Anirban Ganguly: বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের গ্রেফতারি পরোয়ানা খারিজ হাইকোর্টে

author img

By

Published : Sep 20, 2022, 6:56 PM IST

Cal HC rejects arrest warrant in name of Bolpur BJP leader Anirban Ganguly

বোলপুরের বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের (Anirban Ganguly) নামে জারি করা গ্রেফতারি পরোয়ানা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷

কলকাতা, 20 সেপ্টেম্বর: বোলপুরের বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের নামে জারি করা গ্রেফতারি পরোয়ানা খারিজ করল কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার ওই গ্রেফতারি পরোয়ানা খারিজ করলেন বিচারপতি বিবেক চৌধুরী । অনির্বাণ গঙ্গোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির নেতাই শুধু নন । সামাজিক, রাজনৈতিক ও জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্পের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি । এই ব্যাপারে এলাকায় তিনি সক্রিয় হয়ে কাজকর্মও করেন ।

অভিযোগ, 2021 বিধানসভা নির্বাচনের সময় শাসক দলের তরফ থেকে মামলা দায়ের করা হয় বোলপুর থানায় । তারপরেই জারি হয় গ্রেফতারি পরোয়ানা । প্রথমবার 13 এপ্রিল গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় । চলতি বছরের 21 এপ্রিল ফের তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় । সেই অ্যারেস্ট ওয়ারেন্টকে চ্যালেঞ্জ করে আদালতের দারস্থ হন অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly) ।

আরও পড়ুন: বোলপুর পৌরসভায় বিল্ডিং প্ল্যান পাশ করাতে অনুদান! হাইকোর্টের মামলা অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ

আজ সেই গ্রেফতারি পরোয়ানা খারিজ করলেন বিচারপতি বিবেক চৌধুরী । কারণ আগে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল সেই ব্যাপারে তদন্তের পর নিম্ন আদালতে চার্জশিটও দিয়ে দিয়েছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.