ETV Bharat / state

West Bengal Weather Update: 23 বছরের রেকর্ড ভাঙা গরম সিকিমে, বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা

author img

By

Published : Jun 1, 2023, 6:45 AM IST

Updated : Jun 1, 2023, 7:13 AM IST

রাজ্যজুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে ৷ আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী ক'দিন এইরকম আবহাওয়াই থাকবে ৷ বিশেষত পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে ৷ এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷

ETV Bharat
আবহাওয়া

আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে জানালেন আলিপুরের আবহবিদ গণেশচন্দ্র দাস

কলকাতা, 1 জুন: সিকিমে সর্বোচ্চ তাপমাত্রা 26.1 ডিগ্রি সেলসিয়াস ৷ 23 বছর আগে 2000 সালের 14 মে এইরকম গরম পড়েছিল উত্তর-পূর্বের ছোট্ট এই রাজ্যটিতে ৷ পারদের এই ঊর্ধ্বমুখী গতি বঙ্গের তাপচিত্রের ভূমিকা মাত্র ৷ ফের প্রাণান্তকর গরমের চোখরাঙানি রাজ্যজুড়ে ৷ এপ্রিলের দহন জ্বালা ফিরছে জুনে ৷

আজ থেকে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে চলেছে রাজ্য জুড়ে ৷ আলিপুর আবহাত্তয়া অফিসের আধিকারিক গণেশচন্দ্র দাস জানিয়েছেন, পারদ ফের চড়বে ৷ এসপ্তাহেই তাপপ্রবাহের সতর্কতা ৷ বৃহস্পতিবার পশ্চিমের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি বাড়বে ৷ উত্তরবঙ্গের তিন জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে এবং 2-4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে ৷ তাপমাত্রা বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও । সপ্তাহ শেষে কলকাতায় তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে ৷

তাপপ্রবাহ কবে কোথায় ? হাওয়া অফিস এর পূর্বাভাসে জানিয়েছে, শুক্রবার 2 জুন পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কবার্তা ৷ শনিবার 3 জুন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ছাড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে ৷

জুন মাস মানেই বর্ষার আগমনী বার্তা ৷ কিন্তু বৃষ্টি কোথায় ? আজ এবং আগামিকাল বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও ৷ তবে তা বাড়তে থাকা তাপমাত্রায় কতটা রাশ পড়াতে পারবে সেটাই দেখার ৷

আরও পড়ুন: পূর্বাভাস ছাপিয়ে আর্থিক বৃদ্ধির হার 7.2 শতাংশে, টুইট প্রধানমন্ত্রীর

জুনের শুরুতেই মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে ৷ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি- উপরের এই পাঁচ জেলায় আগামিকাল 3-4 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ কেন এই তাপপ্রবাহের পরিস্থিতি ফিরে এল ? এ নিয়ে হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্যপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে ৷ এর প্রভাবে রাজ্যে উত্তর-পশ্চিমের শুকনো ও গরম হাওয়া প্রবেশ করছে ৷

কলকাতায় বৃষ্টি না-হওয়ায় অন্য জেলাগুলির তুলনায় শহরে গরমের পরিস্থিতি আরও অস্বস্তিকর । আজও তা চলবে ৷ বেলা বাড়লে গরম বাড়বে ৷ বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতিতে আর্দ্রতাজনিত অবস্থা তৈরি হয়েছে ৷ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে ৷

তাপমাত্রার পরিসংখ্যান বলছে, বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 37.4 ডিগ্রি এবং 29.7 ডিগ্রি সেলসিয়াস ছিল ৷ দু'টিই স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 90 শতাংশ ৷ আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 38 ডিগ্রি এবং 29 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে পদোন্নতি-সহ একগুচ্ছ ঘোষণা রাজ্যের

Last Updated : Jun 1, 2023, 7:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.