ETV Bharat / state

West Bengal Weather Update: পঞ্চায়েত নির্বাচনে বাধা হবে না ভারী বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের

author img

By

Published : Jul 8, 2023, 7:57 AM IST

ETV Bharat
পঞ্চায়েতের দিন আবহাওয়া

আজ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ এমনই আবহে রাজ্যের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া অফিস ৷ বরং আগামিকাল থেকে উত্তরে বৃষ্টি বাড়তে পারে বলে জানানো হয়েছে ৷

কলকাতা, 8 জুলাই: গ্রাম গড়ার নির্বাচনে আবহাওয়া কাঁটা হবে না ৷ উত্তর এবং দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভারী বা অতি ভারী বৃষ্টির তোমন কোনও সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি ৷ আজ শনিবার থেকে বৃষ্টি আরও কমবে দক্ষিণবঙ্গে ৷ বাড়বে তাপমাত্রা ৷ আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে ৷ আগামিকাল রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে ৷ তবে সকাল থেকেই বীরভূম-সহ কয়েকটি জায়গায় বৃষ্টির খবর মিলেছে।

আজ পঞ্চায়েত ভোটের দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে ৷ উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ৷ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে ৷ উত্তরবঙ্গে নীচের দিকের তিনটি জেলা এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ সেই বৃষ্টির পরিমাণও দক্ষিণবঙ্গে অনেকটাই কম থাকবে বলে পূর্বাভাস আলিপুরের ৷ এর সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হতে পারে ৷ গণনার দিন দক্ষিণবঙ্গে একই রকম আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে ৷

আরও পড়ুন: ভোট কর্মীদের সঙ্গে বিবাদ, ব্যালট বক্স জলে ফেললেন স্থানীয়রা

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ৷ তবে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকায় মিশ্র আবহাওয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৷ শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমেছে ৷ দিনভর আংশিক মেঘলা আকাশ ছিল জেলাগুলিতে ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ৷ আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে ৷ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে ৷ তবে তা 35-36 ডিগ্রির মধ্যে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ তাই বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে ৷

উত্তরবঙ্গে শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে ৷ তবে উপরের দিকের 5টি জেলায় হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার এবং তার সংলগ্ন জেলাগুলিতে ৷ আগামিকাল রবিবার থেকে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে ৷ ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ৷ কোচবিহার, আলিপুরদুয়ারে বেশি বৃষ্টির সতর্কতা ৷ বৃষ্টির পরিমাণ কমবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৷ এরই মধ্যে সকালের দিকে জলপাইগুড়িতে বৃষ্টি মাথায় নিয়ে ভোটের লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা।

আরও পড়ুন: সফরসূচিতে তিন জেলা, নির্বাচনের দিনও রাস্তায়-রাস্তায় রাজ্যপাল

শুক্রবার কলকাতায় মেঘলা আকাশ থাকায় দিনের তাপমাত্রা 4 ডিগ্রি কমেছিল ৷ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় ৷ শনিবারও তা অব্যাহত থাকবে ৷ তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে ৷ কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিক ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 95 শতাংশ ৷ আজ শনিবার দিনের আকাশ মেঘলাই থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.