ETV Bharat / bharat

ETV Bharat Horoscope for 2nd June : আর্থিক দিক থেকে আজকের দিনটি কাদের জন্য ভাল যাবে ? জানুন রাশিফলে

author img

By

Published : Jun 2, 2022, 12:02 AM IST

আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভাল দিন কাটবে কারও তার সঙ্গে বিবাহের যোগ রয়েছে কারও ৷ আর কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে (Etv Bharat Horoscope for 2nd June) ৷

ETV Bharat Horoscope for 2nd June
আর্থিক দিক থেকে আজকের দিনটি কাদের জন্য গড়পড়তা যাবে ? জানুন রাশিফলে

ETV Bharat Horoscope for 2nd June
মেষ

মেষ : আজকে আপনি সুন্দর জিনিস ও অদ্ভুত সব হস্তশিল্পের কদর করবেন । এমনকি আপনি হয়ত এই সকল পণ্য সংক্রান্ত ব্যবসা করার কথাও ভাববেন। যদিও, আপনি মনস্থির করতে পারবেন না । কিন্তু এই ব্যাপারে মন খোলা রাখুন। যুক্তির সাহায্যে আপনি আজ সবকিছু একটু ভালভাবে সামলাতে পারবেন । এছাড়াও, আপনার উদ্যম প্রচুর বেশি থাকবে, যা সম্ভবত আপনাকে সারাদিন সাহায্য করবে।

ETV Bharat Horoscope for 2nd June
বৃষ

বৃষ : আশেপাশের লোকজনের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকার সম্ভাবনা খুবই বেশি । আজকে আপনার নানা উপাদেয় খাবার খেতে ইচ্ছা করবে । চেপে রাখা খিদে হয়ত এইকম অনুভূতির কারণ । আজকে একদম নতুন, অন্যরকম কিছু হবে । আজকের দিনটি আপনার জন্য খুবই ফলদায়ক । আপনি হয়ত আর্থিক ভবিষ্যত নিয়ে বিভ্রান্ত বোধ করবেন এবং আপনার উপার্জন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে চিন্তা করতে শুরু করবেন।

ETV Bharat Horoscope for 2nd June
মিথুন

মিথুন : আজ আপনি সম্ভবত রোমান্টিক মেজাজে থাকবেন। কঠিন পরিস্থিতির চাপে আপনার চরিত্রের প্রতিযোগী দিকটি বেরিয়ে আসবে এবং আপনাকে শারীরিক ও মানসিক উৎকর্ষতার দিকে ঠেলে দেবে। আপনার কাজের থেকে আপনার ক্ষমতা ও বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাবে । আপনি আজ প্রবল উদ্যম ও আত্মবিশ্বাসে ভরপুর ৷ আজকের দিনের সম্পূর্ণ সদ্ব্যবহার করার জন্য আপনার শক্তিকে সঠিক দিকে চালিত করুন। কাজের জায়গায় প্রতিদ্বন্দ্বীদের সম্বন্ধে সতর্ক থাকুন, নইলে তারা আপনার উন্নতির পথে বাধা তৈরি করবে।

ETV Bharat Horoscope for 2nd June
কর্কট

কর্কট : আজকে আপনাকে হয়ত বাড়ি ও কর্মক্ষেত্র, দুই জায়গাতেই কিছু আর্থিক সিদ্ধান্ত নিতে হবে। কোনও নির্দিষ্ট প্রকল্পের দায়িত্ব যদি আপনার হাতে থাকে, তাহলে যারা এতে কাজ করছে, তাদের ওপর আপনাকে বিশ্বাস করতে হবে। আজকে আপনি হয়ত জেদী লোকজন ও কঠিন পরিস্থিতি, দুইয়ের সঙ্গে মানিয়ে নিতে চাইবেন।

ETV Bharat Horoscope for 2nd June
সিংহ

সিংহ : সবাই একে অন্যের থেকে আলাদা হতে চায় । যদিও, তারা বোঝেই না যে তারা এমনিই অনন্য। আজ, কাজের জায়গায় আপনি সেরকমই নানাধরনের লোকের দেখা পাবেন, যার মধ্যে কেউ কেউ হয়ত আপনার ধৈর্যেরও পরীক্ষা নেবে। সবস্ময় মনে রাখবেন, যে, দলে কাজ করার অর্থ হল নানারকম মতামত ও নানা লোকের অহংবোধ সামলে চলা। আজকে আপনার কাছে অর্থ উপার্জনের ভাল সুযোগ আসবে। যাদের কাছ থেকে আপনি টাকা পান, তারা হয় তা আপনাকে ফেরত দেবে বা তাড়াতাড়ি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি করবে।

ETV Bharat Horoscope for 2nd June
কন্যা

কন্যা : আপনার দিকে যে আর্থিক সমস্যাগুলি ছুঁড়ে দেওয়া হবে, তা সম্ভবত আপনি পছন্দ করবেন, কেননা আপনার সাফল্যের যে খিদে তাতে তা ইন্ধন যোগায়। আপনি এই সমস্যা সমাধানের জন্য অভিনব ধারণা ও উন্নত পদ্ধতি খুঁজে বের করবেন। আজকে যেহেতু আপনার মাথা খুবই সক্রিয় এবং যৌক্তিক থাকবে, আপনি সব পরিকল্পনা আরও ভালভাবে করতে পারবেন। কোনও ব্যবসায়িক উদ্যোগ নিয়ে কাজ করা ও তার আর্থিক দিকটির জন্য প্রস্তুত হওয়ার একটি ভাল সময়।

