি হতে পারে, সে আশঙ্কাও করেছেন তিনি। তাই এ ধরনের ঘটনা থেকে মুক্তির উপায় জানতে এদিন ফেসবুক পোস্ট করেন মানবী (Manabi Bandyopadhyay Wants Help on social media) ।

আরও পড়ুন: রূপান্তরকামীদের অধিকার রক্ষায় বড় পদক্ষেপ রাজ্যের

ফেসবুকে ঠিক কী লিখেছেন তিনি? শনিবার দুপুর 1টা 10 নাগাদ ফেসবুকে তিনি লেখেন, "আমি খুব বিপদে পড়ে এই পোস্টটি করছি! যে ছবিটি আমি পোস্ট করেছি এরকম ছবি এবং তাদের সঙ্গে মিট করার আবেদন আমার ফোনে আসতেই থাকছে প্রায় একমাস ধরে ৷ আমি ব্লক করে করে ক্লান্ত ৷ কোন দেশে আমি বাস করি, কোন পৃথিবীতে আমি বাস করি যেখানে হাজারে হাজারে মহিলা তাদের নগ্ন শরীর নিয়ে টুইটারে সঙ্গম আবেদন জানাতেই থাকেন ৷"

তিনি আরও লেখেন, "আমিও তো মহিলা, আমার কাছে এ আবেদন পাঠানোর কারণ কী? এগুলো আসা বন্ধ করা যায় কীভাবে? কোনও সহৃদয় ফেসবুক বন্ধু যদি জানান তাহলে আমি উপকৃত হই ৷ আমাদের এই তৃতীয় বিশ্বর দেশে এই আবেদন ছাত্রসমাজ নষ্ট করে দেওয়ার এক দূরমাধ্যম প্রয়াস ভ্রষ্টাচার ৷ এসবের হাত থেকে মুক্তির উপায় কী? এ আমার সকরুণ আবেদন ৷ মাতৃজাতের এ অগণ্য অবনমন আমি কিছুতেই মেনে নিতে পারছি না ৷ "

Manabi Bandyopadhyay
এধরনের ঘটনা থেকে মুক্তির উপায় জানতে এদিন ফেসবুক পোস্ট করেন মানবী

আরও পড়ুন: নজির গড়ে সরকারি হাসপাতালে যোগদান তেলেঙ্গানায় দুই রূপান্তরকামী চিকিৎসকের

মানবী বন্দ্যোপাধ্যায়ের এই ফেসবুক পোস্টের পর মন্তব্য করতে শুরু করেন নানান ব্যক্তি। কেউ আনফ্রেন্ড করার প্রস্তাব দিয়েছেন কেউবা সাইবার ক্রাইমে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন। ঘটনার নিন্দা প্রকাশ করে মনোবিদ সোনালী চট্টোপাধ্যায়, মানবী বন্দ্যোপাধ্যায়কে সাইবার ক্রাইমে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন। ইচ্ছাকৃতভাবে যে নিজের মতো করে চলতে চায় তাদেরকেই নানান রকমভাবে হেনস্থা করার জন্য টার্গেট করা হচ্ছে বলেও মনে করেন সোনালী বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, "আমরা যে কেউ যখন নিজের ইচ্ছামতো একটু অন্যভাবে চলতে চাই, তখনই নানানভাবে কেউ না কেউ তাঁকে বিপাকে ফেলার চেষ্টা করে ৷ যার অন্যতম উদাহরণ মানবী বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাটিতে আরও একটি বিষয় প্রমাণিত যে সমাজের গভীরে অশিক্ষার হাল প্রকট হচ্ছে।"

আরও পড়ুন: পুলিশি হেনস্থার অভিযোগ, শহরের বহু থানার সামনে ধরনায় বসবেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.