ETV Bharat / state

West Bengal Weather Update: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, নবমী-দশমীতে তাল কাটতে পারে উৎসবের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 9:48 AM IST

ETV Bharat
পুজোর শেষে বৃষ্টি হতে পারে

এবছর কার্তিক মাসে দুর্গাপুজো ৷ তাই বাতাসে হিমের পরশ রয়েছে ৷ সুন্দর শুকনো আবহাওয়ায় পুজো শুরু হয়েছে ৷ তবে নবমী ও দশমীতে বৃষ্টি বাধা হলেও হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস ৷

কলকাতা, 21 অক্টোবর: পুজোর গন্ধমাখা রৌদ্রজ্জ্বল আকাশ ৷ বেলা বাড়তেই দর্শনার্থীরা প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন ৷ তবে উৎসবের আবহে হঠাৎ বাধা হতে পারে বৃষ্টি ৷ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশপাশের অঞ্চলে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে ৷ তার জেরে বৃষ্টির মুখ দেখতে পারে উৎসবের রাজ্য।

আগামিকাল এই নিম্নচাপটি মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়ার পরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে ৷ এরপর ফের বাঁক নিয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ উপকূলের দিকে যাবে ৷ ফলে এই রাজ্যের উপর এর প্রভাব কতটা পড়বে তা বলতে এখনই বলতে পারছে না আলিপুর ৷ পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷ তবে অষ্টমী পর্যন্ত যে বৃষ্টি হবে না তাতে সংশয নেই ৷

ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে ৷ ফলে পুজোর আনন্দে বৃষ্টি কাঁটা ছড়াবে না ৷ পাহাড় এবং সমতল দুই জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে ৷ বিশেষত উত্তরবঙ্গে পুজোর এই চারদিন বৃষ্টি নয়, বদলে শুকনো আবহাওয়া ৷

দক্ষিণবঙ্গে আগামিকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই ৷ তবে নবমী এবং দশমীতে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে ৷ নবমীতে এই হালকা বৃষ্টির সম্ভাবনা 30%-40% ৷ দশমীতে বৃষ্টির সম্ভাবনা 70%-80% ৷ তবে নিম্নচাপ মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়ায় পরিস্থিতির বদল হতে পারে ৷ নিম্নচাপের অভিমুখ বাংলাদেশের উপকূলের দিকে হলেও, রাজ্যের উপকূল অঞ্চলে তার প্রভাব কী হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায় ৷ সোমবার এবং মঙ্গলবার বৃষ্টিতে পুজোর তাল কাটতে পারে ৷

শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্র 23.5 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88 শতাংশ ৷ আজ শনিবার, সপ্তমীতে রৌদ্রজ্জ্বল আকাশ থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ দিনে রোদ থাকলেও বিকেল ও সন্ধ্যায় ঠান্ডা আবহাওয়া অনুভূত হচ্ছে ৷ এবছর পুজো কার্তিক মাসে হচ্ছে ৷ ফলে শরতের রোদ্দুরের শুষ্কতা যেমন রয়েছে, তেমনই হেমন্তের আগমনী হিমের পরশও মিলছে ৷

আরও পড়ুন: পুজোর আনন্দে মাতোয়ারা কাজল, আত্মীয়-বন্ধুদের সঙ্গে নানা মুডে ধরা দিলেন নায়িকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.