ETV Bharat / state

কাল ব্যাহত হতে পারে চিকিৎসা পরিষেবা

author img

By

Published : Jul 30, 2019, 11:32 PM IST

Updated : Jul 30, 2019, 11:58 PM IST

ন্যাশনাল মেডিকেল কমিশন বিল, 2019 (NMC Bill, 2019)-এর প্রতিবাদে আগামীকাল দেশজুড়ে ধর্মঘটের ডাক দিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA) ও অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অরগানাইজেশন (AIDSO) । আগামীকাল 6টা শুরু করে 24 ঘণ্টা চলবে এই ধর্মঘট ৷

ফাইল ফোটো

কলকাতা, ৩০ জুলাই : ন্যাশনাল মেডিকেল কমিশন বিল, 2019 (NMC Bill, 2019)-এর প্রতিবাদে আগামীকাল দেশজুড়ে ধর্মঘটের ডাক দিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA) ও অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অরগানাইজেশন (AIDSO) । আগামীকাল 6টা শুরু করে 24 ঘণ্টা চলবে এই ধর্মঘট ৷ এর জেরে দেশজুড়ে ব্যাহত হতে পারে চিকিৎসা পরিষেবা ৷ যদিও, এর জন্য হাসপাতালের ইমারজেন্সি পরিষেবা বিঘ্নিত হবে না বলে জানিয়েছে IMA ৷

কী এই NMC বিল?

গতকাল লোকসভায় পাশ হয় এই NMC বিল ৷ বিলটি হল, মেডিকেল নিয়ে সাড়ে চার বছর পড়ার পরে পড়ুয়াদের ‘ন্যাশনাল এগজ়িট টেস্ট’ বা ‘নেকস্ট’ দিতে হবে । এটিই হবে তাঁদের বার্ষিক পরীক্ষা ৷ কিংবা একে বলা যেতে পারে উচ্চতর পাঠ্যক্রমে যাওয়ার ছাড়পত্রও । ভারতীয়রা বিদেশে ডাক্তারি পড়ে এদেশে চিকিৎসা করাতে চাইলেও দিতে হবে ওই পরীক্ষা । পরীক্ষায় পাশ করতে না পারলে পরের বছর ফের পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে ।

মেডিকেল শিক্ষায় দুর্নীতি রুখতে , সময় উপযোগী , সংস্কারমুখী পাঠ্যসূচি চালু করতে ও চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতেই এই বিলটি আনা হয়েছে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন । যদিও, এই NMC বিলকে 'ড্রাকোনিয়ান' বলে তুলনা করেছে বিভিন্ন সংগঠন । ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জাতীয় প্রেসিডেন্ট শান্তনু সেন বলেন, "ন্যাশনাল মেডিকেল কমিশন বিলের বিরুদ্ধে 2017 থেকে আমরা আন্দোলন করছি । কারণ, এই বিল গণতন্ত্রবিরোধী । ফেডেরাল স্ট্রাকচার বিরোধী । চিকিৎসক বিরোধী । সমাজের স্বার্থ বিরোধী । এই বিলটি মেডিকেল এডুকেশনকে কর্পোরেটের হাতে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে । এর প্রতিবাদে দেশের 10 হাজার চিকিৎসক দিল্লিতে আন্দোলন করেছেন । 300 চিকিৎসককে পুলিশ গ্রেপ্তারও করেছে । এরপরেও জোরপূর্বক লোকসভায় কেন্দ্রীয় সরকার এই বিলটিকে পাশ করিয়েছে । এই বিল কোয়াক প্র্যাকটিসকে উৎসাহিত করছে । এর প্রতিবাদে আগামীকাল 24 ঘণ্টার জন্য চিকিৎসা পরিষেবা বন্ধ থাকবে ৷ শুধু জরুরি বিভাগ খোলা থাকবে ।"

