ETV Bharat / state

Measles and Rubella Vaccination: স্কুলে স্কুলে শুরু হাম ও রুবেলার টিকাকরণ

author img

By

Published : Jan 9, 2023, 2:27 PM IST

ঘোষণা মাফিক শুরু হয়ে গেল হাম ও রুবেলার টিকাকরণ (Measles and Rubella Vaccination) ৷ এই উপলক্ষে চেতলার একটি স্কুলে পৌঁছে গেলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ কী বললেন তিনি ?

Measles and Rubella Vaccination started in Kolkata from monday onwards
টিকাকরণ কর্মসূচিতে ফিরহাদ হাকিম ৷

ফিরহাদের বার্তা

কলকাতা, 9 জানুয়ারি: সোমবার থেকে কলকাতার (Kolkata) স্কুলগুলিতে (Schools) শুরু হল হাম ও রুবেলার টিকাকরণ (Measles and Rubella Vaccination) প্রক্রিয়া ৷ এদিন এই উপলক্ষে চেতলার একটি স্কুলে পৌঁছে যান মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ ছাত্রছাত্রীরা সকলেই যাতে নির্ভয়ে এই টিকা নেয়, সেই বিষয়টি তাদেরকে তাদের মতোই করেই বোঝান মেয়র ৷ ছোট পড়ুয়াদের তিনি বলেন, সারাজীবন সুস্থভাবে বাঁচার জন্য হাম ও রুবেলার টিকাকরণ অত্যন্ত জরুরি ৷ তাই সকলকেই এই টিকা নিতে হবে ৷

কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) সূত্রে জানা গিয়েছে, চলতি মাসে শহরজুড়ে এই টিকাকরণ প্রক্রিয়া চলবে ৷ প্রথম তিন সপ্তাহ টিকা দেওয়া হবে স্কুলগুলিতে ৷ শেষ এক সপ্তাহে টিকা পাবে স্কুলছুটরা ৷ তার জন্য আলাদা শিবির করা হবে ৷ সোমবার শহরের পৌরস্কুল এবং সরকারি স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের এই টিকা দেওয়া হয় ৷ পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন, সংশ্লিষ্ট স্কুলগুলি ছাড়াও কেএমসির (KMC) স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও এই টিকা দেওয়া হবে ৷ এই বিষয়ে আমজনতাকে সচেতন করতে মাইকে নিয়মিত প্রচার করা হবে ৷

আরও পড়ুন: 9 জানুয়ারি থেকে দার্জিলিংয়ে শুরু রুবেলা টিকাকরণ

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আওতায় 9 মাস থেকে 15 বছর বয়সি শিশু-কিশোরদের হাম ও রুবেলার প্রতিষেধক দেওয়া হবে ৷ এই পরিষেবা মিলবে সম্পূর্ণ বিনামূল্যে ৷ যেসব বাচ্চারা খুবই ছোট, এখনও স্কুলে যাওয়ার বয়স হয়নি, তাদের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ করবেন স্বাস্থ্যকর্মীরা ৷ কলকাতার মোট 144টি ওয়ার্ডে প্রায় 12 লক্ষ শিশু ও কিশোরকে এই টিকাকরণ কর্মসূচির আওতায় ধরা হয়েছে ৷

কলকাতার পাশাপাশি, সারারাজ্যে এই কর্মসূচি আগামী একমাস ধরে (9 জানুয়ারি, 2023 থেকে 11 ফেব্রুয়ারি, 2023 পর্যন্ত) পালন করা হবে ৷ রাজ্য়ের নিরিখে টিকা পাওয়ার যোগ্য শিশু ও কিশোরের মোট সংখ্যা প্রায় 2 কোটি 33 লক্ষ ৷ এই কর্মসূচি পালনের জন্য সরকারি স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি আশাকর্মীদেরও কাজে লাগানো হবে ৷ সেইসঙ্গে, 100 দিনের কাজের আওতাতেও এই কর্মসূচি পালনের মাধ্যমে যাতে কর্মদিবস তৈরি করা যায়, সেই বন্দোবস্তও করছে রাজ্য সরকার ৷

তবে, এসবের মধ্যেই দেখা দিয়েছে অন্য সমস্যা ৷ শহর কলকাতায় বেশ কিছু নামী বেসরকারি স্কুল টিকাকরণ নিয়ে আগ্রহী নয় ! তাদের এই অসহযোগিতার জন্য টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণ করা আদৌ সম্ভব হবে কিনা, তা নিয়ে সন্দীহান কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ ৷ সবথেকে বড় কথা হল, বেসরকারি স্কুলগুলির এই অসহযোগিতা ও খামখেয়ালিপনার খেসারত আগামী দিনে সেইসব স্কুলেরই ছাত্রছাত্রীদের দিতে হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.