ETV Bharat / entertainment

ইতালি টু ফ্রান্স, লাক্সারি ক্রুজে অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং! যোগ দিচ্ছেন আলিয়া-রণবীর-সলমন - Anant Radhika Pre Wedding

author img

By ETV Bharat Bangla Team

Published : May 27, 2024, 4:40 PM IST

Anant Ambani-Radhika Merchant Pre Wedding: আমেদাবাদের পর দ্বিতীয়বার প্রি-ওয়েডিং সেরেমনির আয়োজন করেছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের পরিবার ৷ লাক্সারি ক্রুজে ইতালি থেকে ফ্রান্সে তিনদিনের জলপথ ভ্রমণে উপস্থিত থাকছেন একঝাঁক বলিউড তারকা ৷ দেখে নিন তালিকায় কারা রয়েছেন ৷

ANANT RADHIKA PRE WEDDING
অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 27 মে: ছোট ছেলের বিয়ে বলে কথা ৷ ফলে বিয়ের নানাবিধ অনুষ্ঠানে কোনও কামতি রাখছে না আম্বানি পরিবার ৷ আমেদাবাদের জামনগরে প্রি-ওয়েডিং রয়্যাল সেরেমনির ঝলক দেখেছেন সকলে ৷ এবার স্থলভাগ ছেড়ে জলের উপর তিনদিনের আনন্দ অনুষ্ঠানের আয়োজন মার্চেন্ট-আম্বানি পরিবারের ৷ ইতালি থেকে ফ্রান্স তিনদিনের জলবিহারে আমন্ত্রিত একাধিক বলিউড তারকা ৷ ইতিমধ্যেই মুম্বই এয়ারপোর্ট থেকে তাঁরা রওনা দিয়েছেন ইতালির উদ্দেশ্যে ৷

জুলাই মাসে চার হাত এক হাত চলেছে অনন্ত-রাধিকার ৷ মার্চে গ্র্যান্ড সেলেব্রেশনে মেতে উঠেছিলেন দুই পরিবারের সকলে ৷ তিন খানের ডান্স থেকে শুরু করে রণবীরের সঙ্গে অন্তঃসত্ত্বা দীপিকার কোমর দোলানো, সবকিছুর সাক্ষী থেকেছেন বিনোদনপ্রেমীরা ৷ বিয়ের আগে দ্বিতীয় পার্টি এবার নীল সাগরের বুকে ৷ সোমবার সকালে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে আলিয়া ভাট ও রণবীর কাপুরকে, সঙ্গে ছিল মেয়ে রাহা ৷ মুম্বইয়ের কালিনা এয়ারপোর্টে দেখা যায় তারকা দম্পতিকে ৷

আরও পড়ুন: এই পথ যদি না শেষ হয়... 'পঞ্চায়েত' সিজনের জার্নি নিয়ে নয়া চমক পরিচালক দীপকের

তালিকা থেকে বাদ পড়েননি সলমন খানও ৷ নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে এদিন তিনিও বিমান ধরেন ইতালির উদ্দেশ্যে ৷ আমন্ত্রিত রয়েছেন রণবীর সিংও ৷ কোজি ট্রাক প্যান্ট, মাথায় টুপি পরে এদিন পাপারাৎজিদের কাছে ফ্রেমবন্দি হন অভিনেতা ৷

তবে এদিন, রণবীরের সঙ্গে দেখা যায়নি দীপিকা পাড়ুকোনকে ৷ তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ৷ কয়েকদিন আগেই তাঁর বেবিবাম্প নজর এসেছে ৷ ভোট দিতে এসে সকলের মনোযোগ কাড়েন 'মস্তানি' গার্ল ৷ তবে তা নিয়ে কম বিতর্কও হয়নি ৷ এরপর এক শপিং মলে নিজের মেকআপ প্রোডাক্ট লঞ্চ অনুষ্ঠানে হলুদ রঙের গাউনে হাজির হন দীপিকা ৷ উজ্জ্বল, হাসিখুশি দীপিকাকে দেখে আপ্লুত অনুরাগীরাও ৷

অন্যদিকে, রাধিকা মার্চেন্ট ও তাঁর পরিবার-পরিজনদেরও দেখা যায় বিমানবন্দরে ৷ দেখা গিয়েছে, মুকেশ ও নীতা আম্বানিকেও ৷ মেয়ে জিভাকে সঙ্গে নিয়ে পার্টির উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী ৷ চিত্র সাংবাদিকদের দেখে হেসে হাত নাড়েন 'ক্যাপ্টেন কুল' ৷

ক্রুজে প্রি-ওয়েডিং সেরেমনির পার্টি চলবে তিনদিন ৷ 28 মে থেকে 30 মে পর্যন্ত ৷ বিটাউনের প্রথম সারির তারকারাই এই প্রাইভেট পার্টিতে আমন্ত্রিত রয়েছেন ৷ তালিকায় বচ্চন-কাপুর পরিবার আছে কি না, সেটাই দেখার ৷

আরও পড়ুন: দীপিকার বেবি বাম্প নিয়ে কটাক্ষ, মোক্ষম জবাব বেটার-হাফ রণবীরের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.