ETV Bharat / bharat

রাশিতে গ্রহের অবস্থান কতটা ইতিবাচক ? জেনে নিন রাশিফলে

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 6:30 AM IST

Today's Horoscope in Bangla: আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে রয়েছে বিবাহের যোগ রয়েছে ৷ আর কী কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Horoscope in Bangla
রাশিফল

মেষ: আজ আপনি হয়ত সমমনোভাবাপন্ন লোকজনদের সঙ্গে আপনার ধারণা ও মতামত ভাগ করে নেবেন। আপনি আপনার গভীর অঙ্গীকারের কথা প্রকাশ করবেন ভালোবাসার মানুষের কাছে । অনেকদিনের ভুলে যাওয়া বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে সেই বন্ধুত্বকে আবার জাগিয়ে তোলার জন্য আজ ভালো দিন । ব্যক্তিগত ও পেশাগত দুই ক্ষেত্রেই জটিল সমস্যার সমাধান করতে আপনার ক্ষমতা ও উদ্দীপনাকে কাজে লাগান। আজকে আপনার প্রচুর কোনও আর্থিক লাভ হবে না।

বৃষ: আজ আপনার কাঁধে প্রচুর আর্থিক দায়িত্বের বোঝা এসে পড়বে। খরচ নিয়ে বিব্রত হবেন না। দিনের দ্বিতীয়ভাগে অপ্রত্যাশিত উৎস থেকে আপনার কাছে টাকা আসবে। যদি পক্ষপাতহীন মতামত ধরে রাখতে পারেন তবে আর্থিক ক্ষেত্রে অসাধারণ ফল পাবেন। দিনের পরের দিকে আপনার আর্থিক বিষয় ও পারিবারিক কাজকর্মে মগ্ন থাকবেন। আপনার স্বাস্থ্য খুবই ভালো, আপনি ক্লান্ত হবেন না ও আপনার একঘেয়ে রুটিনও উপভোগ করবেন।

মিথুন: আপনার খুশির মেজাজ নিয়ে আপনি যেখানেই যাবেন আনন্দ ও ইতিবাচকতা ছড়িয়ে দেবেন। আপনার উদ্যম ক্রমশ বাড়ছে, কাজেই চ্যালেঞ্জিং কাজগুলি করার জন্য এটি সঠিক সময়। পেশাগত ক্ষেত্রে আপনি ঊর্ধতনদের মুগ্ধ করবেন ও কনিষ্ঠদের অনুপ্রাণিত করবেন। আর্থিক দিক থেকে আপনি নিজেকে নিয়ে সেরকম নিশ্চিত থাকবেন না। আপনি উপার্জন বাড়াতে চাইবেন কিন্তু কীভাবে তা করবেন তা সম্বন্ধে কোনও ধারণাই আপনার থাকবে না।

কর্কট: আপনি আড আর্থিক দিকে মনোযোগ দেবেন ৷ সেই অনুযায়ী পরিকল্পনা করবেন। খরচের তুলনায় আপনি বেশি অর্থ সঞ্চয় করবেন। কোষাধ্যক্ষ, মহাজন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আজ লাভজনক দিন । রোম্যান্টিক সন্ধ্য়ায় আদর্শ আবহ তৈরি করবে। আজ আপনি অপব্যয়ী হবেন ৷ আপনার কষ্টার্জিত অর্থ খরচ করে ফেলতে পারেন, যার ফলে আপনার পকেটে বেশ ভালোরকম টান পড়বে।

সিংহ: আপনি চাইলেও আপনার ভেতরে যে আবেগ জমা হচ্ছে তা প্রকাশ করতে পারবেন না। মনের মণিকোঠায় তাদের জমিয়ে রাখুন। কাজকে আপনি আজ খুব গুরুত্ব দেবেন। অপ্রত্যাশিত কিছু সমস্যার কারণে আপনার সময়সূচির ক্ষেত্রে আজ কিছু বিলম্ব হতে পারে । আজ আপনার আর্থিক পরিস্থিতির মধ্যে কোনও রকম ত্রুটি খুঁজে বার করতে পারেবেন না ।

কন্যা: বাধাবিপত্তির কারণে মনমরা হয়ে পড়বেন না ৷ কাজ সুষ্ঠভাবে শেষ করার ক্ষেত্রে আপনার যৌক্তিক ক্ষমতা ও বিচারবুদ্ধি আপনাকে সাহায্য করবে । আপনার প্রাত্যহিক রুটিন ভালো করে গুছিয়ে নিন ও জটিল সমস্যার সমাধানের জন্য আরও ভালো কৌশল খুঁজে বার করুন । বুদ্ধি, প্রতিভা ও সুযোগের ব্যবহার কারলে আপনিও অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন।

