HS Examination: পুরনো নিয়মে ফিরছে উচ্চমাধ্যমিক, উত্তরপত্রেও আসছে বদল; ঘোষণা সংসদের

author img

By

Published : Jan 9, 2023, 3:55 PM IST

Etv Bharat

আগামী 14 মার্চ থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ৷ তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা সেরে ফেলল সংসদ (HS Exam all set to back to the old rules) ৷ বাইরের স্কুলে গিয়েই পরীক্ষা দিতে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ৷

কলকাতা, 9 জানুয়ারি: আর হোম সেন্টারে নয়, বাইরের স্কুলে গিয়েই পরীক্ষা দিতে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ৷ যদিও মান্যতা দেওয়া হবে কোভিড বিধিকে। পাশাপাশি উত্তরপত্রেও আসছে বেশ কিছু বদল। ঘোষণা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE)। আগামী 14 মার্চ থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ৷ তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা সেরে ফেলল সংসদ (HS Exam all set to back to the old rules) ৷

এতদিন উচ্চমাধ্যমিক পরীক্ষার Part A-র উত্তরপত্র আলাদা সাদা পাতায় লিখে জমা দিতে হত। অন্যদিকে পার্ট B-এর জন্য প্রশ্নপত্র ও উত্তরপত্রে বুকলেট একসঙ্গে থাকত। মূলত সেখানে এমসিকিউ ধাঁচের প্রশ্ন থাকত। সেটি সেখানেই লিখে দুটি উত্তরপত্র (পার্ট এ ও পার্ট বি) একসঙ্গে সেলাই করে তারপর জমা দিতে হত। তবে এবার আর দু'টি উত্তরপত্র বা দু'টি প্রশ্নপত্র থাকবে না। পড়ুয়ারা একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা ঠিক যেভাবে দেয় সেভাবেই তারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারবে। আলাদা করে দু'টি খাতা বা দুটি প্রশ্নপত্র আর থাকছে না তাদের জন্য। এবার প্রশ্নপত্রও একটি থাকবে ও পরীক্ষার্থীদের জন্য একটি মাত্র উত্তরপত্র থাকবে। সেখানেই তাঁরা সমস্ত উত্তর দেবে।

অন্যদিকে গত বছর করোনার জেরে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছিল হোম সেন্টারে। তবে এবার আর তা নয়, পুরোনো নিয়ম মেনেই হবে পরীক্ষা। অন্য স্কুলে গিয়েই পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা। মেয়েরা পরীক্ষা দেবে গার্লস স্কুলে, অন্যদিকে ছেলেদের ক্ষেত্রেও বহাল থাকছে একই নিয়ম। এছাড়া প্রশ্নপত্র যাতে ফাঁস না-হয় সেদিকে বাড়তি লক্ষ্য দেওয়া হয়েছে। পরীক্ষার দিনগুলিতে সেন্টার ইনচার্জ প্রত্যেক পরীক্ষার দিন সকালবেলায় সেন্টার সেক্রেটারি ও দু'জন পুলিশ আধিকারিককে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট সংসদকর্মীর কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করবেন এবং সেইগুলি ভেন্যু সুপারভাইজার বা তাঁর মনোনীত কোনও শিক্ষক প্রতিনিধির কাছে পৌঁছে দেবেন। পরীক্ষা শুরু হওয়ার অন্তত এক ঘণ্টা আগে প্রশ্নপত্র পৌঁছে দেওয়ার কাজটি সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: বাংলাকে নিজের ঘর ভাবুন, জি-20 সম্মেলন নিয়ে বৈঠকে অতিথিদের বার্তা মুখ্যমন্ত্রীর

এর সঙ্গেই বলা হয়েছে, পরীক্ষা শুরু হওয়ার ঠিক 30 মিনিট আগে ভেন্যু সুপারভাইজারদের নির্দেশ মেনে প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে। প্রশ্নপত্রের প্যাকেট খোলার পর প্যাকেটে থাকা প্রশ্নপত্রগুলো নিরীক্ষকদের উপস্থিতিতে ভাল করে পরীক্ষা করতে হবে। এরপর বিষয়ভিত্তিক নির্দিষ্ট প্রশ্নপত্র সংসদের পাঠানো খামে ঢুকিয়ে বন্ধ করে তা সংশ্লিষ্ট পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত নিরীক্ষকদের স্বাক্ষর করানোর পর তাদের হাতে তুলে দিতে হবে। পরীক্ষা কক্ষের দায়িত্বে থাকা শিক্ষকেরাই সেই প্রশ্নপত্রগুলো নিজেদের কক্ষে নিয়ে যাবেন। সকাল দশটা'র আগে পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা চলবে না। তবে এই নিয়ম গতবছরও পালন করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.