ETV Bharat Horoscope for 2nd June
তুলা

তুলা : আজকে আপনি তুচ্ছ বিষয়ে চিন্তিত হয়ে পড়বেন ও চাপে থাকবেন। মানসিক শান্তি পাওয়ার জন্য, ধর্মীয় বা আধ্যাত্মিক কার্যকলাপে নিজেকে ব্যস্ত রাখুন। এর পাশাপাশি, আপনি যদি কোনও ধর্মীয় স্থানে যান, তাহলে আপনি যে মানসিক শান্তি পাবেন, তা অনেক দিন আপনার সঙ্গে থাকবে। আর্থিক উন্নতির জন্য, আজ আপনি আপনার ভাগ্য ও অন্যদের ওপর বেশি নির্ভর করবেন । আর্থিক সুযোগ বা লাভের ক্ষেত্রে, আপনার প্রয়াস ও পরিশ্রমের অবদান কমই থাকবে।

ETV Bharat Horoscope for 2nd June
বৃশ্চিক

বৃশ্চিক : আজকের দিনটি, আপনার জন্য দুটি প্রধান দিক নিয়ে আসবে। দিনের একভাগ স্মৃতিকাতরতা চিন্তাভাবনায় আচ্ছন্ন থাকবে আর অন্যদিকে, যে সময় আপনি দিবাস্বপ্ন দেখে এবং কাজ উপেক্ষা করে কাটিয়েছেন, সেই সময় পুনরুদ্ধার করতে চাইবেন । আজকে যেহেতু গ্রহের অবস্থান বিরূপ, আপনি বেশি আবেগপ্রবণ থাকবেন। ইতিবাচক থাকার চেষ্টা করুন এবং বিরূপ স্বাস্থ্য দ্বারা প্রভাবিত হবেন না। আজকে দিনটি বিনিয়োগের জন্য ভাল নয়, কাজেই নতুন বিনিয়োগ করবেন না।

ETV Bharat Horoscope for 2nd June
ধনু

ধনু : যদিও আজকে আপনার নেতিবাচক থাকার সম্ভাবনাই বেশি, অন্য লোকদের সমর্থন আপনাকে প্রফুল্ল করে তুলবে এবং মেজাজ ভাল রাখতে সাহায্য করবে। অন্য ব্যক্তিরা আপনার উপরে খুব বেশি প্রভাব ফেলতে , তাই আপনি যদি নেতিবাচক লোকজনদের সঙ্গে লেনদেন করেন, তাহলে তাদের এড়িয়ে চলুন। আজ আপনি অন্যদের জন্য অর্থ খরচ করার মেজাজে থাকবেন। এটি আপনার স্বাভাবিক আচরণের সঙ্গে খাপ খায় না। আপনার এখন মনে হবে যে, আপনার কাছের ও প্রিয় লোকজনদের জন্য আপনার অর্থ ব্যয় করা উচিত।

ETV Bharat Horoscope for 2nd June
মকর

মকর : আজ আপনি খুবই ব্যস্ত। কাজের চাপে আপনি এতই আটকে পড়বেন যে নিজের জন্য চিন্তা করা আপনার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়াবে। আপনি সৃজনশীল হতে চান, কিন্তু কাজের চাপ আপনাকে সেই স্বাধীনতা দেবে না। আপনি সময়কে ঠিকভাবে কাজে লাগাতে জানেন। কাজেই আপনি কাজগুলিকে তাদের প্রাধান্য অনুযায়ী সাজিয়ে নিয়েছেন এবং সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। আজকের দিনটি আপনার জন্য খুবই ব্যস্ত হবে।

ETV Bharat Horoscope for 2nd June
কুম্ভ

কুম্ভ : সাত সমুদ্র তেরো নদীর পার থেকে ভাল খবর এসে আপনাকে প্রফুল্ল করে তুলবে। আপনি যদি ভিসার আবেদন করে থাকেন, আজকে তা পেতে পারেন। সবকিছু ইতিবাচক দেখাচ্ছে এবং আপনার মেজাজেও তার ছাপ পড়বে। পরিবারের সঙ্গে আপনার আনন্দ ভাগ করে নিন এবং দেখবেন তা বহুগুণে বেড়ে যাচ্ছে । কোনও পণ্য বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করার জন্য আজ ভাল দিন। আপনি বাজার নিয়ে প্রচুর পড়াশোনা করবেন, কিন্তু খুব বেশি পড়াশোনা ও বেশি চিন্তা-ভাবনা করলে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন। কাজেই আপনার সহজাত বোধের উপরে বেশি নির্ভর করুন।

ETV Bharat Horoscope for 2nd June
মীন

মীন : আজকে হয়তো আপনার মাথায় অভিনব উদ্ভাবনী কোন চিন্তা আসবে। কিন্তু আপনার ধারণা একই গতিতে জন্ম নেওয়া ও হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফলে এইসব দুনিয়া কাঁপানো বৈপ্লবিক চিন্তাভাবনা লিখে রাখার জন্য, হাতের কাছে কোন খাতা কলম রাখুন। নানা ক্ষেত্রে আপনি আজকে ভালো কাজ করবেন। যদিও আপনি প্রচুর পরিশ্রম করবেন, নিজের জন্য কিছু অবসর মুহুর্ত খুঁজে বার করারও চেষ্টা করুন। আপনি যে কাজ করতে চাইবেন, সেখানে নিজের সর্বস্ব ঢেলে দেবেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.