ETV Bharat / state

West Bengal Weather Update : বঙ্গে আসছে মৌসুমী বায়ু, উত্তরে বৃষ্টি বাড়লেও দক্ষিণে কমবে

author img

By

Published : Jun 2, 2022, 6:38 AM IST

Updated : Jun 2, 2022, 7:17 AM IST

Monsoon in West Bengal
বঙ্গে বর্ষা

পশ্চিমবঙ্গে বর্ষা আসতে আর 2-3 দিন বাকি, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ এর মধ্যে কলকাতা-সহ আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রিতে নেমেছে (West Bengal Weather Update) ৷

কলকাতা, 2 জুন : আন্দামান, কেরালা পেরিয়ে বঙ্গের পথে বর্ষা । প্রথমে উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গের দিকে যাত্রা করবে মৌসুমী বায়ু । আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী দু'দিনের মধ্যে বঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে । উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করার সঙ্গে সঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে । অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার ও কোচবিহারে । কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে । 72 ঘণ্টা পর থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ কমবে ।"

ইতিমধ্যে তাপমাত্রা ফের নিচের দিকে । 34-35 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে । বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টিতে দুই বঙ্গে কিছুটা স্বস্তি ফিরেছে । বুধবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 33.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক 27.1 ডিগ্রি সেলসিয়াস ৷

রাজ্যে বর্ষা আসছে, কী বললেন আলিপুরের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ?

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 2nd June : আর্থিক দিক থেকে আজকের দিনটি কাদের জন্য ভাল যাবে ? জানুন রাশিফলে

আগামী পাঁচ দিনের তাপমাত্রার যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে দক্ষিণে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন নেই । আজ বৃহস্পতিবার কলকাতা এবং আশপাশে দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে । বিকেলে ঝড় বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি থাকবে (IMD forecasts partly cloudy sky with rain likely to occur) ।

Last Updated :Jun 2, 2022, 7:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.