ETV Bharat / state

Transgender Community: পুলিশি হেনস্থার অভিযোগ, শহরের বহু থানার সামনে ধরনায় বসবেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা

author img

By

Published : Oct 12, 2022, 11:11 PM IST

Transgender Community
তৃতীয় লিঙ্গের সমাজের উপর পুলিশি হেনস্থার অভিযোগ

তৃতীয় লিঙ্গের মানুষদের ওপর অকথ্য অত্যাচার, মারধর এবং যৌন হেনস্থার প্রতিবাদে শহরের প্রতিটি থানার সামনে ধরনায় বসার হুঁশিয়ারি শহরের তৃতীয় লিঙ্গের সমাজের (Transgender Community) ৷

কলকাতা, 12 অক্টোবর: রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হল শহরের তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা (Transgender Community) । আগামিকাল থেকে শহরের বিভিন্ন থানার সামনে প্রতিবাদ করে ধরনা কর্মসূচি পালন করবেন তাঁরা । বুধবার এই চরম হুঁশিয়ারি দিল তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মানুষজন ।

রাজ্যের কয়েক হাজার দুর্গাপুজো কমিটি রাজ্য সরকারের থেকে অনুদান পেলেও, এই বছর সরকারি অনুদান থেকে বঞ্চিত রূপান্তরকামীদের অর্ধনারীশ্বরের দুর্গাপুজো । তাই এদিন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল তাঁদের । কিন্তু কালীঘাটে পৌঁছতে পারার আগেই তাঁদের গ্রেফতার করে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয় । সম্প্রদায়ের প্রতিনিধিদের অভিযোগ যে, পুলিশ তাঁদের সঙ্গে ধস্তাধস্তি করে এমনকী তাঁদের যৌন হেনস্থার শিকার হতে হয় । তাঁরা আরও জানায় যে পুলিশ তাঁদের মারধরও করে ।

তৃতীয় লিঙ্গের সমাজের উপর পুলিশি হেনস্থার অভিযোগ

আরও পড়ুন: তাঁদের দুর্গাপুজো কেন ব্রাত্য কার্নিভাল থেকে ? প্রশ্ন তৃতীয় লিঙ্গের মানুষজনের

জানা গিয়েছে, শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে । রূপান্তরকামী এবং মেম্বার অফ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ড-এর সদস্য রঞ্জিতা সিনহা বলেন, "আজ বিকেলে শান্তিপূর্ণভাবে আমরা সমাবেশ করব বলেই জানিয়েছিলাম । কিন্তু কালীঘাটে পৌঁছনোর আগেই আমাদের জোর করে গ্রেফতার করা হয় । তারপর আমাদের উপর অকথ্য অত্যাচার মারধর এবং যৌন হেনস্থা করা হয় । এবার আর কোনও পুলিশি অনুমতি নয়, আমরা প্রতিটি থানার সামনে গিয়ে ধরনায় বসবো । আমি নিজে একজন প্রাক্তন পুলিশ কর্মীর সন্তান । আজ পুলিশ আমাদের উপর যে অত্যাচার চালালো তা আমি ভাবতেও পারি না । শুধু পুলিশ নয়, গোটা প্রশাসন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদের সরব হব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.