IMA-এর পশ্চিমবঙ্গ শাখার প্রেসিডেন্ট ডাক্তার নির্মল মাজি বলেন, "আগামীকাল আমরা প্রতীকী প্রতিবাদ করব । কাজ বন্ধ করে লাখ লাখ মানুষকে দুর্গতির মধ্যে ফেলে দিয়ে প্রতিবাদ নয়, প্রতিবাদ মন থেকে হবে । প্রতিবাদ চলবে । আমরা কালো ব্যাজ পরে প্রতিবাদ করব । আমাদের প্রতিবাদ নীরব । কাজে ফাঁকি দিয়ে প্রতিবাদ নয় ।"একই সঙ্গে এই বিলের বিষয়ে তিনি বলেন, "আমি মনে করি এটা স্বৈরতান্ত্রিক পদক্ষেপ । এটা 'ড্রাকোনিয়ান' বিল । এটা গণতন্ত্রের কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়ার একটা অপচেষ্টা । অবৈজ্ঞানিকভাবে ব্যবসায়িক মনোভাব নিয়ে কেন্দ্রীয় সরকার এই বিল আনছে।"

আগামীকাল এই কর্মসূচি সফল করার জন্য আজ প্রতিটি রাজ্যের IMA-র সেক্রেটারি প্রেসিডেন্ট, দেশের IMA-র প্রতিটি লোকাল ব্রাঞ্চের সেক্রেটারি, প্রেসিডেন্ট সহ IMA-র সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির প্রতিটি সদস্য ও IMA-র জাতীয় স্তরের দায়িত্বপ্রাপ্তদের জানিয়ে দেওয়া হয়েছে । IMA-এর কর্মসূচিকে সমর্থন জানিয়েছে পশ্চিমবঙ্গের সরকারি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল এবং সার্ভিস ডক্টরস ফোরাম । ডাক্তারদের অন্য বিভিন্ন সংগঠনও সমর্থন জানিয়েছে । এই সব সংগঠনের মধ্যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, মেডিকেল সার্ভিস সেন্টার, ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা ।

এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরামের প্রেসিডেন্ট অর্জুন দাশগুপ্ত বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের কাছে আমরা এই বিলের বিরোধিতা করে মেইল করেছি । আমরা জানিয়েছি, এই বিলের বিষয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলা হোক।" আগামীকালের কর্মসূচি অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রতিটি হাসপাতাল, নার্সিংহোমসহ ডাক্তারদের চেম্বারেও চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে ।

Intro:কলকাতা, ৩০ জুলাই: ন্যাশনাল মেডিকেল কমিশন বিল, ২০১৯ (NMC Bill, 2019)-এর প্রতিবাদে বুধবার ২৪ ঘন্টার জন্য, দেশজুড়ে ইমারজেন্সি এবং এসেন্সিয়াল বাদে অন্য সব পরিষেবা বন্ধ রাখার জন্য ডাক্তারদের আহ্বান জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA)। এর ফলে বুধবার দেশজুড়ে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গে ডাক্তারদের বিভিন্ন সংগঠন IMA-র এই আহ্বানকে সমর্থন জানিয়েছে। এই একই ইস্যুতে বুধবার মেডিকেল এবং ডেন্টাল পড়ুয়াদের ধর্মঘটের ডাক দিয়েছে AIDSO। এই NMC বিলকে "ড্রাকোনিয়ান" বলে তুলনা করেছে বিভিন্ন সংগঠন। তবে, বুধবার ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়াদের এমন আন্দোলনের ডাক পশ্চিমবঙ্গে কতটা সফল হবে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।
Body:বুধবার সকাল ছ'টা থেকে বৃহস্পতিবার সকাল ছ'টা পর্যন্ত দেশজুড়ে সরকারি-বেসরকারি সব ডাক্তারকে জরুরি এবং প্রয়োজনীয় ছাড়া অন্য সব ক্ষেত্রে পরিষেবা বন্ধ রাখার জন্য আহ্বান জানিয়েছে IMA। এই বিষয়ে IMA-র ন্যাশনাল প্রেসিডেন্ট ডাক্তার শান্তনু সেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "ন্যাশনাল মেডিকেল কমিশন বিলের বিরুদ্ধে ২০১৭ থেকে আমরা আন্দোলন করছি। কারণ এই বিল গণতন্ত্রবিরোধী। ফেডেরাল স্ট্রাকচার বিরোধী। চিকিৎসক বিরোধী। সমাজের স্বার্থ বিরোধী। এই বিলটি মেডিকেল এডুকেশনকে কর্পোরেটের হাতে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে।'

