ETV Bharat / state

CM Sounds Covid Warning: চিনে করোনার ঊর্ধ্বগতি, প্রশাসনকে সতর্ক করে কমিটি গড়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Dec 21, 2022, 7:52 PM IST

চিনে করোনার ঊর্ধ্বগতি (Covid case rise in China) নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ তিনি প্রশাসনকে সতর্ক করে কমিটি গড়ার পরামর্শ দিয়েছেন (CM Sounds Covid Warning)৷

Mamata Banerjee ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড নিয়ে উদ্বিগ্ন

কলকাতা, 21 ডিসেম্বর: চিনে ক্রমেই করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী (Covid case rise in China)। জিনগত পরিবর্তন ঘটিয়ে মারণ ক্ষমতা বৃদ্ধি করে ফিরেছে কোভিড 19 । ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় সরকারও । গতকালই নির্দেশিকা জারি করে রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার ৷ এ বার রাজ্য প্রশাসনের তরফ থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান স্বাস্থ্য দফতরকে এই নিয়ে আগাম সতর্ক করে দিলেন (CM Sounds Covid Warning)।

বুধবার নবান্ন সভাঘরে গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি বৈঠক চলাকালীন চিনের পরিস্থিতি নিয়ে সতর্কতার সুর শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গলায় । রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের নেতৃত্বে নতুন করে যাতে করোনা সংক্রমণ মাথা চাড়া দিতে না পারে, সে জন্য একটি কমিটি গঠন করার পরামর্শ দিলেন তিনি । যে কমিটিতে থাকবেন করোনাকালে কাজ করা বিশেষজ্ঞ ডাক্তারেরা, যাঁরা এই পরিস্থিতি থেকে কীভাবে বের হওয়া যায় সে বিষয়ে পরামর্শ দেবেন ।

প্রসঙ্গত, এই দিন নবান্নের প্রেস কর্নারে এক সাংবাদিক মাস্ক পরে হাজির হয়েছিলেন ৷ তাঁর এই সতর্কতা নজর এড়ায়নি মুখ্যমন্ত্রীর । বৈঠকের শেষ লগ্নে গিয়ে তিনি জিজ্ঞাসা করেন, তাঁর এই মাস্ক সতর্কতা, চিনের ক্রমবর্ধমান সংক্রমণের কারণে কি না । মুখ্যমন্ত্রীর কথায়, "চিনে করোনা দেখে ভয় পাচ্ছো ? কিন্তু ওরা তো কোনও নীতি মানছে না।" জবাবে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "ওখানে তো স্কুল-কলেজ আবার বন্ধ করে দিচ্ছে । শোনা যাচ্ছে, অনেকে মারাও যাচ্ছেন ।"

এরপরই মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক কর্তাদের করোনার সংক্রমণ এড়াতে সতর্ক থাকার বার্তা দেন । তিনি জিনোম সিকুয়েন্সিং-এ এ দিন জোর দেওয়ার পরামর্শও দিয়েছেন । একইসঙ্গে, রাজ্যের স্বাস্থ্যসচিবের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে কমিটি গঠন করে বিষয়টি মোকাবিলার পরামর্শ দেন তিনি ।

আরও পড়ুন: পাখির চোখ পঞ্চায়েত, 2 জানুয়ারি সভাতেই তৈরি হবে জনসংযোগের রূপরেখা

প্রসঙ্গত, করোনা সংক্রমণ নিয়ে এমনিতেই সতর্ক রাজ্য প্রশাসন । কেন্দ্রীয় সরকারের অ্যাডভাইজারি হাতে আসার পর বুধবার এই নিয়ে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং ইতিমধ্যেই তিনি স্বাস্থ্য দফতরকে এই নিয়ে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন । এ দিন মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা দেওয়ার পর সে কথাই জানিয়েছেন মুখ্যসচিব । তিনি বলেন, ইতিমধ্যেই জেলাগুলিকে সতর্ক করা হয়েছে । উৎসবের মরশুম চলছে রাজ্যে । কিন্তু এই উৎসবের মরশুমে অসতর্কতা নতুন করে বড় বিপদ ডেকে আনতে পারে ৷ তাই প্রশাসনিক স্তরে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.