ETV Bharat / state

ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপে থমকে শীতে

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 7:10 AM IST

WB Weather Update
নিম্নচাপের জেরে ধাক্কা শীতের আগমনে

WB Weather Update: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ আজই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ৷ 1 ডিসেম্বর সেটি ঘূণিঝড়ে পরিণত হবে ৷ যার প্রভাবে বাধা প্রাপ্ত হতে পারে শীত ৷

কলকাতা, 30 নভেম্বর: ভরা হেমন্তে দূর্যোগের আশঙ্কা । বৃহস্পতিবার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ৷ আগামিকাল সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে ৷ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ঘূর্ণিঝড়টি। তারপর ঘূর্নিঝড় 'মিগজাউম' উত্তর-পশ্চিম দিকে এগোবে। তবে ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়বে তা নিয়ে সন্দিহান আবহওয়াবিদরা ৷ তবে এই ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে অবস্থান করলে বঙ্গে শীতের আগমনে বাধা সৃষ্টি হবে এমনটাই জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিস সূত্রে ৷

হাওয়া অফিস সূত্রে খবর, কারন তাপমাত্রা নিম্নমুখী হওয়ার জন্য পরিষ্কার আকাশ দরকার। দিনে ভূপৃষ্ঠে শোষিত তাপ রাতে বিকরিত হয়। ফলে রাতে তাপমাত্রা নামতে থাকে । কিন্তু আকাশ মেঘলা থাকলে সেই সম্ভাবনা অনেকটাই কম থাকে । ফলে গরম অনুভূত হয়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে । 20 ডিগ্রি সেলসিয়াস -এর উপরে উঠতে পারে কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের তাপমাত্রা । আগামী 4-5 দিন আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই । কয়েকদিন আগে কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাওয়ায় হত শীতের আগমন বলে মনে করেছিলেন অনেকে ৷ যদিও তখন আবহাওয়া দফতররে পক্ষ থেকে জানানো হয়েছিল তাপমাত্র কমলেও এখনই শীতের আগমন ঘটবে না ৷

বুধবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28-1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি । বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল 93 শতাংশ । আজ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে । সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 21ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন:

  1. রাশিতে গ্রহের অবস্থান কতটা ইতিবাচক ? জেনে নিন রাশিফলে
  2. আজ তেলেঙ্গানায় ভোট, সুষ্ঠভাবে নির্বাচনে তৎপর কমিশন
  3. শীতে আমলকী খাদ্যতালিকায় যোগ করুন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.