ETV Bharat / bharat

Mamata in Cuttack: সত্য সামনে আসুক, যেন ধামাচাপা না দেওয়া হয়; কটকে বললেন মমতা

author img

By

Published : Jun 6, 2023, 5:03 PM IST

Updated : Jun 6, 2023, 8:10 PM IST

ওড়িশার ট্রেন দুর্ঘটনায় যেন সত্য সামনে আসে ৷ সত্যকে যেন ধামাচাপা না দেওয়া হয় ৷ কটকে গিয়ে এ কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Banerjee
Mamata Banerjee

কটকে যা বললেন মমতা

কটক, 6 জুন: সোমবারের পর মঙ্গলবারও ওড়িশার রেল দুর্ঘটনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আবার তিনি বললেন, (রেল দুর্ঘটনা নিয়ে) সত্য সামনে আসুক । সত্য যেন ধামা চাপা না দেওয়া যায় । ইতিমধ্যেই রেল দুর্ঘটনার পেছনে অন্তর্ঘাত তথ্য সামনে এনেছে বিজেপি । রাজ্যের বিরোধী দলনেতা সরাসরি এই অন্তর্ঘাতের পেছনে তৃণমূল কংগ্রেসের যোগের কথা বলছেন । ঠিক তখনই প্রতিবেশী রাজ্যে গিয়ে রেল দুর্ঘটনায় আহত রোগীদের সঙ্গে সাক্ষাৎ করে মমতা বললেন, সত্য সামনে আসুক । কী আশঙ্কা করছেন তিনি ? তাহলে কি সত্যগোপন করার মতো অভিযোগ করছেন বাংলার মুখ্যমন্ত্রী ?

ইতিমধ্যেই অন্তর্ঘাতের আশঙ্কায় রেল সিবিআই তদন্তের কথা বললেও বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে ঐক্যবদ্ধভাবে রেলের ব্যর্থতাকেই সামনে আনা হচ্ছে । মঙ্গলবার সিবিআই তদন্ত নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ কার্যত বিজেপিকে ধুয়ে দিয়েছেন । সিবিআই তদন্ত নিয়ে টুইটে তিনি বলেছেন, ডেডলাইন মিস করে হেডলাইনে থাকার চেষ্টা করছে বিজেপি । যদিও এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সিবিআই নিয়ে কোনও মন্তব্য করেননি । বরং তাঁর বক্তব্য, "যেখানে এত মানুষের মৃত্যু হয়েছে, আমরা চাই সত্য সামনে আসুক ।"

প্রসঙ্গত গত রবিবার কলকাতায় সাংবাদিক সম্মেলন থেকে রেল সেফটি কমিশনকে এড়িয়ে তদন্তকে একটা নির্দিষ্ট পথে চালিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবারই এই নিয়ে তিনি বলেন, "গত চার-পাঁচ বছরে রেলমন্ত্রী থাকাকালীন তিনিই যে পরিকাঠামো তৈরি করে এসেছিলেন তা আর রক্ষণাবেক্ষণ হয়নি । ফলে রেলের অবস্থার অবনতি হয়ে এই ঘটনা ঘটেছে । যাঁদের দায়িত্ব কাঁধে নেওয়ার কথা ছিল, তাঁরা দায়িত্ব না নিয়ে মানুষের পাশে না দাঁড়িয়ে, অন্য কথা বলছে । এভাবে মিথ্যে বলে নিজেদের মুখ বাঁচানো যাবে না ।" মমতা বলেন, "এত বড় দুর্ঘটনা ঘটে গেল, এর জন্য আপনারা তো ক্ষমা চাইতে পারতেন । কিন্তু তা না করে অন্যকে দোষারোপ করে বেড়াচ্ছেন ।"

আরও পড়ুন: দুর্ঘটনার লজ্জা ঢাকতে রাজনীতি করছে বিজেপি, মমতা টেনে আনলেন গোধরা প্রসঙ্গ

রবিবারের পর সোমবারও একই বিষয় নিয়ে সরব হন মমতা । সে ক্ষেত্রেও তিনি বলেছিলেন, তিনি সিবিআই তদন্ত নিয়ে বিশেষ আগ্রহী নন । কারণ সিবিআই তো অপরাধমূলক বিষয়ে তদন্ত করে । কিন্তু এটা তো দুর্ঘটনার বিষয় । এর জন্য রেলওয়ে সেফটি কমিশন রয়েছে । তারা এই নিয়ে দ্রুত তদন্ত করুক বলে দাবি জানান তিনি । তাঁর কথায়, "আমরা চাই মানুষের সামনে সত্য আসুক । এটা সত্যি লুকনোর সময় নয় ।"

সোমবারের বক্তব্যের রেশ রেখেই মঙ্গলবার বলেন, সিবিআই নিয়ে তিনি আলাদা করে কোনও মন্তব্য করতে চান না। যেহেতু এতগুলো মানুষের মৃত্যু হয়েছে তাই তিনি চান সত্য সামনে আসুক । কোনওভাবে যেন সেই সত্যকে লুকানো না হয় । এ দিন একইভাবে পরিযায়ী শ্রমিক নিয়েও তাঁকে প্রশ্ন করা হয় । এ ক্ষেত্রে তিনি বলেন, শুধু পশ্চিমবঙ্গের মানুষ অন্য রাজ্যে গিয়ে কাজ করে এমনটা নয় । গোটা দেশের মানুষ বিভিন্ন রাজ্যে যান, এমনকী বিভিন্ন দেশে গিয়েও কাজ করেন । এর অর্থ সবসময় এটা নয় যে, সেই রাজ্যে কাজ পাওয়া যায় না । মমতার বক্তব্যে, এ দিন উঠে এসেছে কেন্দ্রীয় সরকারের 100 দিনের কাজ না দেওয়ার প্রসঙ্গ । তবে তিনি জানিয়েছেন, কেন্দ্র টাকা না দিলেও এই রেল দুর্ঘটনায় আহত ও মৃতদের পরিবারের পাশে তিনি থাকবেন ।

Last Updated :Jun 6, 2023, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.