ETV Bharat / state

ব্যাঙ্ক সংযুক্তিকরণ নিয়ে ক্ষোভপ্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Sep 6, 2019, 9:33 PM IST

ব্যাঙ্ক সংযুক্তিকরণ নিয়ে ক্ষোভ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন তিনি ৷

মমতা ও মোদি

কলকাতা, 6 সেপ্টেম্বর : ফের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চিঠিতে ব্যাঙ্ক সংযুক্তিকরণ নিয়ে উষ্মাপ্রকাশ করেন তিনি৷ তাঁর অভিযোগ, রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করেই একতরফা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷

সম্প্রতি রাষ্ট্রায়ত্ত 10টি ব্যাঙ্কের সংযুক্তিকরণের সিদ্ধান্ত ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেই তালিকায় রয়েছে কলকাতায় প্রধান শাখা থাকা ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (UBI) এবং এলাহাবাদ ব্যাঙ্ক ৷ এখানেই আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ চিঠিতে তিনি লিখেছেন, রাজ্য স্তরের ব্যাঙ্কিং কমিটির আহ্বায়ক হল ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ তাদের মাধ্যমে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প, স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ প্রদান করে রাজ্য সরকার ৷ কৃষকদের ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ৷ চিঠির বয়ান অনুযায়ী, রাজ্যের 11টি জেলার প্রধান ব্যাঙ্ক হল UBI ৷ কিন্তু, দিল্লিতে প্রধান শাখা থাকা একটি ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তিকরণের ফলে রাজ্যে UBI-র অনেক শাখা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি ৷ একইভাবে এলাহাবাদ ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ব্যাঙ্কের সংযুক্তিকরণ হচ্ছে ৷ মূল ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্কের প্রধান শাখা চেন্নাইতে ৷ তার জেরে রাজ্যে এলাহাবাদ ব্যাঙ্কের একাধিক শাখা বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা মুখ্যমন্ত্রীর ৷ তাঁর বক্তব্য, রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষ ব্যাঙ্কিং পরিষেবা থেকে এখনও বঞ্চিত ৷ এরই মধ্যে কেন্দ্রের সংযুক্তিকরণের সিদ্ধান্ত মানুষকে আরও বিপাকে ফেলবে ৷ বিপর্যয় তৈরি হবে ৷

Mamata Banerjee
চিঠির প্রথম পাতা

তাঁর আশঙ্কা যে অমূলক নয়, সেজন্য নিজের যুক্তির স্বপক্ষে পরিসংখ্যানও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী ৷ চিঠিতে লিখেছেন, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সংযুক্তিকরণের পর দেশজুড়ে প্রায় 800টি শাখা বন্ধ হয়ে যায় ৷ এর মধ্যে ছিল রাজ্যের 80টি শাখা ৷ ব্যাঙ্ক অফ বরোদার সংযুক্তিকরণের সময় একইভাবে দেশজুড়ে 800-900টি শাখা বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এলাহাবাদ ব্যাঙ্কের কর্মচারীদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি চিঠিতে উল্লেখ করেছেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সংযুক্তিকরণের ফলে 3 হাজার 500 জন কর্মহীন হয়ে পড়েছিলেন ৷ বর্তমান পরিস্থিতিতে একই শঙ্কার মুখে দাঁড়িয়ে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এলাহাবাদ ব্যাঙ্কের কর্মচারীরা ৷

Mamata Banerjee
চিঠির দ্বিতীয় পাতা

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনারও অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী ৷ তিনি লিখেছেন, UCO ব্যাঙ্ককে হঠাৎ করে আঞ্চলিক ব্যাঙ্কে নামিয়ে আনা হয়েছিল ৷ এই ব্যাঙ্কটিরও প্রধান শাখা বাংলাতেই ৷ যা স্পষ্ট ইঙ্গিত করে, রাজ্যের ব্যাঙ্কিং ক্ষেত্রের বিরুদ্ধে বঞ্চনার জন্য এমনই কাজ করা হচ্ছে ৷ পাশাপাশি, রাজ্যের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই ব্যাঙ্ক সংযুক্তিকরণের জন্য কেন্দ্রকে আক্রমণ করেন তিনি ৷

Mamata Banerjee
চিঠির তৃতীয় পাতা
Intro:


ব্যাংক সংযুক্তিকরণ রুখতে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ৬ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে ব্যাংক সংযুক্তিকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভায় নিজের ঘরে বসে তিনি বলেন, কোনও ভাবে ব্যাংক সংযুক্তিকরণকে মেনে নেওয়া যাবে না। পরে এ প্রসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, 'ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এলাহাবাদ ব্যাংক নামে রাজ্যের প্রধান দুটি ব্যাংক সংযুক্তিকরণ করা হল যার হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গের কলকাতায়। মুখ্যমন্ত্রী মনে করছেন এটা ফেডারেল পলিটিক্স।'

Body:

ব্যাংক সংযুক্তিকরণ নিয়ে বার বারই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন মুখ্যমন্ত্রী। গত কালই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের একটি অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বলেছিলেন, দেশে খুব খারাপ সময় চলছে। ব্যাংক সংযুক্তিকরণ হলে। অর্থনৈতিক সমস্যা তৈরি হবে। বিভিন্ন খাতে টাকা দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রেও সমস্যা হবে। আজ বিধানসভায় নিজের ঘরে বসে ব্যাংক সংযুক্তিকরণ নিয়ে কার্যত উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। সংযুক্তিকরণ রুখতে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন তিনি। এরপর এ প্রসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, 'সংযুক্তিকরণ করা এই দুটি ব্যাংকের মাধ্যমে ক্রেডিট কার্ড, বিভিন্ন লোনের ব্যবস্থা করে থাকে রাজ্য সরকার। ক্ষুদ্র কুটির শিল্পে ঋণ দান করে। ফলে একদম তৃণমূল স্তরে উন্নয়নের গতি রোধ করবে এই ব্যাংক মার্জ। পশ্চিমবঙ্গে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা রয়েছে ৮৭৫ টি এবং এলাহাবাদ ব্যাংকের শাখা রয়েছে ৫৬০টি।' রাজ্য সরকারের তরফ থেকে এই ব্যাংক দুটো থেকেই অধিকাংশ লেনদেন হয়ে থাকে বলেই জানা যায়।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.