ETV Bharat / state

রেশন কার্ড থাকলে ছাড় মিলবে শপিং মলে!

author img

By

Published : Nov 3, 2019, 1:23 AM IST

খাদ্য ভবন

এক বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করেছে রাজ্যের খাদ্য দপ্তর । রেশন কার্ড থাকলেই সংশ্লিষ্ট সংস্থার শপিংমলে গেলে বিভিন্ন রকম সামগ্রিক উপর 7 শতাংশ থেকে 15 শতাংশ ছাড় মিলবে । রাজ্যের সমস্ত মানুষকে রেশন কার্ড ব্যবহারের জন্য এই পরিকল্পনা নিয়েছে রাজ্যের খাদ্য দপ্তর ।

কলকাতা, 3 নভেম্বর : রেশন কার্ড থাকলেই এবার শহরের বিশেষ একটি শপিং মলে ছাড় পাওয়া যাবে । প্রত্যেকটি নাগরিক যাতে রেশন কার্ড ব্যবহার করতে উদ্যোগী হন তার জন্য খাদ্য দপ্তর এই বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে । আগামী মঙ্গলবার থেকে দশ নম্বর আবেদনপত্র বিলি করবে রাজ্যের খাদ্য দপ্তর । সেই আবেদনপত্র খাদ্য দপ্তরে জমা দিলে নতুন রেশন কার্ড পাওয়া যাবে । তবে, রেশনের সামগ্রী সংগ্রহ করা যাবে না এই নতুন কার্ডে । কেবলমাত্র পরিচয় পত্র হিসেবেই এই রেশন কার্ড আনতে চাইছে রাজ্য সরকার ।

এক বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করেছে রাজ্যের খাদ্য দপ্তর । সংশ্লিষ্ট সংস্থার শপিংমলে নতুন এই রেশন কার্ড নিয়ে গেলে বিভিন্ন রকম সামগ্রিক উপর 7 শতাংশ থেকে 15 শতাংশ ছাড় মিলবে বলে জানানো হয়েছে । নতুন এই পরিচয় পত্র তথা রেশন কার্ডে প্রায় 250টি দ্রব্যের উপর বিশেষ ছাড় দেবে এই শপিং মলটি । রাজ্যের সমস্ত মানুষকে রেশন কার্ড ব্যবহারের জন্য এই পরিকল্পনা নিয়েছে রাজ্যের খাদ্য দপ্তর । খুব শীঘ্রই ক্যাবিনেট বৈঠকে বিষয়টি আলোচিত হবে । তারপরে সবুজ সংকেত দেবে অর্থ দপ্তর ।

বিভিন্ন মাধ্যমে রাজ্য সরকারের অধীনস্থ খাদ্য দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে খুব দ্রুত বিষয়টি রাজ্যের সাধারণ মানুষকে জানানো হবে । যাঁরা রেশন কার্ড ব্যবহার করেন অথচ গম, চাল সংগ্রহ করেন না, তাঁদের জন্য বিশেষ ধরনের এই রেশন কার্ড চালু করতে চলেছে খাদ্য দপ্তর । আর দু'মাস পরে নতুন বছর । আগামী বছরের শুরু থেকেই নতুন এই রেশন কার্ড ব্যবহার করা যাবে । সেই রেশন কার্ড দেখিয়ে শপিং মলে ছাড় পাওয়া যাবে বলে জানানো হয়েছে খাদ্য দপ্তর থেকে ।

Intro:Body:খাদ্য ভবনের ছবিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.