ETV Bharat / state

Online Tax in KMC: সার্ভার সমস্যায় কলকাতা পৌরনিগমে অনলাইন কর জমায় ভোগান্তি নাগরিকদের, বাড়ল রিবেট ডেট

author img

By

Published : May 15, 2023, 8:25 PM IST

অনলাইনে সম্পত্তি কর জমা নিচ্ছে কলকাতা পৌরনিগম ৷ কিন্তু অনলাইনে তা জমা করতে গিয়ে নাজেহাল নাগরিকরা ৷ সার্ভার সমস্যাই মূল কারণ ৷ তাই কলকাতা পৌরনিগমের তরফে রিবেট ডেটের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ৷

Online Tax in KMC
Online Tax in KMC

কলকাতা, 15 মে: কলকাতা পৌরনিগম ক্রমশ প্রাধান্য দিচ্ছে অনলাইন পরিষেবায় । বিশেষ করে কর ব্যবস্থা সম্পূর্ণ অনলাইন করা হয়েছে । আর সেই অনলাইন ব্যবস্থায় কর দিতে গিয়ে নাজেহাল হচ্ছেন করদাতারা । মাসখানেক ধরে লাগাতার চলছে সমস্যা । সার্ভার সমস্যার কোনও সুরাহা এখনও পর্যন্ত হয়নি । তাই আজ সোমবার কলকাতা পৌরনিগমের তরফে কর দেওয়ার ক্ষেত্রে ছাড় পাওয়ার সময়সীমা আরও সাতদিন বৃদ্ধি করা হল । অর্থাৎ সমস্যার জেরে আরও অতিরিক্ত সাতদিন করদাতারা হাতে পাবেন । এই সময় মধ্যে ত্রৈমাসিক কর জমা করলে, তবেই নাগরিকরা পাবেন এই ছাড় ।

বালিগঞ্জর এক বাসিন্দা তরুণ সান্যালের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে লাগাতার অনলাইনে সম্পত্তি কর মেটানো চেষ্টা করে ব্যর্থ হয়েছেন । বাধ্য হয়ে কলকাতা পৌরনিগমের ট্রেজারিতে কর জমা দিতে আসেন । তাতেও সেই সার্ভার সমস্যা বাধা হয়ে দাঁড়ায় । একই অবস্থা মহানগরের আরেক প্রান্তের বাসিন্দা আল্পনা মৈত্রর । তাঁর কথায়, কলকাতা পৌরনিগমের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে পেমেন্ট অপশনে ক্লিক করলে এরর দেখাচ্ছে । তিনিও সম্পত্তির কর জমা দিতে ছুটে আসেন কেন্দ্রীয় পৌরভবনে । তাঁর কর অবশ্য সেখানে জমা নেওয়া হয়েছে ।

Online Tax in KMC
অনলাইনে সম্পত্তি কর জমার রিবেট ডেট পিছিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি

কলকাতার নাগরিকরা অনলাইন মারফত কর জমা না করতে পারার জেরে কলকাতার বিভিন্ন কর জমা দেওয়ার কেন্দ্রে ভিড় জমাচ্ছেন ৷ ফলে ওই কেন্দ্রগুলিতে দীর্ঘ সময় লাইন দিতে হচ্ছে করদাতাদের ৷ অভিযোগ, সেখানেও সুষ্ঠু ভাবে কাজ হচ্ছে না । বারবার সার্ভার সমস্যা হচ্ছে । কলকাতা পৌরনিগমের অনলাইন পরিষেবার বিষয়টি দেখে আইটি বিভাগ । আর তাদের এই ত্রুটির জেরে নাজেহাল সম্পত্তি বিভাগের কর্মী আধিকারিকরা । পৌরনিগমের এক কর্তা জানান, চলতি অর্থবর্ষের কর জমা নেওয়ার কাজ চলছে । এক সঙ্গে বহু করদাতা অনলাইন রিবেটের সুযোগ পেতে আবেদন করতে সার্ভারে চাপ বাড়ছে ৷ তার জন্যই এই সমস্যা হচ্ছে । শুধু সম্পত্তি কর বিভাগ নয়, পরিষেবায় বিঘ্ন ঘটছে লাইসেন্স বিভাগ, পার্কিং ফি জমা নেওয়ার ক্ষেত্রেও ।

পৌরনিগম সূত্রে খবর, সার্ভার ঠিক কাজ না করার ফলে টাকা জমা দিতে তৎক্ষণাৎ মিলছে না নথি । আবার করদাতার অ্যাকাউন্ট থেকে টাকা না কাটলেও কর জমার নথি বের হয়ে গিয়েছে । এমন নানা গন্ডগোল হয়েই চলেছে । অনলাইন সমস্যার জেরে অফলাইনে টাকা জমা দেওয়ার চাপ বেড়েছে । ফের সেই ভিড়ের ছবি ফিরেছে পৌরভবনে । বিভিন্ন পৌর অফিসে প্রায় কয়েক হাজারের বেশি বিল পেমেন্ট হয়েছে একদিনে । দ্রুত এই সমস্যা মিটবে বলে আশা করছে কলকাতা পৌরনিগম ।

এই পরিস্থিতে এ দিন নির্দেশ দেওয়া হয়, যেদিন পর্যন্ত রিবেট পাওয়ার কথা ছিল, সেই সময়সীমা বাড়িয়ে সাতদিন আরও বৃদ্ধি করা হল ৷ তবে কলকাতা পৌরনিগমের সম্পত্তি বিভাগের এক আধিকারিক বলেন, ‘‘অনলাইন সমস্যা যেখানে দাঁড়িয়েছে, কাল ঘাম ছুটছে আমাদের । মিনিটে মিনিটে ফোন আসছে কর জমা দেওয়ার সমস্যা নিয়ে । সাতদিন নয়, আরও হয়তো বাড়াতে হতে পারে এই সময় ।’’

আরও পড়ুন: কলকাতার অন্দরকে চেনাতে নাগরিক পরামর্শে অভিনব উদ্যোগ কলকাতা পৌরনিগমের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.