ETV Bharat / state

আবহাওয়ার খামখেয়ালিপনার মাঝেই শীতের খবর দিল হাওয়া অফিস

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 7:06 AM IST

Updated : Jan 11, 2024, 9:23 AM IST

WB Weather update: মকর সংক্রান্তিতে জমিয়ে শীত ৷ আলিপুর আবহাওয়া দফতরের নয়া পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, আগামী দু‘দিনেই সর্বনিম্ন তাপমাত্রা 2-4 ডিগ্রি কমবে ৷

Etv Bharat
Etv Bharat

মকর সংক্রান্তিতে জমিয়ে শীত

কলকাতা, 11 জানুয়ারি: অবশেষে জমিয়ে শীত ৷ আগামী দুই দিনে সর্বনিম্ন তাপমাত্রা 2-4 ডিগ্রি নামবে। এক কথায় শীত ফিরতে চলেছে বঙ্গে, এমনটাই পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের নতুন পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত । মকর সংক্রান্তিতে শীত পড়বে তা বলার অপেক্ষা রাখে না ৷

কেন আবহাওয়ার এই পরিবর্তন ? আলিপুর আবহাওয়া দফতরের নয়া পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, তাপমাত্রার পতন দু’টো কারণে হয় । মেঘলা আকাশ থাকলে তাপমাত্রা বেড়ে যায়। কিন্তু আকাশ মেঘমুক্ত ও রৌদ্রজ্বল হলে তাপমাত্রার পারদের পতন হয় ৷ ঠান্ডা বৃদ্ধি পায় । বঙ্গে তাপমাত্রার কারণ বিশ্লেষণ করেই তিনি বলেন, "এখন আমাদের অঞ্চলের উপর কোনও সিস্টেম নেই । অ্যান্টি সাইক্লোনিক অবস্থা থাকায় আকাশ পরিস্কার ও রৌদ্রজ্বল। পাশাপাশি আমাদের অঞ্চলে এখন উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস অবাধ প্রবেশ করছে । আমরা অনুমান করছি আগামী 2 থেকে 3 দিন পারদ উল্লেখযোগ্য ভাবে নীচে নামবে । পারদ 2 ডিগ্রির বেশি নীচে নামলেই তাপমাত্রার উল্লেখযোগ্য পতন বলে থাকি। এক্ষেত্রে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা পতন হবে ।"

কোনও অঞ্চলে তাপমাত্রার পতন বেশি হবে ? হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা বলেন, "মূলত উত্তর দিকে অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে উল্লেখযোগ্য ভাবে পারদ পতন হবে । তুলনায় তাপমাত্রা কম নামবে পূর্বাঞ্চল এবং দক্ষিণ জেলাগুলিতে। কলকাতা এবং আশেপাশের অঞ্চলেও পারদ 2 থেকে 3 ডিগ্রি কমবে । বুধবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.5ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.1 এক ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 93 শতাংশ। আজ বৃহস্পতিবার কুয়াশাচ্ছন্ন ভোর ৷ বেলা বাড়লে দিনের আকাশ রৌদ্রজ্বল হবে । সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 16ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন:

  1. একটি নয়, মাথাব্যথার রয়েছে নানান রকমফের! জেনে নিন এর ধরন ও লক্ষণ
  2. হরমোনের ভারসাম্য বজায় রাখতে চান ? এই খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করুন
  3. রোম্যান্টিক মেজাজে মেষ, আবেগ প্রবণ সিংহ; আপনার ভাগ্যে কী আছে ?
Last Updated :Jan 11, 2024, 9:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.