ETV Bharat / state

KMC Vaccination Drive: অন্তঃসত্ত্বা ও শিশুদের টিকাকরণে মিশন ইন্দ্রধনুষ 5.0, সোমে শুরু পৌরনিগমের বিশেষ কর্মসূচি

author img

By

Published : Aug 6, 2023, 6:34 PM IST

Kolkata Municipal Corporation
কলকাতা পৌরনিগম

Special Vaccination Drive in Kolkata: নবজাতক থেকে 5 বছর পর্যন্ত সকল শিশু থেকে অন্তঃসত্ত্বাকে টিকাকরণের আওতায় আনতে চলেছে কলকাতা পৌরনিগম ৷ সোমবার থেকে এর জন্য শুরু হচ্ছে বিশেষ কর্মসূচি ৷ নিয়মিত টিকাকরণ না পাওয়াদের আনা হবে এই কর্মসূচির আওতায় ৷

কলকাতা, 6 অগস্ট: সোমবার থেকে কলকাতা পৌরনিগম এলাকায় শুরু হচ্ছে টিকাকরণ সংক্রান্ত বিশেষ কর্মসূচি ৷ যার নাম মিশন ইন্দ্রধনুষ 5.0 । এই কর্মসূচিতে নবজাতক থেকে 5 বছর পর্যন্ত শিশু এবং অন্তঃসত্ত্বাদের টিকাকরণ করা হবে ৷ যাদের নিয়মিত টিকাকরণ মাঝপথে কোনও কারণে বন্ধ হয়ে গিয়েছে ৷ অথবা জন্মের পর থেকে টিকাকরণের আওতায় আসেইনি ৷ এমনকী অন্তঃসত্ত্বা মা যারা টিকা পাননি তাদেরও চিন্তিত করে টিকাকরণ করা হবে বলে জানা গিয়েছে ।

সূত্রের খবর, তিন দফায় এই কর্মসূচি হবে । প্রথম দফা চলবে 7 থেকে 12 অগস্ট । দ্বিতীয় দফা চলবে 11 থেকে 16 সেপ্টেম্বর । তৃতীয় দফা চলবে 9 থেকে 14 অক্টোবর । কলকাতা কর্পোরেশনের এক স্বাস্থ্য কর্তা জানান, এই অভিযান তিন দফায় চলবে । প্রথম দফা শুরু হচ্ছে সোমবার থেকে । স্বাস্থ্য কর্মীরা ব্যাপক প্রচার চালাচ্ছেন । এমনকী টিকাকরণের বাইরে থাকা শিশু ও সন্তানসম্ভবাদের খোঁজ করে তাদের ফের এই মিশন ইন্দ্রধনুষের আওতায় টিকাকরণ করা হবে ।

মিশন ইন্দ্রধনুষ হল একটি পর্ব ভিত্তিক টিকাকরণ অভিযান । যা 2014 ডিসেম্বর থেকে দেশজুড়ে শুরু হয়েছিল । এর অন্যতম উদ্দেশ্য, নিয়মিত টিকাকরণ কর্মসূচিকে আরও শক্তিশালী করা । দীর্ঘ 9 বছর ধরে এই কর্মকাণ্ড চলে আসছে । 2017 সালে এই অভিযানের মাধ্যমে নগর এলাকাগুলিতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে ।

তবে করোনার সময় গোটা টিকাকরণ প্রক্রিয়ায় ছেদ পড়ে এবং স্বাভাবিকতা হারায় । টিকাকরণ থেকে মাঝপথে বেরিয়ে যাওয়া শিশু সংখ্যা ব্যাপক পরিমাণে বাড়তে থাকে । হাম ও রুবেলা মত রোগের টিকাকরণে ছেদ পড়ায় শিশুদের এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা সামান্য বেড়ে গিয়েছিল বলে পৌরনিগম সূত্রে জানা গিয়েছে । তাই করোনা ও তার পরবর্তী সময় টিকাকরণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা পূরণের সুযোগ করে দিচ্ছে মিশন ইন্দ্রধনুষ 5.0 ।

আরও পড়ুন: স্কুলে স্কুলে শুরু হাম ও রুবেলার টিকাকরণ

সম্প্রতি কেন্দ্রীয় সরকার লক্ষ্যমাত্রা নির্ধারিত করেছে, চলতি বছরের শেষে দেশ হাম ও রুবেলা মুক্ত হবে । প্রথম দফায় 494টি সেশনের পরিকল্পনা করা হয়েছে কলকাতা পৌরনিগমের তরফে । যার মধ্যে 13টি ভ্রাম্যমাণ দল ও 7টি স্থায়ী টিকাকেন্দ্র থাকছে । নবজাতক থেকে দু'বছর বয়সের 3403 জন শিশু, 2-5 বছর বয়সের 1599 জন শিশু ও 713 জন অন্তঃসত্ত্বা এই কর্মসূচিতে উপকৃত হবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.