ETV Bharat / state

Covid 19 Situation: বাড়ছে করোনা ! নাগরিকদের মাস্ক পড়ার আবেদন কলকাতা কর্পোরেশনের

author img

By

Published : Apr 19, 2023, 10:05 PM IST

আবারও বাড়ছে করোনা ৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র-সহ মেয়র পরিষদের সদস্যরা ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 19 এপ্রিল: বিগত 15 দিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন 382 জন । যার মধ্যে 81 জনের উপসর্গ রয়েছে । রাজ্যেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন মাস্ক পড়া ও স্যানিটাইজার ব্যবহার করার । নিয়ম মেনে হাত ধুতে হবে । বজায় রাখতে হবে সামাজিক দূরত্ববিধি ৷ বুধবার করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেখানেই উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র ও স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ সদস্য অতীন ঘোষ, স্বাস্থ্য উপদেষ্টা শান্তনু সেন । মুখ্যমন্ত্রীর নির্দেশিকা অনুসারে কলকাতা কর্পোরেশন নির্দেশিকা জারি হবে বলে জানিয়েছেন অতীন ঘোষ ।

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, এদিন করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে । সেখানে সিদ্ধান্ত হয়েছে বাজার এলাকায় মাইকিং ও প্রচার করা হবে মাস্ক পড়ার জন্য । অন্যদিকে সরকারি অফিসে বাধ্যতামূলক কর্মীদের মাস্ক পড়া । পৌর স্বাস্থ্য কেন্দ্রগুলোতে স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে । বাজার এলাকায় মাস্ক দেওয়া হবে পৌরসভার তরফে ৷ যাতে নাগরিকরা চাইলেই ব্যবহার করতে পারেন মাস্ক ।

আরও পড়ুন: বাড়ল সংক্রমণ, গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত প্রায় 11 হাজার; মৃত 38

এই প্রসঙ্গেই কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য অতীন ঘোষ বলেন, "করোনা পরিস্থিতি নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু নির্দেশ দিয়েছেন । আমরা নির্দেশিকা জারি করব । মূলত নাগরিকদের কাছে আবেদন করা হবে মাস্ক পরা, হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করার সঙ্গে ভিড় এড়িয়ে যাওয়ার জন্য । কলকাতায় এখনই বাড়াবাড়ি কিছু হয়নি । কারণ যারা আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশ বুস্টার ডোজ নেননি বলেই দেখা যাচ্ছে । আক্রান্তদের মধ্যে হাসপাতালে খুব কম রোগীকেই নিয়ে যেতে হচ্ছে । প্রতি ওয়ার্ডে ফের চালু হবে কোভিড টেস্ট সেন্টার । আমরা রাজ্যের মাধ্যমে কেন্দ্রের কাছে টিকা চেয়ে পাঠাব । আবেদন করব যাদের টিকা নেওয়া হয়নি তাদের টিকা নিয়ে নিতে ।"
উল্লেখ্য রাজ্য জুড়ে করোনা ক্রমশ বাড়ছে । রাজ্যের তরফে জারি হয়েছে নির্দেশিকা । তাতে বলা হয়েছে করোনা পজিটিভ হলে এক সপ্তাহ আইসোলেশনে থাকতে হবে । মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.