ETV Bharat / bharat

Manipur Violence: রাজ্যপালের কাছে ইন্ডিয়া জোট, অনুপ্রবেশ রুখতে মণিপুরে বায়োমেট্রিক চালু স্বরাষ্ট্রমন্ত্রকের

author img

By

Published : Jul 30, 2023, 10:57 AM IST

ETV Bharat
মণিপুর

Biometric for Illegal Myanmar Immigrants: রবিবার সকালে মণিপুরের রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন ইন্ডিয়া জোটের সাংসদেরা ৷ এদিকে বিরোধী জোট যেদিন ইম্ফলে পৌঁছেছে, সেদিনই রাজ্যপাল অনুসূয়া উইক দুই নির্যাতিতা কুকি তরুণীর সঙ্গে দেখা করেন ৷

ইম্ফল, 30 জুলাই: "পরিস্থিতি একেবারেই ভালো নয়", বললেন সুস্মিতা দেব ৷ রবিবার সকালে রাজভবনে পৌঁছল বিরোধী ইন্ডিয়া জোটের 21 জন সাংসদ ৷ সেখানে তৃণমূলের সাংসদ জানালেন, ইন্ডিয়া জোট রাজ্যপালের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি জমা দেবে ৷ গতকাল দু'দিনের সফরে ইম্ফলে পৌঁছেছে বিরোধী ইন্ডিয়া জোট ৷ এদিকে ওইদিনই রাজ্যপাল অনুসূয়া উইকও দুই নির্যাতিতার কুকি তরুণীর সঙ্গে দেখা করেন ৷ তাঁদের হাতে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন ৷

আজ লোকসভার কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী, তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব, বাম সাংসদ জন ব্রিটাস, জেডি(ইউ) সাংসদ মনোজ ঝা ও অন্যরা রাজভবনে পৌঁছেছেন ৷ সুস্মিতা দেব বলেন, "আমরা একটি যৌথ স্মারকলিপি দেব রাজ্যপালের কাছে ৷ শান্তি ফেরানোর আবেদন জানাব ৷ রাজ্যপালকে অনুরোধ করব, তিনি যেন মণিপুরের এই অবস্থার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানান ৷"

  • #WATCH | Manipur | TMC MP Sushmita Dev says "The situation is not good here (Manipur), we want to present a joint memorandum to the Governor and appeal to restore peace. We will ask the Governor to inform about the situation in the state to PM Modi and Union HM Amit Shah" pic.twitter.com/QgqwNXskid

    — ANI (@ANI) July 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরী বলেন, "প্রধান কথা, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কেউই মণিপুরের বিষয়টিতে নজর দেয়নি ৷ অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে ৷ যত দ্রুত সম্ভব শান্তি ফিরে আসুক ৷ এটা সরকারের ব্যর্থতা ৷"

আরও পড়ুন: মণিপুরে বিবস্ত্র ভিডিয়ো সংক্রান্ত প্রথম এফআইআর সিবিআইয়ের, ইম্ফলে পৌঁছল 'ইন্ডিয়া'

এর মধ্যে মায়ানমার থেকে মণিপুরে বেআইনি অনুপ্রবেশ রুখতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ একটি বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অথবা এনসিআরবি রাজ্য সরকারকে বায়োমেট্রিক পদ্ধতির কাজে সাহায্য করছে ৷ এনসিআরবির আধিকারিকদের একটি দল ইম্ফলের ইস্ট ডিস্ট্রিক্টের সাজিওয়ায় ডিটেনশন সেন্টারে বেআইনি অনুপ্রবেশকারীদের বায়োমেট্রিক তথ্য নেওয়ার কাজ করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.