Mamata-Babul: ইউরিয়া দেওয়া নয়, দিদির পরামর্শে বাবুল এবার খাবেন গ্রামের মুড়ি

author img

By

Published : Sep 20, 2021, 3:23 PM IST

Updated : Sep 20, 2021, 5:13 PM IST

Mamata-Babul

শনিবারই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ৷ তবে দলনেত্রীর সঙ্গে দেখা করলেন সোমবার ৷ রাজনীতিতে বছর সাতেকের অভিজ্ঞতা নিয়ে মানুষের জন্য কাজ করতে চান বাবুল সুপ্রিয় ৷ রাজনীতির পাশাপাশি বিজেপিতে তাঁর কণ্ঠরুদ্ধ হয়ে আসছিল বলেও ইঙ্গিত দেন আসানসোলের বিজেপি সাংসদ ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে ফের গান ধরবেন 'কহো না প্যায়ার হ্যায়' খ্যাত গায়ক ৷

কলকাতা, 20 সেপ্টেম্বর : বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার 72 ঘণ্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করলেন বাবুল সুপ্রিয় ৷ সোমবার নবান্নে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করেন আসানসোলের বিজেপি সাংসদ ৷ দিদির উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত বাবুল ৷ মমতা-বাবুল সাক্ষাতের পরই উঠল ঝাড়মুড়ি প্রসঙ্গ৷ এর উত্তরে বাবুল বলেন, "দিদি আমাকে ইউরিয়া দেওয়া মুড়ি খেতে বারণ করেছেন ৷ তার পরিবর্তে গ্রামের মুড়ি খাওয়ার পরামর্শ দিয়েছেন ৷" পাশাপাশি মমতা তাঁকে গান চালিয়ে যাওয়ারও পরামর্শ দিয়েছেন ৷

এতদিন বাবুল-মমতা ছিলেন রাজনীতির প্রতিপক্ষ ৷ কিন্তু এবার থেকে দিদির দলের হয়েই মাঠে নামছেন তিনি ৷ এ প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, "বিজেপিতে থাকলেও অতীতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার একাধিকবার সাক্ষাৎ হয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে একাধিকবার বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। অতএব তাঁর সঙ্গে আমার সাক্ষাৎ নতুন কিছু নয়। " রাজনীতির পাশাপাশি গান নিয়েও দিদির সঙ্গে কথা হয়েছে বলেও জানান বাবুল ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি মন খুলে কাজ করতেও পারব এবং গানও গাইতে পারব। আমাকে কী দায়িত্ব দেওয়া হবে বা কোন কাজ করতে হবে সেটা আগামিদিনে দিদি বলবেন।’’ রাজনীতি থেকে 'রিটায়ার্ড হার্ট' হয় বসে না-থেকে মানুষের জন্য কাজ করার ফের সুযোগ পেয়ে দিদি-অভিষেকের প্রতি তিনি কৃতজ্ঞ বলে জানান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। পুজোয় গান গাইবেন, তৃণমূলের কোনও গান গাওয়ার পরিকল্পনা রয়েছে কি না, এই প্রসঙ্গে বাবুল জানান, আমাকে যে গান গাইতে বলা হবে আমি সেই গান গাইব ৷

তবে এদিন মমতার সঙ্গে দেখা করার পরও পরিষ্কার হল না, কী দায়িত্ব দেওয়া হতে চলেছে বাবুলকে। অতীতের মতোই যাবতীয় প্রশ্ন এড়িয়ে এদিনও বাবুল জানান, যা দায়িত্ব দেওয়া হবে সময়েই তা জানতে পারবেন। তবে যে দায়িত্বই দেওয়া হোক না কেন তা তিনি পালন করবেন বলে জানান আসানসোলের সাংসদ ৷ এদিন মুখ্যমন্ত্রী তাঁর বাবার জন্য একটি বইও দিয়েছেন ৷ বাবুল জানান, যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে খোলা মনে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানিয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। বাবুল বলেন, ‘‘অন্য শিবির থেকে এলেও আমার উপর যে ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন, তার মর্যাদা দেওয়ার চেষ্টা করব।’’

দিদির পরামর্শে বাবুল এবার খাবেন গ্রামের মুড়ি

এদিনও খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বাবুলের সাক্ষাতের পর উঠে এসেছে ঝালমুড়ি প্রসঙ্গ। এ প্রসঙ্গে বাবুল বলেন, "আপনারা শব্দটাকে অমরণশীল করে দিচ্ছেন। ভাল কথা। তবে দিদি আমাকে বলেন, মুড়ি খেলে ওজন বাড়ে। এক্ষেত্রে গ্রামের মুড়ি এনে খেলে উপকার হয়। উনিও এখনকার সাদা মুড়ি খান না। আমাকেও খেতে বারণ করেছেন।"

আরও পড়ুন :পিছনে ফিরে তাকাতে চাই না, দলত্যাগ করলে সমালোচনা হবেই : বাবুল

এদিন নবান্ন থেকে বেরোনোর পথে সাংবাদিকদের বাবুল সুপ্রিয় জানান, আগামিকাল তিনি দিল্লি যাচ্ছেন। ইতিমধ্যেই তিনি লোকসভার অধ্যক্ষের সময় চেয়েছেন। তিনি সময় দিলে, তাঁর হাতে পদত্যাগপত্রও তুলে দেবেন। তবে ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হয়ে প্রচার করবেন কি না, তা জানতে চাওয়া হলে তিনি বলেন, মমতা বন্দোপাধ্যায়ের জন্য ভবানীপুরে বাবুল সুপ্রিয়র প্রচারের প্রয়োজন হয় না। অতএব এই নিয়ে প্রশ্ন অবান্তর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাবুলের সাক্ষাতের সময় এদিন নবান্নে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ছিলেন দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন।

Last Updated :Sep 20, 2021, 5:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.