ETV Bharat / state

Cal HC dismissed Plea: নবম-দশমের ওএমআর শিট প্রকাশে সম্মানহানি, মামলা খারিজ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

author img

By

Published : Jan 11, 2023, 6:25 PM IST

শিক্ষক নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) নবম ও দশমের ওএমআর শিট প্রকাশ করতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) ৷ তার জেরে সম্মানহানির অভিযোগ তোলেন 12জন শিক্ষক ৷ তাঁদের দায়ের করা মামলা খারিজ করলেন বিচারপতি ৷

Justice Abhijit Gangopadhyay
Justice Abhijit Gangopadhyay

কলকাতা, 11 জানুয়ারি: নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগ ওঠায় পরীক্ষার ওএমআর শিট (OMR Sheet) প্রকাশ করতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Justice Abhijit Gangopadhyay) ৷ আদালতের নির্দেশ মেনে সেই ওএমআর শিট প্রকাশও করে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) ৷ কিন্তু কমিশনের এই পদক্ষেপে সম্মানহানির অভিযোগ তোলেন 12 জন শিক্ষক ৷ তাঁরা পালটা মামলা করেন আদালতে ৷ বুধবার সেই মামলা খারিজ করে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, ‘‘নিয়োগ দুর্নীতি মামলায় গোলমাল পাকাতেই এই ধরনের আবেদন করা হয়েছে । এসএসসি ওএমআর শিট প্রকাশের কারণ জানে (SSC Published OMR Sheet) । এই মামলার সঙ্গে ব্যাপক হারে শিক্ষায় নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) যুক্ত ৷ এসএসসি-র সার্ভারের মেধাতালিকার সঙ্গে কোনও মিল নেই গাজিয়াবাদের মাদার সার্ভারের ওএমআর ডেটার । 0 বা 10টি প্রশ্নের উত্তর দিয়ে কীভাবে 42 বা 43 মার্কস ! এসএসসি-র ওয়েবসাইটে বিকৃত ওএমআর শিট প্রকাশের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হননি ।"

এই মামলা নিয়োগ দুর্নীতিতে বিশৃঙ্খলা তৈরিতে করা হয়েছে, এই বলেই থেমে যাননি বিচারপতি গঙ্গোপাধ্য়ায় ৷ একই সঙ্গে 1 টাকা প্রতীকী জরিমানা করেছেন তিনি ৷ বিভিন্ন স্কুলে বৈধভাবে চাকরি পাওয়া সত্ত্বেও তাঁদেরকে স্কুলে হেনস্থা করা হচ্ছে । স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না ৷ এমনই দাবি করেছিলেন মামলাকারীরা ৷ তাঁদের মামলাই খারিজ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে 2022 সালে রীতিমতো তোলপাড় হয়েছে বাংলা ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের একের পর কড়া নির্দেশ ঘিরে নানা মহলে আলোচনা হয়েছে ৷ অন্যদিকে তাঁরই নির্দেশে এই দুর্নীতির তদন্ত করছে সিবিআই ৷ বিষয়টিতে আর্থিক লেনদেনের ব্যাপার জড়িয়ে থাকায় তদন্তে নেমেছে ইডিও ৷

এই দুর্নীতিতে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ ইডি গ্রেফতার করেছে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে ৷ অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা, কয়েক কোটি টাকার সোনার গয়না ও প্রচুর সম্পত্তির হদিশ মিলেছে ৷ এছাড়া এসএসসির প্রাক্তন দুই চেয়ারম্যান-সহ একাধিক ব্যক্তি ৷

একই সঙ্গে শুনানিও চলেছে ৷ সেই শুনানিতে একাধিক নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ তার মধ্যেই অন্যতম ওএমআর শিট প্রকাশ করার বিষয়টি ৷ যা সামনে আসতেই হইচই পড়ে যায় ৷

আরও পড়ুন: কমিশনের ওয়েবসাইটে অবিলম্বে 100টি ওএমআর শিট প্রকাশের নির্দেশ বিচারপতির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.