ETV Bharat / state

জরুরি অবস্থার পর বড়সংখ্যায় বিচারপতিদের এই বদলি বিচারব্যবস্থাকে শক্তিশালী করবে, বললেন বিচারপতি বিবেক চৌধুরী

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 11:56 AM IST

Updated : Nov 21, 2023, 12:07 PM IST

Justice Bibek Chaudhuri
Justice Bibek Chaudhuri

Justice Bibek Chaudhuri: সম্প্রতি সুপ্রিম কোর্ট কলেজিয়াম 24 জন বিচারপতিকে এক রাজ্য থেকে অন্য রাজ্যে বদলি করেছে ৷ সেই তালিকায় নাম রয়েছে বিচারপতি বিবেক চৌধুরীর ৷ তিনি কলকাতা হাইকোর্ট থেকে পটনা হাইকোর্টে বদলি হয়েছে ৷ সেখানে যাওয়ার আগে বিদায়ী অনুষ্ঠানে তিনি জানান, জরুরি অবস্থার পর বড়সংখ্যায় বিচারপতিদের এই বদলি বিচারব্যবস্থাকে শক্তিশালী করবে ৷

কলকাতা, 21 নভেম্বর: জরুরি অবস্থার পর ভারতের ইতিহাসে সব থেকে বড়মাত্রায় বিচারপতিদের বদলি করার সিদ্ধান্তে আসলে বিচারব্যবস্থার হাত শক্ত হচ্ছে, এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্ট থেকে সদ্য বদলি হওয়া বিচারপতি বিবেক চৌধুরী । সম্প্রতি সুপ্রিম কোর্ট কলেজিয়াম তাঁকে কলকাতা হাইকোর্ট থেকে পটনা হাইকোর্টের বিচারপতি হিসাবে বদলি করেছে । সেই নিয়েই এই মন্তব্য করেন তিনি ৷

গতকাল, সোমবার তাঁর বিদায়ী অনুষ্ঠান ছিল ৷ সেখানেই বিচারপতি নিজের রাজ্য, নিজের শহর কলকাতা ছেড়ে ভিনরাজ্যে যেতে হবে বলে স্বাভাবিকভাবেই একটু আবেগী হয়ে পড়েছিলেন । কিন্তু একই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য তিনি তাঁর বিদায়ী অনুষ্ঠানে উল্লেখ করেন ।

বিচারপতি বিবেক চৌধুরী বলেন, ‘‘1975 সালের জরুরি অবস্থার সময়ের পর এই প্রথম সুপ্রিম কোর্ট কলেজিয়াম এতবড় মাত্রায় বিচারপতিদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে বদলি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে । দেশে জরুরি অবস্থা চলাকালীন বিভিন্ন হাইকোর্টের মোট 16 জন বিচারপতিকে এক রাজ্য থেকে অন্য রাজ্যে বদলি করা হয়েছিল । তার 48 বছর পর চলতি বছরে সুপ্রিম কোর্ট কলেজিয়াম বিভিন্ন হাইকোর্টের মোট 24 জন বিচারপতিকে এক রাজ্য থেকে অন্য রাজ্যে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে ।’’

Justice Bibek Chaudhuri
বিচারপতি বিবেক চৌধুরী

তিনি বলেন, "আমি আশান্বিত যে প্রশাসনিক সিদ্ধান্তের বাইরে এসে সুপ্রিম কোর্ট কলেজিয়ামের এই পদক্ষেপ বিচারব্যবস্থার হাত শক্ত করারই ইঙ্গিত । 28 জানুয়ারি 1983 সালে ভারত সরকার একটি নীতি গ্রহণ করেছিল যে একটা হাইকোর্টের প্রধান বিচারপতি করতে হবে ভিন রাজ্যের হাইকোর্টের বিচারপতিকে । পাশাপাশি প্রত্যেক হাইকোর্টের এক তৃতীয়াংশ বিচারপতি অন্য রাজ্যের হাইকোর্টের হতে হবে । সেই নীতি কার্যকর করা শুরু হয়েছে । এটা তার প্রথম পদক্ষেপ । আমার পরে আরও অনেককেই এই ধরনের বদলি করা হবে ।"

বিচারপতি বিদায়ী সম্ভাষণে আরও উল্লেখ করেন, কোভিড অতিমারী ও তার পরবর্তী পরিস্থিতিতে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে প্রায় ছ’হাজার মামলার নিষ্পত্তি করেছেন । 1989 সালে নভেম্বরে তিনি এই কেরিয়ার শুরু করেন । 1991 সালে নিম্ন আদালতের বিচারক হিসাবে কাজ শুরু করেন । কলেজিয়াম যে নতুন দায়িত্ব দিয়েছে, তাতে তিনি খুব একটা অবাক হননি বলেও জানান ।

তবে তাঁর গলায় সামান্য ক্ষোভেরও বহিঃপ্রকাশ ঘটে । তিনি বলেন, "যেভাবে তড়িঘড়ি বদলি করা হয়েছে, তাতে কিছু কর্মদিবস নষ্ট হবে । 24 নভেম্বর পটনা হাইকোর্টে যোগদান করতে বলা হয়েছে । কিন্তু আমার পরিবার রয়েছে কলকাতায় । পটনায় গিয়ে গুছিয়ে নিতে তিন-চারদিন সময় লাগবে । কিন্তু সেই সময়টা সবেতন ছুটি নিতে হবে আমাকে ।"

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে মোট 53 জন বিচারপতি কর্মরত ছিলেন । তাঁদের মধ্যে থেকে বিচারপতি বিবেক চৌধুরীকে পটনা হাইকোর্টে বদলি করল সুপ্রিম কোর্ট কলেজিয়াম ।

আরও পড়ুন:

  1. পুলিশকর্মীরা তাঁদের ব্যক্তিগত গাড়িতে পুলিশের স্টিকার ব্যবহার করতেই পারেন, জানাল আদালত
  2. বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের গ্রেফতারি পরোয়ানা খারিজ হাইকোর্টে
Last Updated :Nov 21, 2023, 12:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.