ETV Bharat / state

Dengue Death in kolkata: আরও এক প্রাণ কাড়ল ডেঙ্গি, বাঙুর হাসপাতালে মৃত্যু গৃহবধূর

author img

By

Published : Jul 28, 2023, 10:22 PM IST

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃ্ত্যু হল এক বধূর ৷ শুক্রবার এমআর বাঙুর হাসপাতালে মৃত্যু হয়েছে ওই গৃহবধূর ৷

Etv Bharat
প্রতীকী ছবি

কলকাতা, 28 জুলাই: রাজ্য়ে ফের ডেঙ্গির বলি এক ৷ বারুইপুরের বাসিন্দা অনিমা সর্দার (45) ভর্তি ছিলেন এমআর বাঙুর হাসপাতালে । শুক্রবার দুপুরে মৃত্যু হয় ওই মহিলার । জানা গিয়েছে, জ্বরে আক্রান্ত হয়ে ওই মহিলা প্রথমে ভরতি ছিলেন বিদ্যাসাগর হাসপাতালে । সেখান থেকে অবস্থার অবনতির জেরে তাঁকে বৃহস্পতিবার স্থানান্তরিত করা হয়েছিল এমআর এমআর বাঙুর হাসপাতালে । সেখানে এদিন মত্যু হয়েছে ওই মহিলার ৷

বর্ষার মরশুম শুরুর সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা । ইতিমধ্যেই একাধিক মানুষের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে । তবে এই বছর শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে মশাবাহিত এই রোগে । যেহেতু স্কুল খোলা রয়েছে তাই রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি বলে মনে করেছেন চিকিৎসকরা । তাই জ্বর হলে কোনওভাবেই শিশুকে স্কুলে না পাঠানোর আরজি জানিয়েছেন চিকিৎসকরা । পাশপাশি ডেঙ্গির লক্ষণ নিয়ে সতর্ক করেছেন চিকৎসকরা ৷ জ্বর তিন দিনের বেশি থাকলেই চিকিৎসকের পরামর্শ মেনে ডেঙ্গি টেস্ট করানো হয় সে কথাও উল্লেখ করা হয়েছে ৷ ডেঙ্গি হলে বেশি করে জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ৷

আরও পড়ুন: কলকাতায় ডেঙ্গির থাবা, প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির ছাত্রীর

অন্যদিকে, স্বাস্থ্যভবনের পক্ষ থেকে একটি ফিভার ক্লিনিক খোলা হয়েছে । প্রতিদিনের ডেঙ্গির পরিস্থিতি নিয়ে বৈঠক করা হয়েছে । গাইডলাইনও জারি করেছে । সতর্কতার জন্য প্রচার শুরু করা হয়েছে । তবে স্বাস্থ্যভবনের পক্ষ থেকে বলা হয়েছে 2 দিনের বেশি জ্বর, মাথা ও গা হাত পায়ে যন্ত্রণা এবং গায়ে লাল ব়্যাশ দেখা দিলেই ডেঙ্গি টেস্টের পরামর্শ দেওয়া হবে ৷ পাশাপাশি বিভিন্ন সচেতনতা মূলক প্রচারও চালানো হচ্ছে ৷ বসতিপূণ এলাকাগুলিতে যাতে জল না জমে সেই দিকও নজর দিচ্ছে কলকাতা পৌরনিগম ৷ নদর্মা পরিষ্কার থেকে শুরু করে ব্লিচিং পাইডার ছড়ানোর কাজ শুরু হয়েছে ৷ কয়েকদিন আগেই ষষ্ঠ শ্রেণির এক নাবালিকার মৃত্যু হয়েছে জেঙ্গিতে আক্রান্ত হয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.