ETV Bharat / state

Vande Bharat Express: বছর শুরুতে পরিষেবা শুরু বন্দে ভারতেরও, রইল সফরসূচি ও ভাড়ার তালিকা

author img

By

Published : Dec 31, 2022, 8:12 PM IST

Updated : Dec 31, 2022, 9:58 PM IST

1 জানুয়ারি থেকে যাত্রী পরিষেবা শুরু করছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ৷ এই ট্রেনের সময়সূচি ও ভাড়া ঠিক কত ?

Itinerary and Fare Chart of Vande Bharat Express
ফাইল ছবি ৷

শুক্রবার উদ্বোধন হয়েছে বন্দে ভারতের

কলকাতা, 31 ডিসেম্বর: শুক্রবার মহা সাড়ম্বরে উদ্বোধন হয় পশ্চিমবঙ্গের প্রথম সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) ৷ রবিবার, অর্থাৎ বছর শুরুর দিন থেকেই (1 জানুয়ারি, 2023) মিলবে এই ট্রেনের পরিষেবা ৷ শুধুমাত্র বুধবার বাদে সপ্তাহের বাকি ছ'দিন হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে এই ট্রেন যাতায়াত করবে ৷

আপ বন্দে ভারত এক্সপ্রেসের নম্বর হল, 22301 হাওড়া-নিউ জলপাইগুড়ি জংশন বন্দে ভারত এক্সপ্রেস ৷ এই ট্রেনটিই যখন ফেরত আসবে, তখন এই পরিচয় হয়ে যাবে, 22302 নিউ জলপাইগুড়ি জংশন-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ৷ পূর্ব রেলের তরফে জানা গিয়েছে, এই ট্রেনে সওয়ার হতে ইতিমধ্যেই টিকিট কাটতে শুরু করে দিয়েছেন যাত্রীরা ৷ অনলাইনে এবং প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের (PRS) মাধ্যমে কাউন্টার থেকে টিকিট কাটা যাচ্ছে ৷ বর্তমানে এই ট্রেনের যাত্রাপথ প্রায় 600 কিলোমিটার ৷ যা পার করতে সময় লাগবে মাত্র 7 ঘণ্টা 30 মিনিট ৷ সংশ্লিষ্ট ছ'দিন ভোর 5.50 মিনিটে হাওড়া থেকে ছাড়বে বন্দে ভারত এক্সেপ্রেস ৷ নিউ জলপাইগুড়ি পৌঁছবে দুপুর 1টা 25 মিনিট নাগাদ ৷ এই ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আপাতত কোনও ছাড় দেওয়া হচ্ছে না ৷ তবে, তৎকাল কোটায় টিকিট কাটা যাবে ৷ আপ ও ডাউন লাইনে ট্রেনটি মোট তিনটি স্টেশনে থামবে ৷ এগুলি হল, বোলপুর, মালদা টাউন ও বারসই ৷

আরও পড়ুন: বন্দে মাতরমের মাটিতে বন্দে ভারত নিয়ে উৎফুল্ল মোদি

22301 হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস বোলপুর পৌছবে সকাল 7টা 43 মিনিটে ৷ সেখানে ঠিক 2 মিনিট দাঁড়াবে ট্রেন ৷ 7টা 45 মিনিটে রওনা দেবে মালদার উদ্দেশে ৷ মালদা টাউন স্টেশনে পৌঁছবে সকাল 10টা 32 মিনিটে ৷ সেখানে 3 মিনিট দাঁড়িয়ে আবার 10টা 35 মিনিটে সচল হবে ট্রেনের চাকা ৷ ট্রেনটি বারসই পৌঁছবে বেলা 11টা 50 মিনিটে ৷ দাঁড়াবে 2 মিনিট ৷ 11টা 52 মিনিটে বারসই স্টেশন ছাড়ার পর দুপুর 1টা 25 মিনিটে এনজেপি পৌঁছে যাবে বন্দে ভারত এক্সপ্রেস ৷

এরপর একই দিনে বিকেল 3টে 5 মিনিটে 22302 নিউ জলপাইগুড়ি জংশন-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এনজেপি থেকে ছাড়বে ৷ বারসই পৌঁছবে বিকেল 4টে 44 মিনিটে ৷ দাঁড়াবে 2 মিনিট ৷ 4টে 46 মিনিটে বারসই স্টেশন ছাড়ার পর মালদা টাউন স্টেশনে পৌঁছবে বিকেল 5টা 50 মিনিটে ৷ সেখান থেকে ফের 5টা 53 মিনিটে শুরু হবে সফর ৷ বোলপুর পৌছবে রাত 8টা 22 মিনিটে ৷ বোলপুর থেকে রওনা দেবে রাত 8টা 24 মিনিটে ৷ হাওড়ায় সফর শেষ হবে রাত 10টা 35 মিনিটে ৷

এই ট্রেনে দু'টি শ্রেণি রয়েছে ৷ এর মধ্যে চেয়ার ক্লাসের মাথাপিছু ভাড়া (খাবার-সহ) 1 হাজার 565 টাকা ৷ এছাড়াও রয়েছে এলাহি এগজিকিউটিভ ক্লাস ৷ এই শ্রেণির মাথাপিছু ভাড়া (খাবার-সহ) 2 হাজার 825 টাকা ৷ তবে, এই ভাড়া পূর্ণ যাত্রার জন্য ৷

Last Updated :Dec 31, 2022, 9:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.