একই সঙ্গে তিনি বলেন, "সোমবার গোটা দেশের ১০ হাজার চিকিৎসক দিল্লিতে আন্দোলন করেছেন। ৩০০ চিকিৎসককে পুলিশ গ্রেপ্তার করে। এর পরেও গায়ের জোরে লোকসভায় কেন্দ্রীয় সরকার এই বিল পাস করিয়েছে। এই বিল কোয়াক প্র্যাকটিসকে প্রমোট করছে। তার পরেও এই বিল জোর করে পাশ করিয়েছে লোকসভায়। এর প্রতিবাদে বুধবার সারাদেশে ইমার্জেন্সি এবং এসেন্সিয়াল সার্ভিস চালু থাকবে। বাকি সব সার্ভিস বন্ধ থাকবে। ২৪ ঘন্টার স্ট্রাইক।" IMA-র ন্যাশনাল প্রেসিডেন্ট এমন কথা বললেও, বুধবারের কর্মসূচির বিষয়ে IMA-এর পশ্চিমবঙ্গ শাখার প্রেসিডেন্ট ডাক্তার নির্মল মাজি বলেছেন, "ধর্মঘটে বিরুদ্ধে আন্দোলন করছেন‌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আমরা প্রতীকী প্রতিবাদ করব। কাজ বন্ধ করে লক্ষ লক্ষ মানুষকে দুর্গতির মধ্যে ফেলে দিয়ে প্রতিবাদ নয়। প্রতিবাদ মন থেকে হবে। প্রতিবাদ চলবে। আমরা কালো ব্যাজ পরে প্রতিবাদ করব। আমাদের প্রতিবাদ নীরব। কাজে ফাঁকি দিয়ে প্রতিবাদ নয়।"

একই সঙ্গে এই বিলের বিষয়ে তিনি অবশ্য বলেন, "আমি মনে করি এটা স্বৈরতান্ত্রিক পদক্ষেপ। এটা ড্রাকোনিয়ান বিল। এটা গণতন্ত্রের কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়ার একটা অপচেষ্টা। অবৈজ্ঞানিক ভাবে ব্যবসায়িক মনোভাব নিয়ে কেন্দ্রীয় সরকার এই বিল আনছে।" এ দিকে, বুধবারের এই কর্মসূচি সফল করার জন্য প্রতিটি রাজ্যের IMA-র সেক্রেটারি প্রেসিডেন্ট, গোটা দেশের IMA-র প্রতিটি লোকাল ব্রাঞ্চের সেক্রেটারি, প্রেসিডেন্ট সহ IMA-র সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির প্রতিটি সদস্য এবং IMA-র জাতীয় স্তরের দায়িত্বপ্রাপ্তদের কাছে মঙ্গলবার IMA-র হেডকোয়ার্টারে তরফে ২৪ ঘণ্টার এই কর্মসূচির বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে মঙ্গলবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Conclusion:বুধবার IMA-এর কর্মসূচিকে সমর্থন জানিয়েছে পশ্চিমবঙ্গের সরকারি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল এবং সার্ভিস ডক্টরস ফোরাম। ডাক্তারদের অন্য বিভিন্ন সংগঠনও সমর্থন জানিয়েছে। এই সব সংগঠনের মধ্যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, মেডিকেল সার্ভিস সেন্টার, ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা। বুধবারের এই কর্মসূচি কে সমর্থন জানিয়ে ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরামের প্রেসিডেন্ট অর্জুন দাশগুপ্ত বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের কাছে আমরা এই বিলের বিরোধিতা করে মেইল করেছি। আমরা জানিয়েছি, এই বিলের বিষয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলা হোক।" বুধবারের কর্মসূচি অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রতিটি হাসপাতাল, নার্সিং হোম সহ ডাক্তারদের চেম্বারেও চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
_______

ছবি:
wb_kol_01a_ima_nmc_strike_bengal_docu_7203421
IMA-র চিঠির ছবি




Last Updated : Jul 30, 2019, 11:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.