ETV Bharat / state

Panchayat Elections 2023: ভোট কর্মীদের সঙ্গে বিবাদ, ব্যালট বক্স জলে ফেললেন স্থানীয়রা

author img

By

Published : Jul 8, 2023, 7:09 AM IST

Updated : Jul 8, 2023, 8:39 AM IST

বনগাঁ থানার ঘাটবাওড় গ্রাম পঞ্চায়েতের 83 ও 84 নম্বর বুথে গ্রামবাসীদের সঙ্গে ভোট কর্মীদের বচসা বাঁধে ৷ আর তাতে ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা ব্যালট বক্স ও পেপার জলে ফেলে দেন ৷

Panchayat Elections 2023
ব্যালট বক্স জলে ফেললেন গ্রামবাসীরা

ব্যালট বক্স জলে ফেললেন স্থানীয়রা

বনগাঁ, 8 জুলাই: ব্যালট পেপার তৃণমূলের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এমনই আশঙ্কা থেকে ভোট কর্মীদের কাছে ব্যালট পেপার দেখতে চাইলেন একাংশ গ্রামবাসী। ব্যালট পেপার না-দেখাতে চাইলে ভোট কর্মীদের সঙ্গে বিবাদ বাঁধে তাঁদের। অভিযোগ তখন, ব্যালট বক্স ও পেপার পুকুরের জলে ফেলে দেন ক্ষিপ্ত গ্রামবাসী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ঘাটবাওড় গ্রাম পঞ্চায়েতের 83 ও 84 নম্বর বুথে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে এড়োপোতা এফপি স্কুলে পৌঁছন ভোট কর্মীরা। কয়েকজন পুলিশ তাঁদের সেখানে নিয়ে আসেন। কোনও কেন্দ্রবাহিনী ছিল না। বিকেলের দিকে স্কুল ঘরে ভোটের কিছু কাজ করছিলেন তাঁরা। সেই সময় কিছু গ্রামবাসী আসেন এবং ভোটকর্মীদের কাছে ব্যালট পেপার দেখতে চান। তাঁদের অভিযোগ, ব্যালট পেপারের হিসাব দিতে পারছেন না ভোট কর্মীরা। এর পাশাপাশি তাঁদের আশংকা ব্যালট পেপার তৃণমূলের কাছে দিয়ে দেওয়া হয়েছে। সেই আশংকা থেকেই তাঁরা ব্যালট পেপার দেখতে চান। তখন ভোট কর্মীরা তাঁদের জানান, ভোট শুরুর আগে রাজনৈতিক দলের প্রতিনিধিদের ব্যালট পেপার দেখানো হবে। কারণ, এভাবে তাঁরা কাউকে ব্যালট পেপার দেখাতে পারেন না। আর তা নিয়ে কেন্দ্র করে ওই গ্রামবাসীদের সঙ্গে ঝামেলা বাঁধে ভোট কর্মীদের।

অভিযোগ, সেই সময় ক্ষিপ্ত গ্রামবাসীরা ব্যালট পেপার পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন। পরে ব্যালট বক্স ও পেপার ধরে পার্শ্ববর্তী একটি পুকুরের জলে ফেলে দেন ক্ষুদ্ধ গ্রামবাসী। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এড়োপোতা স্কুলে ৷ গ্রামবাসী কেন্দ্রীয় বাহিনীর দাবি করেন। কেন্দ্রীয় বাহিনী না-এলে ভোট করতে দেবেন না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। তারা জল থেকে ব্যালট বক্স ও পেপার উদ্ধার করেন। তৃণমূলের অভিযোগ, সিপিএম-বিজেপি হেরে যাবে জেনে ব্যালট বাক্স ও ব্যালট পেপার জলে ফেলে দিয়েছে।

আরও পড়ুন: সফরসূচিতে তিন জেলা, নির্বাচনের দিনও রাস্তায়-রাস্তায় রাজ্যপাল

Last Updated : Jul 8, 2023, 8:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.