তুলা: দায়িত্বে থাকা কখনোই সোজা নয় ৷ আপনাকে এমনভাবে নির্দেশ দিতে হবে যাতে আপনার অধস্তনরা তাদের সেরাটা দিতে উদ্বুদ্ধ হন। প্রচলিত স্বৈরাচারী ধরন থেকে বেরিয়ে আসুন ৷ এমন ঐক্যমত্য তৈরি করুন যাতে অসাধারণ কাজ করা সম্ভব হয় । যদিও আপনি হিতৈষী ও সুবিবেচক ৷ আজ আপনি কারোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইবেন না ।

বৃশ্চিক: আজ কাজের চাপ ক্রমশ বাড়তে থাকবে। যদিও তা আপনি খুব ভালোভাবেই সামলাবেন এবং তার সম্পূর্ণ কৃতিত্ব আপনার ধৈর্য্যের। যাই হোক, নজর তীক্ষ্ণ রাখুন ও আগেভাগেই চাপের লক্ষণ চিনতে শিখুন ও যত দ্রুত সম্ভব তা সামলান। আজ একটি অসাধারণ সন্ধ্যা কাটবে । আপনার সঙ্গীর সঙ্গে দেখা হওয়ায় আপনি প্রচণ্ড মুগ্ধ হয়ে যাবেন। স্বাস্থ্যের খেয়াল রাখুন। যারা দুরারোগ্য ব্যধিতে ভুগছেন তাদের আবশ্যক সতর্কতা অবলম্বন করতে হবে ।

ধনু: আপনি আবেগের ঘূর্ণাবর্তে জড়িয়ে আছেন। আজ আপনি নানা ওঠানামার সম্মুখীন হবেন। যদিও কিছুই আপনার কাজের প্রতি একনিষ্ঠতা ও একাগ্রতা থেকে আপনাকে সরাতে পারবে না। এই কর্মব্যস্ত দিনে আপনাকে অনেক দৌড়োদৌড়ি করতে হবে। কাজেই শরীরিওচর্চা ও পুষ্টিকর জলখাবার দিয়ে দিন শুরু করতে ভুলবেন না। যদি ভালো করে কাজ করতে চান তাহলে পরের দিন পর্যন্ত এই উদ্যম ধরে রাখুন।

মকর: সতর্ক থাকলে আপনার প্রেম জীবনেও সাহায্য হবে । আপনার সম্পর্কের সংহতি নষ্ট করতে দেবেন না। ব্যাঙ্ক ঋণ বা ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করতে পারেন আজ ৷ তবে এই আবেদন করার আগে নিজের সঠিক প্রয়োজন সম্পর্কে নিশ্চিত থাকুন। আপনার প্রাত্যহিক প্রয়োজনগুলি নিয়ে আপনাকে কাজ করতে হবে। অফিসে আজ কর্মকর্তাদের সুনজরে পড়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করুন।

কুম্ভ: আপনার প্রিয় মানুষের সঙ্গে আপনি নতুন কিছু করে দেখবেন। আর্থিক দিক থেকে, আপনার মন যদি বলে যে এটিই সঠিক বিনিয়োগ, তাহলে আর ভাববেন না। আপনার মালিকানায় থাকা কোনও সম্পত্তি বা পুরনো গাড়ি বা অন্য কোনও বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রি করার জন্যও আজ ভালো দিন। আজ যেহেতু আপনার মেজাজ ওঠানামা করবে, সময়ের মধ্যে কাজ শেষ করার আপনার প্রয়াস কারোর চোখেই পড়বে না। তার বদলে আপনার ওপরওয়ালারা চাইবেন যে আপনি একের বেশি কাজ সামলান ।

মীন: আজ আপনি প্রবল উৎসাহী ও উদ্যমী। ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা আপনার এতই প্রবল যে আপনি হয়ত গতিবেগের সীমাও লঙ্ঘন করে ফেলবেন। বাড়ি- গাড়ি নিয়ে গবেষণা করে তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নিলে ভালে হবে। আজ খোঁজখবর নেওয়া ও দেখার জন্য ভালো দিন, কিন্তু কেনার জন্য নয়। আজ স্বর্গীয় শক্তি আপনাকে কোনও সমস্যা ছাড়াই কাজ সম্পন্ন করার জন্য যথেষ্ট উদ্যমী করে তুলবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.