ETV Bharat / state

Kolkata Medical College: নির্বিঘ্নে মিটল ভোটপর্ব, মেডিক্যাল কলেজে শুরু হল ভোটগণনা

author img

By

Published : Dec 22, 2022, 3:44 PM IST

Updated : Dec 22, 2022, 6:11 PM IST

Etv Bharat
Etv Bharat

মোট ভোটদান হয়েছে 788 । মেডিক্যাল কলেজ নির্বাচনে মোট ভোটার ছিলেন 1000 জন । প্রার্থী সংখ্যা ছিল 31 । ভোটগণনা শুরু হল 3.30 থেকে (Kolkata Medical College Student Election Counting start) ।

কলকাতা, 22 ডিসেম্বর: নির্বিঘ্নে মিটল মেডিক্যাল কলেজের ভোটপর্ব । প্রথমবর্ষে মোট ভোট দিয়েছেন 222 জন । দ্বিতীয় বর্ষে ভোট দিয়েছেন 178 জন । তৃতীয় বর্ষে ভোট দিয়েছেন 204 জন । চতুর্থ বর্ষে ভোট দিয়েছেন 184 জন । মোট ভোটদান হয়েছে 788 । মেডিক্যাল কলেজ নির্বাচনে মোট ভোটার ছিলেন 1000 জন । প্রার্থী সংখ্যা ছিল 31 । ভোটগণনা শুরু হল 3.30 থেকে (Kolkata Medical College Student Election Counting started) ।

ভোটদান প্রক্রিয়া শেষের পর সুজাত ভদ্র বলেন, "সমস্ত ইয়ারের ভ‍্যালিড ভোটার ছিল 250 জন । পড়ুয়াদের প্রত্যেককে পরিচয়পত্র আনতে বলা হয়েছিল । পাশাপাশি সরকারি পরিচয়পত্র সঙ্গে রাখার কথা বলা হয়েছিল । শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে । যারা কোনও দলের হয়ে প্রচার করেননি, তাঁরা ভলেন্টিয়ার হিসেবে ছিলেন । সমস্ত প্রার্থীর সামনে ব্যালট বক্স সিল করা হয় ।"

তারপরেই তিনি বলেন, "এই ভোট করানো কর্তৃপক্ষের কাজ, আমাদের কাজ নয় । যদি বিধানসভা-লোকসভায় নিয়ম মেনে ভোট হয় তাহলে গণতন্ত্রের প্রাথমিক যে স্তর সেখানে কেন ভোট হচ্ছে না । আজ পর্যন্ত ওরা জানে না, কেন 22 তারিখ ভোট বাতিল করা হয় । যদি আমি অধ্যক্ষের চেয়ারে থাকতাম, তাহলে বলতাম এটা মেডিক্যাল কাউন্সিলের নিয়ম নয় । কিন্তু এই নির্বাচন দেখে আগামিদিনে নির্বাচনের দিন ঘোষণা করা উচিত তাহলেই এই নির্বাচনের জয় হবে ।"

আরও পড়ুন: আগামী দিনে বাংলা সারা দেশকে পথ দেখাবে : রাজ্যপাল

Last Updated :Dec 22, 2022, 6:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.