ETV Bharat / state

Odisha Train Accident: রেল দুর্ঘটনার সত্যি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, অভিযোগ মমতার

author img

By

Published : Jun 7, 2023, 5:30 PM IST

Updated : Jun 7, 2023, 6:20 PM IST

ওড়িশায় রেল দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের হাতে সরকারি সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, রেল দুর্ঘটনার সত্যি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে ৷

Odisha Train Accident
Odisha Train Accident

রেল দুর্ঘটনার সত্যি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, অভিযোগ মমতার

কলকাতা, 7 জুন: বালাসোরে রেল দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে সিবিআই ৷ সেই নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, ট্রেন দুর্ঘটনার আসল সত্যি ধামাচাপা দিতে চাইছে কেন্দ্রীয় সরকার ৷

বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বালাসোর রেল দুর্ঘটনায় মৃতদের পরিবার ও আহতদের আর্থিক সাহায্য করা হয় রাজ্য সরকারের তরফে ৷ একই সঙ্গে ওই পরিবারগুলির হাতে চাকরির নিয়োগপত্রও তুলে দেওয়া হয় ৷ আর্থিক সাহায্য ও চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার পরই ওই দুর্ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি ৷

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি এখানে বিষয় নিয়ে কিছু বলবো না ভেবেছিলাম । কিন্তু যা ঘটছে তাতে না বলে উপায় নেই । এত বড় একটা ঘটনা, কী করে ধামাচাপা দেওয়া যায় তার প্রচেষ্টা চলছে ! এই দুর্ঘটনায় যাঁরা সবকিছু হারিয়েছেন, তাঁরা এদের কাছে কৈফিয়ৎ চান । সত্য তথ্য বের হোক । কেন দুর্ঘটনা হল ? কেন এতজন মারা গেল !’’

Odisha Train Accident
রেল দুর্ঘটনার সত্যি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, অভিযোগ মমতার

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই রেল দুর্ঘটনার সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে একাধিকবার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে । এ দিন নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিংশ শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনা হল এটা । সিবিআই এখানে কী করবে ! ক্রিমিনাল কেস হলে তো সিবিআই করবে । পুলওয়ামা দেখেননি ! তখনকার রাজ্যপাল কী বলে দিয়েছেন ! আজকেও ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা চলছে । আসল দুর্ঘটনার তদন্ত হল না । তার আগেই সব সাফা হয়ে গেল । কোনও প্রমাণ নেই ! আমি চাই সত্যটা বের হোক ।’’

আরও পড়ুন: সত্য সামনে আসুক, যেন ধামাচাপা না দেওয়া হয়; কটকে বললেন মমতা

বাংলার মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, ‘‘এসব করে এত বড় অ্যাক্সিডেন্ট ধামাচাপা দেওয়া যায় না । প্রত্যেকটা মৃতের আত্মীয়রা কাঁদছে । আত্মাগুলো কাঁদছে । মনে রাখবেন তাঁদের শান্তি ফিরিয়ে দিতে হবে । তাঁদের আপনজনকে আপনারা কেড়ে নিয়েছেন । তারা কোনোদিনও ফিরে আসবে না । তবে আমরা চাই সঠিক তদন্ত হোক । মিথ্যে কথা বলে কখনও আগুনকে ছাই চাপা দেওয়া যায় না ।’’

এদিন ক্ষতিপূরণ নিয়েও কেন্দ্রকে একহাত নিয়েছেন মমতা । এক্ষেত্রে তিনি বলেন, ‘‘ওরা টাকা দয়া করে দিচ্ছেন না । আমিও রেলমন্ত্রী ছিলাম । আমরা 15 লক্ষ টাকা করে দিতাম । আপনাদের দায়িত্ব এটা দেওয়া । বরং রাজ্য সরকার যেটা করছে সেটা অতিরিক্ত করছে । আমরা টাকা দেওয়ার পাশাপাশি পরিবারের একজনকে চাকরিও দিচ্ছি ।’’

তিনি যে আহত ও নিহতদের পরিবারের পাশে আছেন, সেটাও বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কটক ও পশ্চিম মেদিনীপুরের হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ ৷ এমনকী এসএসকেএমে যাওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন ৷ একই সঙ্গে তিনি বলেন, ‘‘আমার এটুকুই বলার । শাস্তি হোক । যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চূড়ান্ত শাস্তি হোক । এজেন্সিকে দিয়ে আসল ঘটনা ধামাচাপা দিয়ে কর্পোরেশনে জল আর কল দেখতে গেলে মনে রাখবেন আগামিদিনটা ভয়ংকর । আত্মার আত্মীয়রাও জবাব চাইবে ।’’

আরও পড়ুন: এবার কি বাথরুমেও ঢুকবে নাকি সিবিআই, পৌর নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে কটাক্ষ মমতার

Last Updated :Jun 7, 2023, 6:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.