ETV Bharat / state

Mamata Banerjee on Manipur: 'আমার হৃদয় ব্যথিত', মণিপুর নিয়ে কেন্দ্রকে বিঁধে বার্তা মমতার

author img

By

Published : Jul 30, 2023, 8:33 PM IST

Updated : Jul 30, 2023, 8:55 PM IST

মণিপুরবাসীর পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার এক টুইট-বার্তায় মণিপুর নিয়ে কেন্দ্রের নীরবতারও সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী ৷

Mamata Banerjee on Manipur
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 30 জুলাই: পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার মণিপুরে গিয়েছে বিরোধী জোট 'ইন্ডিয়া'-এর 20 জন সদস্যের এক প্রতিনিধি দল ৷ রবিবারও সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন প্রতিনিধি দলের সদস্যরা ৷ 'ইন্ডিয়া'র এই মণিপুর সফরের মাঝেই দেশের উত্তর-পূর্ব প্রান্তের এই হিংসা বিধ্বস্ত রাজ্যটিকে নিয়ে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলার মুখ্যমন্ত্রী রবিবার এক টুইট বার্তায় জানিয়েছেন, মণিপুরের হৃদয় বিদারক বিভিন্ন ঘটনার কথা শুনে তিনি ব্যথিত ৷

এদিন টুইটবার্তায় মমতা লেখেন, "মণিপুরের হৃদয় বিদারক বিভিন্ন ঘটনার কথা শুনে আমার হৃদয় ব্যথিত ৷ মানব জীবন এরকম হিংসাত্মক বিদ্বেষের ঘটনায় কষ্ট পাবে তা কাম্য নয় ৷ তবে যারা এখন ক্ষমতায় এতকিছুর পরেও তারা এখনও চুপ, তবুও এরমাঝে 'ইন্ডিয়া' যে সেই ক্ষত নিরাময়ের চেষ্টা করছে ও মানবিকতার মশাল যে এখনও জ্বলছে এটা সান্ত্বনার বিষয় ৷"

  • My heart aches deeply upon hearing the heart-wrenching stories from Manipur. Human lives should never endure the agonies of hatred's cruel experiments. Yet, in the face of silence from those in power, let us find solace in knowing that INDIA will mend wounds and rekindle the…

    — Mamata Banerjee (@MamataOfficial) July 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রাজ্যপালের কাছে ইন্ডিয়া জোট, অনুপ্রবেশ রুখতে মণিপুরে বায়োমেট্রিক চালু স্বরাষ্ট্রমন্ত্রকের

মানবিকতার খাতিরে মণিপুরবাসীর কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মণিপুরবাসীর পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি ৷ উল্লেখ্য, শনি ও রবি 2 দিনের মণিপুর সফর শেষে এদিনই দিল্লি ফেরার কথা ইন্ডায়ার প্রতিনিধি দলের ৷ তৃণমূল সাংসদ সুস্মিতা দেবও এই প্রতিনিধি দলে রয়েছেন ৷

আরও পড়ুন: মণিপুরের হিংসায় কেন্দ্র-রাজ্য উভয়কেই কাঠগড়ায় তুলল 'ইন্ডিয়া', স্মারকলিপি রাজ্যপালকে

এদিকে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে রবিবার রাজপথে নেমে মনিপুরের ঘটনার প্রতিবাদ জানায় তৃণমূল যুব কংগ্রেস ৷ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের নেতৃত্বে এদিন হাজরা থেকে অ্যাকাডেমিও ফাইন আর্টস পর্যন্ত মোমবাতি মিছিল করে তৃণমূল যুব কংগ্রেস । বাংলার শাসকদলের তরফ থেকে ইতিমধ্যেই মনিপুর ইস্যুতে বিভিন্ন শাখা সংগঠনগুলিকে ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে । আগেই তৃণমূল মহিলা কংগ্রেস এই মনিপুর ইস্যুতে উত্তর এবং দক্ষিণ কলকাতাতে মিছিল করেছে । রবিবার বিকেলে এই ইস্যুতে এবার পথে নামল তৃণমূল যুব কংগ্রেস । এদিন এই প্রসঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ জানান, মণিপুরে ডবল ইঞ্জিন সরকারের শাসনে মা-বোনেরা অত্যাচারিত । যেভাবে তাঁদের অসম্মান করা হচ্ছে তার বিরুদ্ধে এই মুহূর্তে সরব গোটা দেশ । মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন বাংলার প্রতিটি মানুষের কাছে মণিপুরের মানুষের অত্যাচারের কথা পৌঁছে দিতে । আর সে কারণেই এই ঘটনার প্রতিবাদ করা হচ্ছে ।

Last Updated : Jul 30, 2023, 8:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.