ETV Bharat / state

China Town Kalipujo: নামেই চায়না টাউন, এখানে কালীপুজো হয় হিন্দু রীতিনীতি মেনেই

author img

By

Published : Oct 25, 2022, 11:10 PM IST

Etv Bharat
Etv Bharat

কালীপুজোর মরশুমে চায়না টাউনের একটা আলাদা কদর আছে, কারণ প্রচলিত হিন্দু রীতিনীতি মেনে এ সময় এখানে ধুমধাম করে পূজিত হন মা কালী (Kalipujo of China Town organised by Chinese in Kolkata) ৷ ট্যাংরার চিনা কালী মন্দিরে এই পুজোর উদ্যোক্তা এদেশে বসবাসকারী চিনা নাগরিকরা ৷

কলকাতা, 25 অক্টোবর: ট্যাংরার চায়না টাউনের (China Town) নাম কে না শুনেছে ৷ বিগ বসের (Big Boss restaurant) মতো রেস্তরাঁগুলোর কারণে আরও জনপ্রিয় হয়ে উঠেছে শহর কলকাতার এই অঞ্চল ৷ তবে জানেন কি, কালীপুজোর মরশুমে চায়না টাউনের একটা আলাদা কদর আছে, কারণ প্রচলিত হিন্দু রীতিনীতি মেনে এ সময় এখানে ধুমধাম করে পূজিত হন মা কালী (Kalipujo of China Town organised by Chinese in Kolkata) ৷

ট্যাংরার চিনা কালী মন্দিরে এই পুজোর উদ্যোক্তা এদেশে বসবাসকারী চিনা নাগরিকরা ৷ সবমিলিয়ে চায়না টাউনের কালীপুজো আদতে সর্বধর্মের মিলনক্ষেত্র ৷ আর কালীপুজোর সময় তিব্বতী এবং ভারতীয় সংস্কৃতির এক অদ্ভূত মেলবন্ধন দেখা যায় এই চিনা পাড়ায় ৷ আর এই পুজো যিনি করেন তিনি আদ্যন্ত এক হিন্দু বাঙালি ৷ পুজো নিয়ে কী বলছেন চিনা কালী মন্দিরের ইনচার্জ, আসুন জেনে নেওয়া যাক ৷

নামেই চায়না টাউন, এখানে কালীপুজো হয় হিন্দু রীতিনীতি মেনেই

আরও পড়ুন: দিওয়ালিতে গত চার দশকে সবচেয়ে 'স্বাস্থ্যকর' তিলোত্তমা

একদা গুজব রটে 80 বছরের পুরনো এই মন্দিরে কালীপুজোর সময় ভোগ হিসেবে নাকি চিনা নুডলস দেওয়া হয় ৷ সেই গুজব যদিও উড়িয়েছেন উদ্যোক্তারা ৷ মন্দিরের ইনচার্জ মিস্টার চেইং জানান, দিল্লি থেকে কয়েকজন মানুষ শুটিং করার নামে এখানে এসে চাউমিন বিতরণ করে পুজোর সময়। তারপর ছবি-ভিডিয়ো তুলে ইন্টারনেটে তা ছড়িয়ে দেয়। তারপর থেকে প্রচার হতে থাকে যে, চায়না টাউনের কালীপুজোয় নুডলস খাওয়ানো হয়। যা সম্পূর্ণরূপে মিথ্যা। বরং, ভারতীয় হিন্দুরীতি মেনে এখানে প্রসাদ হিসেবে ফল, মিষ্টির আয়োজন করা হয় বলেই মত তাঁর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.