ETV Bharat / state

Karar Oi Louho Kapat: 'গানটিকে অবিলম্বে সরান', 'কারার ঐ লৌহকপাট' নিয়ে সরব কুণাল ঘোষ

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 2:09 PM IST

কাজী নজরুল ইসলামের 'কারার ঐ লৌহকপাট' গানটির মূল সুরই পালটে দিয়েছেন সুরকার এ আর রহমান ৷ এ নিয়ে তুমুল বিতর্ক চলছে দেশে ৷ সঙ্গীতশিল্পীরা ইতিমধ্যে তাঁর সমালোচনা করেছেন ৷ এবার কুণাল ঘোষ গানটিকে সরানোর দাবি তুললেন ৷

ETV Bharat
এ আর রহমান কাজী নজরুল ইসলামের গানের সুর বদলে বিতর্ক তৈরি করেছেন

কলকাতা, 12 নভেম্বর: কাজী নজরুল ইসলামের লেখা 'কারার ঐ লৌহকপাট' গানটিকে নয়া রূপে ব্যবহার করে বিতর্কে জড়িয়েছেন এ আর রহমান। 'পিপ্পা' ছবিতে এই গানটিকে তিনি যেভাবে দর্শকদের সামনে হাজির করিয়েছেন তা পছন্দ হয়নি অনেকের ৷ তাঁর সুর দেওয়া গানটিকে নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে ৷ বিদ্রোহী কবির পরিবার তো বটেই, এমনকী বাংলার তাবড় শিল্পীকুলও এই গানের সুর নিয়ে রহমানের তীব্র সমালোচনা করেছেন ৷ এবার এই গানের সুর নিয়ে সরব হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷

কুণাল সোশাল মিডিয়ায় লিখেছেন, "'কারার ঐ লৌহকপাট' গানটির এই বিকৃতি মানা যায় না ৷ সুরকার যত প্রতিষ্ঠিতই হন না কেন ৷ সংশ্লিষ্ট ছবির প্রযোজক, নির্মাতারা গানটিকে অবিলম্বে ছবি থেকে সরান ৷ গানের স্বাধীনতার নামে এটা চলতে পারে না ৷ মূল সুর এবং ভাব অটুট রেখে তাঁরা গানটি ফেরাতে পারেন ৷ কিন্তু যেটা চলছে, সেই ছেলেখেলা অসহ্য ৷"

  • 'কারার ঐ লৌহকপাট' গানটির এই বিকৃতি মানা যায় না। সুরকার যত প্রতিষ্ঠিতই হন না কেন।
    সংশ্লিষ্ট ছবির প্রযোজক, নির্মাতারা গানটিকে অবিলম্বে ছবি থেকে সরান।
    গানের স্বাধীনতার নামে এটা চলতে পারে না।
    মূল সুর এবং ভাব অটুট রেখে তাঁরা গানটি ফেরাতে পারেন। কিন্তু যেটা চলছে, সেই ছেলেখেলা অসহ্য।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর দাবি, সংশ্লিষ্ট ছবির প্রযোজক, নির্মাতারা, গানটিকে অবিলম্বে ছবি থেকে সরান ৷ প্রসঙ্গত নিজের এক্স হ্যান্ডেলের পাশাপাশি এই পোস্টটিকে তিনি সোশাল মিডিয়ার ফেসবুকেও পোস্ট করেছেন ৷ বিগত কয়েক দিন ধরে বিশিষ্ট পরিচালক এ আর রহমানের এই গানটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গিয়েছে ৷

ইতিমধ্যে এ আর রহমানের 'কারার ঐ লৌহকপাট' গানের কড়া সমালোচনা করেছেন সুরকার দেবজ্যোতি মিশ্র, পণ্ডিত অজয় চক্রবর্তী ৷ তিনি বলেন, "সামাজিক মাধ্যমে বলে কী হবে! ব্যাপারটা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে জানাতে হবে ৷" ক্ষোভ প্রকাশ করেন, কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণও ৷ রহমানের কড়া সমালোচনা করে তিনি বলেন, "নজরুল ইসলামের গানকে বিকৃত করার সাহস কী করে হয় ৷ মা কখনওই প্রযোজনা সংস্থাকে এই গানের সুর বদলানোর অনুমতি দেননি ৷"

আরও পড়ুন:

1 বিশ্রী গান, রহমানের মতিভ্রম হয়েছে; বিচার চাই ! নজরুলগীতির বিকৃতিতে চাঁছাছোলা 2 বঙ্গশিল্পী

2 'কারার ঐ লৌহ কপাট'য়ের সুর বদলে মর্মাহত বিদ্রোহী কবির পরিবার, সরব রহমানের সমালোচনায়

3 'মা কখনওই সুর বদলানোর অনুমতি দেননি', রহমানকে তুলোধোনা নজরুলের নাতির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.