ETV Bharat / state

Home Ministry Seeks Report on False Cases: শুভেন্দুর পাঠানো মিথ্যা মামলার অভিযোগ নিয়ে রাজ্যের রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

author img

By

Published : Mar 17, 2023, 7:26 PM IST

Updated : Mar 17, 2023, 7:43 PM IST

বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার (Mamata Banerjee Government) ৷ কেন্দ্রের কাছে এমনই অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক ৷

Home Ministry Seeks Report on False Cases
Home Ministry Seeks Report on False Cases

নয়াদিল্লি, 17 মার্চ: পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে কি মিথ্যা ও মনগড়া মামলা দেওয়া হচ্ছে? জানতে চায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ তাই এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) মন্ত্রক ৷ সেই রিপোর্ট অবিলম্বে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরে করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari claim of false cases) ৷ তিনি এই নিয়ে চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) দফতরে ৷ সূত্রের খবর, তার পরই নড়েনড়ে বসেছে কেন্দ্রীয় সরকার ৷ জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রকে প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি চিঠি আসে ৷ সেই চিঠি এই বিষয়টি খতিয়ে দেখতে বলা হয় ৷ ওই চিঠির সঙ্গে শুভেন্দু অধিকারীর পাঠানো চিঠিটাও যুক্ত করে দেওয়া হয় ৷

তার পরই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হল (Home Ministry Seeks Report on False Cases) ৷ পশ্চিমবঙ্গ সরকারের কাছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে যে চিঠিটি পাঠানো হয়েছে, সেখানে লেখা হয়েছে, "যেহেতু অভিযোগে উঠে আসা সমস্যাটি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সম্পর্কিত, তাই অনুরোধ করা হচ্ছে যে দয়া করে বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখা হোক এবং এই বিষয়ে অবিলম্বে এই মন্ত্রকের কাছে একটি রিপোর্ট পেশ করা হোক ৷’’

আরও জানা গিয়েছে যে এই রিপোর্ট গত 10 মার্চ কেন্দ্রের তরফে পাঠানো হয় পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ৷ এখনও পর্যন্ত রাজ্য সরকার এই চিঠির কোনও উত্তর পাঠিয়েছে কি না, তা জানা যায়নি ৷ এই নিয়ে রাজ্য সরকার বা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফেও কোনও মন্তব্য করা হয়নি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয় ৷ ওই বছরের জুলাই মাসে তাঁর বিরুদ্ধে হওয়া অভিযোগগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন বিরোধী দলনেতা ৷ তিনি এই নিয়ে কলকাতা হাইকোর্টেরও (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন ৷ আদালত তাঁকে রক্ষাকবচও দিয়েছে ৷ এমনকী, তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করতে হলেও আদালতের অনুমতি নিতে হবে বলে কোর্ট জানিয়েছিল ৷

এছাড়া শুভেন্দু অধিকারী আদালতে আবেদন করে রেখেছেন যে তাঁর বিরুদ্ধে হওয়া সমস্ত ফৌজদারি মামলা সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হোক ৷ তাহলেই নিরপেক্ষ তদন্ত করা সম্ভব হবে ৷ এই প্রেক্ষাপটেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করা হল ৷ কেন্দ্রের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন: মমতার জন্য সারদায় টাকা হারিয়েছেন বাংলার 3 কোটি মানুষ, তোপ শুভেন্দুর

Last Updated : Mar 17, 2023, 7:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.