ETV Bharat / state

West Bengal Weather Update: শহিদ দিবস পালনে বাধা হবে না বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের

author img

By

Published : Jul 21, 2023, 8:01 AM IST

Updated : Jul 21, 2023, 10:44 AM IST

ETV Bharat
আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও একটানা হবে না ৷ 5-10 মিনিটের জন্য বৃষ্টি হবে ৷ আবহাওয়ার পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে ৷ এবার বাংলার সর্বত্র বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে ৷ এতে চাষের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

আবহাওয়ার পূর্বাভাস নিয়ে জানালেন পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 21 জুলাই: মেঘ যেখানে, বৃষ্টিও শুধু সেখানে ৷ এটাই এখন বঙ্গজুড়ে আবহাওয়ার পূর্বাভাসের ওয়ান লাইনার ৷ বৃষ্টি নেই, এদিকে তাপমাত্রাও সহ্যসীমা ছাড়িয়ে যায়নি ৷ এই অবস্থায় আর্দ্রতাজনিত গরম অস্বস্তি বাড়াচ্ছে ৷ আলিপুর আবহাওয়া দফতর আগামী পাঁচদিনের যে পূর্বাভাস দিয়েছে, তা স্বস্তির বদলে শঙ্কার ৷ ইতিমধ্যে রাজ্যজুড়ে বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছে ৷ দক্ষিণবঙ্গেই শুধু নয়, পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির কম হয়েছে ৷ বৃষ্টির ঘাটতিতে দক্ষিণবঙ্গে ধান চাষ-সহ কৃষি ক্ষেত্রে ক্ষতি হতে পারে ৷

আগামী পাঁচদিন সেভাবে বৃষ্টি না-হওয়ায় এই ঘাটতি কমার কোনও সম্ভাবনা নেই ৷ আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৫ দিন ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই ৷ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ৷ বৃষ্টি হলেও তা 5-10 মিনিটের জন্য স্থায়ী হবে ৷ একটানা বৃষ্টির হবে না ৷ দিনের প্রথম ভাগে আর্দ্রতাজনিত অস্বস্তি যেমন ছিল তেমনই থাকবে ৷ তিনি আরও জানান, বৃষ্টি না হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর পরিস্থিতি চলবে ৷ উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই ৷

আরও পড়ুন:জুলাইয়ের মঞ্চ থেকেই লোকসভার সুর বাঁধছে তৃণমূল, পদ্মের বিরুদ্ধেও বাড়বে ঝাঁঝ

দক্ষিণবঙ্গে একুশে জুলাই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে ৷ কলকাতা-সহ উপকূলীয় ও পশ্চিমের দুই-একটি জেলায় কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ বলাই যায়, মেঘ যেখানে বৃষ্টি সেখানে ৷ রবিবার থেকে উত্তরবঙ্গে উপরের পাঁচটি জেলা- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে আগামী 5-7 দিন ভারী বৃষ্টি হবে না ৷ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হলেও রাজ্যে তার প্রভাব পড়বে না ৷ দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির হতে পারে ৷

আরও পড়ুন: প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা বৃষের, বাকিদের কেমন কাটবে; জানুন রাশিফলে

কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা 33.6 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন 28.5 ডিগ্রি সেলসিয়াস ৷ দু'টিই স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ছিল ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88 শতাংশ এবং সর্বনিম্ন 68 শতাংশ ৷ আজ শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি থাকবে ৷

Last Updated :Jul 21, 2023, 10:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.